Personal Matter

  • Home
  • Personal Matter

Personal Matter Own Happiness

মাত্র ৫-৭ লাখ টাকায় এমন বাড়ি বানাতে পারবেন। সন্তানকে শহরতলী অথবা গ্রামের অক্সিজেন ভরা এমন বাগানে রাখুন। ৬টি গ্রিনহাউজ গ্...
12/06/2025

মাত্র ৫-৭ লাখ টাকায় এমন বাড়ি বানাতে পারবেন। সন্তানকে শহরতলী অথবা গ্রামের অক্সিজেন ভরা এমন বাগানে রাখুন। ৬টি গ্রিনহাউজ গ্যাস, ডার্টি-12 নামে ১২টি ক্ষতিকর কেমিকেলে ভরা শহরের বাতাসের প্রতিটি কণা। শহরে কেনা প্রতিটি খাবারে রয়েছে ফর্মালিন, কার্বাইড, রাইপেন, প্রিজারভেটিভ ও ফারসিনোজেন।
সন্তানকে যতই কোচিং করান, ভালো স্কুলে পড়ান, প্রাইভেট পড়ান না কেন; দিন শেষে তার স্নানুতন্ত্র, মস্তিষ্ক ও দেহকোষগুলো দূর্বল হয়ে পড়ছে।
গ্রাম কিংবা শহরতলীতে থাকলে অন্তত কিছুটা বিশুদ্ধ অক্সিজেন ও খাবারে সে সুস্থ সবল ভাবে বেঁচে উঠবে। কষ্ট করে স্কুল ও অফিসের জন্য শহরের সাথে যোগাযোগ রাখুন।

মনে রাখবেন, বিশ্বের ৮৫% প্রতিভা গ্রামেই সৃষ্টি হয় আর ছড়িয়ে পড়ে শহরে। শহরে শুধু সৃষ্টি হয় কাজ করা কিছু যন্ত্র মানব। যারা দক্ষতার সাথে শুধু কাজ করতে পারে। কিন্তু তাদের মধ্যে থাকেনা সৃষ্টিশীলতা ও সৃজনশীলতা।
আর এর জন্য শতভাগ দায়ী পরিবেশের দূষণ

গাণিতিক ধাঁধা
05/06/2025

গাণিতিক ধাঁধা

04/06/2025
01/06/2025

শখ করে বিসিএস বাংলা সাহিত্যের লিখিত অংশ এট্টু পড়তে গেছিলাম ;

বেশি না শুধু চর্যাপদের চ্যাপ্টার খুলতেই: কাপালিক,যোগী,ডোম্বী,চন্ডালী,শবরী,ব্যাধ,ধুনরী,শুড়ি,মাহুত,নট-নটী (এসব বিঁধঘুটে শব্দ মনে রাখতে হবে জেনে মাথার ওপর দিয়ে গেলো)

এতক্ষণ পড়ে কিছু বুঝতে পারি আর না পারি,তবে অনেক ক্যাডারদের মাথায় যে ক্যান চুল থাকে না তা কিন্তু আর বুঝতে বাকি নাই🥱! সুন্দরী মেয়ে আসলে তারাই ডিজার্ভ করে ব্রো!😂

সেখানে আমারে আর আপনারে তাদের পোস্টে রিএক্ট আর কমেন্টেই মানাই 😃😎

বালিকা জিজ্ঞাসা করিল, “দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে?”পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, “সে কী করে হবে।” সমস্ত রাত্রি...
01/06/2025

বালিকা জিজ্ঞাসা করিল, “দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে?”

পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, “সে কী করে হবে।”

সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কন্ঠস্বর বাজিতে লাগিল— ‘সে কী করে হবে'।

বলতে হবে নিচের উক্তিটি কার।

ভ্রমণ কাহিনি
01/06/2025

ভ্রমণ কাহিনি

30/05/2025

❝ #নজরুলের_না_পাওয়া_ভালবাসা❞
কবি নজরুল বেগম ফজিলাতুন্নেসা জোহাকে এতই ভালবেসেছিলেন যে তাকে বিখ্যাত ❝সঞ্চিতা❞ কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে চেয়েছেন।তবে ফজিলাতুন্নেসা তা কঠোরভাবে প্রত্যাখান করায় পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল।

কবির জীবনে অনেকবারই প্রেম এসেছিল।এদের মধ্যে অন্যতম ৩ জন হলেন নাগির্স আক্তার,প্রমিলা দেবি এবং ফজিলাতুন্নেসা।

সবার কাছ থেকে ভালবাসা পেলেও ফজিলাতুন্নেসা প্রথম নিবেদনেই কবিকে প্রত্যাখান করে ছিলেন।কবি হার না মেনে তাকে লিখে ফেলেন ৮ টি চিঠি।১ টি চিঠিতে ফজিলাতুন্নেসা কবিকে খুবই বিদ্রুপ,কঠোর ভাষায় আর চিঠি না লিখতে বলেন।

দু:খ ভারাক্রান্ত মনে কবি লিখেন,❝‘তুমি বসে রবে ঊর্ধ্বে মহিমা শিখরে নিঃপ্রাণ
পাষাণ দেবী?
কভু মোর তরে নামিবে না প্রিয়ারূপে ধরার
ধুলায়?
লো কৌতুকময়ী! শুধু কৌতুক লীলায়?
দোলাবে আমারে লয়ে? আর সবি ভুল❞?

পরে ফজিতুন্নেসা অন্যত্র বিয়ে করেন এবং বিদেশ গমন করেন।তার বিদায়ে কবি লিখেছেন ❝বর্ষা বিদায়❞ কবিতা।

নজরুলের একপাক্ষিক ভালবাসায় নজরুল ফজিলাতুন্নেসার ভালবাসা না পেলেও আমরা পেয়েছি অসাধারন সব গান,কবিতা,কাব্যসংকলন!

ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ের কথা বলায় কঠোর নিষেধাজ্ঞা ছিল।নজরুল প্রথম দেখায়ই ফজিলাতুন্নেছার সাথে কথা বলে এই প্রথা ভেঙ্গে দেন।ফলস্বরুপ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবন নিষিদ্ধ ঘোষনা করেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।নজরুল কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাননি।তবে মৃত্যুর পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শায়িত করা হয় এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

স্বাধীনচেতা কবি নার্গিসের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন।কারন নার্গিসের পরিবার কবিকে ঘরজামাই করে রাখতে চেয়েছিল।আর কবি সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছেন তার স্ত্রী প্রমিলা দেবী থেকে।মৃত্যু অবধি সুখে-দুখে তারা একসাথে ছিলেন।

আপনাকে শ্রদ্ধাভরে স্মরন করি হে প্রিয় প্রেমের কবি
#সুর_ও_বাণী

30/05/2025

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি
(প্রিলি, লিখিত, ভাইভা সব
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)

জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন সংকটময় মুহূর্তে। পররাষ্ট্রনীতি সাজানো ছিলো চ্যালেঞ্জিং। এই অবস্থায় বিচক্ষণতার সাথে নতুন নীতি নিলেন। তার পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট দুইটি।

🥇 জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত করা
🥈 আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত করা

জিয়াউর রহমানের শাসনামলের কূটনৈতিক সফলতা:

🎋 ১৯৭৭
- জোট নিরপেক্ষ ব্যুরোর সদস্য
- চীন বাংলাদেশ বাণিজ্য চুক্তি
- গঙ্গার পানিচুক্তি

🎋 ১৯৭৮
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য জাপানকে হারিয়ে

🎋 ১৯৭৯
- মিয়ানমারের সাথে সীমান্ত চুক্তি

🎋 ১৯৮১
- ইরাক ইরান যুদ্ধে মধ্যস্থতা

ব্যালেন্স পররাষ্ট্রনীতি গড়তে সক্ষম হয়েছিলেন জিয়াউর রহমান। ভারতের সাথেও যেমন সুসম্পর্ক গড়ে তোলেন তেমনি চীনের সাথে। মিয়ানমারের সাথেও মর্যাদার সম্পর্ক ছিলো তার আমলে।

জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ প্রেসিডেন্ট। তিনি দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। ১৯৮১ সালের ৩০ মে তিনি হ ত্যা র শিকার হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর থেকে আমৃত্যু বিএনপির চেয়ারপার্সন ছিলেন।

মতামত চাই
26/05/2025

মতামত চাই

বিহারীলাল চক্রবর্তী
24/05/2025

বিহারীলাল চক্রবর্তী

নালিশ কোন ভাষার শব্দ?
23/05/2025

নালিশ কোন ভাষার শব্দ?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Personal Matter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share