14/07/2025
বর্তমানে সবচেয়ে আলোচিত একটি শব্দ হলো, "চাঁদা"। শব্দটি সম্পর্কে আপনার মনে কৌতুহল জাগতেই পারে। কারণ উচ্চারণ এবং বানান এক হওয়ার পরেও এই শব্দটি অনেক ধরনের অর্থ প্রকাশ করে থাকে।
সর্ব প্রথম আমরা 'চাঁদা' শব্দটি শুনি শৈশবে। সেটা আবার কাজী নজরুল ইসলামের 'ভোর হলো' কবিতা পড়ে।
কবি লিখেছিলেন,
"আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে"
এখানে 'চাঁদা' শব্দের অর্থ চাঁদ।
এরপর যখন আর একটু বড় হলাম তখন আমাদের জ্যামিতি বক্সে এক 'চাঁদা' র সাথে পরিচয় হলো যা দিয়ে আমরা কোণ মাপতাম। অর্থাৎ এখানে 'চাঁদা' অর্থ হলো, চন্দ্রাকৃতির কোণ পরিমাপক সরঞ্জাম বিশেষ।
আমাদের পাতে স্বাদ বাড়াতে এলো এক 'চাঁদা'। ধুন্দুল/ঝিঙে/ পেঁয়াজ দিয়ে চাঁদা মাছ ভুনা অনেকেরই প্রিয় খাবার। চাঁদার আগে রূপ যোগ করলে হয় রূপচাঁদা যা অভিজাত তথা ধনী মানুষের মাছ।
'চাঁদা' শব্দের আরেকটা অর্থ হলো, ব্রহ্মতালু। সহজ অর্থ করলে হয় চাঁদি বা মাথার উপরিভাগ। দুটো ফাঁকা কলসির মধ্যে যখন ঝামেলা হয় তখন তারা মুখই কয়েকবার একে অপরের চাঁদি ফাটিয়ে ফেলে।
উনিশ থেকে বিংশ শতাব্দীর লেখকদের লেখায় আমরা আরেক ধরনের 'চাঁদা' সম্পর্কে জানতে পারি। সেই সময়ের বিভিন্ন লেখায় এরকম কথাবার্তা পাওয়া যায়, "আমরা সকলে চাঁদা তুলিয়া সভার আয়োজন করিলাম, অমুক সাহেব রিলিফ ফান্ডে মোটা অংকের চাঁদা প্রদান করিয়াছেন, তমুক ক্লাবের সদস্য হইয়া মাসিক চাঁদা গুণিতে হইতেছে ইত্যাদি। এখানে 'চাঁদা' শব্দের অর্থ হলো, বিশেষ উদ্দেশ্যে সামাজিক কাজে আদায় করা অর্থ।
ইদানিং 'চাঁদা' শব্দটি যে কারণে ভাইরাল হয়েছে তার অর্থ, অসৎ উদ্দেশ্য ভীতি প্রদর্শন করে জোরপূর্বক আদায়কৃত টাকা। দল ভেদে 'চাঁদা' এর কয়েকটি সমার্থক শব্দের ব্যবহারের কথা জানা যাচ্ছে। আওয়ামী আমলে তারা সরাসরি 'চাঁদা' শব্দটি ব্যবহার না করে চা নাস্তার জন্য কিছু পয়সা (কোটির হিসেবে) চেয়ে নিত। বিএনপির কিছু বিপথগামী কর্মী কোন রাখঢাক না রেখে সরাসরি 'চাঁদা' শব্দটি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ বোধ করে। শোনা যাচ্ছে, জামায়াতের কিছু নীতিহীন সমর্থক ধর্মীয় আবহ যোগ করে কিছুটা সহীহ রূপে ব্যাপারটাকে বলে, 'হাদিয়া'। আর এনপিপির শিক্ষিত ও স্মার্ট ছেলেপেলে প্রচলিত সমস্ত শব্দ এড়িয়ে গিয়ে 'চাঁদা' র ব্যাপারটাকে বলছেন 'ডোনেশন'।