21/09/2025
গাছের পাশাপাশি চায়ের ছবি, ভিডিও শেয়ার করি দেখে কিছু কাছের মানুষ আপত্তি জানাইছে । গাছের পেজে এত চায়ের ছবি দাও কেন?
আমি বললাম চা তো রেগুলার ই বানাই,গাছের সাথে ভিডিও করার জন্য তো বানাই না। চায়ের কাপ নিয়ে বারান্দায় যখন বসি তখন একটু শখ করে ছবি তুলি এই আরকি! 😅😅
কিন্তু আসলে বিষয়টা এমন না ।আমার বারান্দায় ওই উডেন স্টুল টাই বসে গাছগুলো দেখে দেখে চা খেতে যেই আনন্দ টা আমি পাই সেটার স্মৃতি ধরে রাখার জন্যই ছবি,ভিডিও করা ।কে জানে কবে এই বাসা ছেড়ে দিতে হবে,কয়টা গাছ আমি ঠিকঠাক ভাবে সাথে করে নিয়ে যেতে পারবো! তাই প্রতিদিন আমি এদের নিত্য নতুন ছবি তুলি ।আর এই এক কাপ চায়ের কি ভূমিকা জানেন?গাছ আর আমার মধ্যে একান্ত্বে যে সময়টা কাটে ওইটুকু সময়কে অনেক বেশি মিষ্টি করে তুলে আমার এই চিনি কম দেয়া এক কাপ চা ।