Hasib's Show

Hasib's Show Rumors Are Not Spread Here,
Humor Is Organized Here For Entertainment.

"প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না"
29/08/2025

"প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না"

Big shout out to my newest top fans! 💎 Khan Akash, Mohammad Forhad HossenDrop a comment to welcome them to our community...
20/08/2025

Big shout out to my newest top fans! 💎 Khan Akash, Mohammad Forhad Hossen

Drop a comment to welcome them to our community,

08/08/2025
23/07/2025

গতপরশু সব থেকে নিকট তম ভিডিও মাইলস্টোন স্কুলের বিস্ফোরণের আগের


crash

বর্তমানে সবচেয়ে আলোচিত একটি শব্দ হলো, "চাঁদা"। শব্দটি সম্পর্কে আপনার মনে কৌতুহল জাগতেই পারে। কারণ উচ্চারণ এবং বানান এক ...
14/07/2025

বর্তমানে সবচেয়ে আলোচিত একটি শব্দ হলো, "চাঁদা"। শব্দটি সম্পর্কে আপনার মনে কৌতুহল জাগতেই পারে। কারণ উচ্চারণ এবং বানান এক হওয়ার পরেও এই শব্দটি অনেক ধরনের অর্থ প্রকাশ করে থাকে।

সর্ব প্রথম আমরা 'চাঁদা' শব্দটি শুনি শৈশবে। সেটা আবার কাজী নজরুল ইসলামের 'ভোর হলো' কবিতা পড়ে।
কবি লিখেছিলেন,

"আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে"

এখানে 'চাঁদা' শব্দের অর্থ চাঁদ।

এরপর যখন আর একটু বড় হলাম তখন আমাদের জ্যামিতি বক্সে এক 'চাঁদা' র সাথে পরিচয় হলো যা দিয়ে আমরা কোণ মাপতাম। অর্থাৎ এখানে 'চাঁদা' অর্থ হলো, চন্দ্রাকৃতির কোণ পরিমাপক সরঞ্জাম বিশেষ।

আমাদের পাতে স্বাদ বাড়াতে এলো এক 'চাঁদা'। ধুন্দুল/ঝিঙে/ পেঁয়াজ দিয়ে চাঁদা মাছ ভুনা অনেকেরই প্রিয় খাবার। চাঁদার আগে রূপ যোগ করলে হয় রূপচাঁদা যা অভিজাত তথা ধনী মানুষের মাছ।

'চাঁদা' শব্দের আরেকটা অর্থ হলো, ব্রহ্মতালু। সহজ অর্থ করলে হয় চাঁদি বা মাথার উপরিভাগ। দুটো ফাঁকা কলসির মধ্যে যখন ঝামেলা হয় তখন তারা মুখই কয়েকবার একে অপরের চাঁদি ফাটিয়ে ফেলে।

উনিশ থেকে বিংশ শতাব্দীর লেখকদের লেখায় আমরা আরেক ধরনের 'চাঁদা' সম্পর্কে জানতে পারি। সেই সময়ের বিভিন্ন লেখায় এরকম কথাবার্তা পাওয়া যায়, "আমরা সকলে চাঁদা তুলিয়া সভার আয়োজন করিলাম, অমুক সাহেব রিলিফ ফান্ডে মোটা অংকের চাঁদা প্রদান করিয়াছেন, তমুক ক্লাবের সদস্য হইয়া মাসিক চাঁদা গুণিতে হইতেছে ইত্যাদি। এখানে 'চাঁদা' শব্দের অর্থ হলো, বিশেষ উদ্দেশ্যে সামাজিক কাজে আদায় করা অর্থ।

ইদানিং 'চাঁদা' শব্দটি যে কারণে ভাইরাল হয়েছে তার অর্থ, অসৎ উদ্দেশ্য ভীতি প্রদর্শন করে জোরপূর্বক আদায়কৃত টাকা। দল ভেদে 'চাঁদা' এর কয়েকটি সমার্থক শব্দের ব্যবহারের কথা জানা যাচ্ছে। আওয়ামী আমলে তারা সরাসরি 'চাঁদা' শব্দটি ব্যবহার না করে চা নাস্তার জন্য কিছু পয়সা (কোটির হিসেবে) চেয়ে নিত। বিএনপির কিছু বিপথগামী কর্মী কোন রাখঢাক না রেখে সরাসরি 'চাঁদা' শব্দটি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ বোধ করে। শোনা যাচ্ছে, জামায়াতের কিছু নীতিহীন সমর্থক ধর্মীয় আবহ যোগ করে কিছুটা সহীহ রূপে ব্যাপারটাকে বলে, 'হাদিয়া'। আর এনপিপির শিক্ষিত ও স্মার্ট ছেলেপেলে প্রচলিত সমস্ত শব্দ এড়িয়ে গিয়ে 'চাঁদা' র ব্যাপারটাকে বলছেন 'ডোনেশন'।

09/07/2025

এদের কে আসমান থেকে সরাসরি ফেরেস্তা আইসা যদি বলে তোমাদের নেত্রী গুলি চালানোর নির্দেশ দিছিলো। তবু এরা ফেরেস্তার দিকে তাকায়া হা হা রিয়্যাকশন দিয়েই যাবে। এমন কি গুলি টা এদের পিছন দিক দিয়ে ঢুকে গেলেও।

01/07/2025

যে বলে জুলাই তু / দি
তার বাপ নরেন মুদি

01/07/2025

শ্রীলঙ্কায় বিপ্লব হলো তারপর তারা দুর্নীতি নাই করে দিলো,

বাংলাদেশে বিপ্লব হলো আমরা বিপ্লবকেই নাই করে দিচ্ছি।

আহা জুলাই

30/06/2025

তাহসানের চেয়ে ভালো কনফিডেন্সের সাথে গায় 🤣

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasib's Show:

Share

Category