25/08/2025
ঘটনা কি সত্যি?
আসলেই কি ঘটনা???
#তৌহিদ_আফ্রিদির পাপাকে যেদিন গুলশান থেকে গ্রেপ্তার করে, ঠিক সেদিন রাতেই আফ্রিদি পা'লিয়ে নোয়াখালী চলে যায়। সেখানে গিয়ে তার এক কালের ঘনিষ্ঠ চা'মচা রাহির বাসায় ওঠে।
কিন্তু রাহি গোপনে আফ্রিদির অবস্থান, পরবর্তী প্লানিংসহ সব ইনফরমেশন বাইরে পা'চার করছিলো।
আফ্রিদি বিষয়টা টের পেয়ে পরদিনই নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল চলে যায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ রাহি ততক্ষণে এক সাংবাদিককে আফ্রিদির সব ইনফো দিয়ে দিয়েছে। সেখান থেকেই কাল রাত সাড়ে ১০টায় আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।
এই দুনিয়াতে আসলে কেউ কারো না... 😭😭
World
#