
01/08/2025
কয়েকটা নিউজে দেখলাম জুলাই সনদ নিয়ে কি একটা অবস্থা তাদের উওইর লাঠি চারজ করা হচ্ছিলো দেখে খারাপ লাগসে বিষয়টা।
এই যে এতো বড় একটা বিপ্লব ঘোটলো তারপর কিছু মানুষ ফুলে ফেপে একাকার আর বাকিরা চুপ করে রয়ে গেলো, এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের নমুনা।
এইযে সকালে না খেয়ে আন্দোলন কররার জন্য বের হইসি দুপুরে না খায়ে রাত অব্দি আন্দোলন করসি।
রাতে একটু বিশ্রাম করতে ভাইব্রাদার এর বাসায় শেল্টার নিসি সেখানেও ডিবি রেইড দিসে একটু শান্তিতে বসতে পারি নাই, বাসায় ঢুকসি চোরের মতো এডি কারো বেনিফিট এর আশায় কিংবা কোনো কিছু পাওয়ার আশায় এগুলা ভেবে করি নাই, কারন আন্দোলন যৌক্তিক ছিলো।
সরকার যেহেতু তাদের আশা দিসিলো সনদ দিবে তাহলে কেন এমন হয়রানির শিকার হচ্ছে এরা, কেন রাস্তায় নামতে হচ্ছে এদের, এটার একটা সুস্পষ্ট সমাধান দরকার।