26/08/2025
নিচে এক ফকিন্নির পুতের ছবি দিলাম। নাম সায়মন। দ্বীপ উপজেলা সন্দ্বীপের এতিম ছেলেটা বহদ্দারহাটে তেলের দোকানে চাকরি করতো। ১৮ জুলাই'২৪ শিক্ষার্থীরা প্রতিরোধ শুরু করলে, সেও এসে সমবয়সীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। কোটার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিলো না। কারণ সে তোমাদের ভাষায় একজন ফকিন্নির পুত।
পুরোদিন আন্দোলনকারীদের সঙ্গে ছিলো এই ফকিন্নিরপুটাও। আছরের ঠিক পরপর বহদ্দারহাটে প্রকাশ্যে গুলি করে "হ-ত্যা" করা হয় তাকে। ফকিন্নির পুতের "র-ক্তে" নোংরা হয়ে যায় তোমাদের লাট বাহাদুরদের তৈরী আরাকান সড়ক। শেষ মুহুর্তেও সেই ফকিন্নির পুতের হাতে শক্ত করে ধরা ছিলো একটা পতাকা। ফকিন্নিরপুতদের "র-ক্তে" কেনা লাল সবুজ পতাকা 🇧🇩