Hasnain Hasib Bangladesh

Hasnain Hasib Bangladesh মানুষ জমাই 🌸

কয়েকটা নিউজে দেখলাম জুলাই সনদ নিয়ে কি একটা অবস্থা তাদের উওইর লাঠি  চারজ করা হচ্ছিলো দেখে খারাপ লাগসে বিষয়টা।এই যে এতো বড়...
01/08/2025

কয়েকটা নিউজে দেখলাম জুলাই সনদ নিয়ে কি একটা অবস্থা তাদের উওইর লাঠি চারজ করা হচ্ছিলো দেখে খারাপ লাগসে বিষয়টা।

এই যে এতো বড় একটা বিপ্লব ঘোটলো তারপর কিছু মানুষ ফুলে ফেপে একাকার আর বাকিরা চুপ করে রয়ে গেলো, এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের নমুনা।

এইযে সকালে না খেয়ে আন্দোলন কররার জন্য বের হইসি দুপুরে না খায়ে রাত অব্দি আন্দোলন করসি।
রাতে একটু বিশ্রাম করতে ভাইব্রাদার এর বাসায় শেল্টার নিসি সেখানেও ডিবি রেইড দিসে একটু শান্তিতে বসতে পারি নাই, বাসায় ঢুকসি চোরের মতো এডি কারো বেনিফিট এর আশায় কিংবা কোনো কিছু পাওয়ার আশায় এগুলা ভেবে করি নাই, কারন আন্দোলন যৌক্তিক ছিলো।

সরকার যেহেতু তাদের আশা দিসিলো সনদ দিবে তাহলে কেন এমন হয়রানির শিকার হচ্ছে এরা, কেন রাস্তায় নামতে হচ্ছে এদের, এটার একটা সুস্পষ্ট সমাধান দরকার।

নাম: সাদ সালাহউদ্দিনক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)কোড নং: ০২৬৭সেকশন: ক্লাউড (মেঘ)মাইলস্টোন স্কুল এন্ড কলেজএখনো তাকে পাওয়া ...
21/07/2025

নাম: সাদ সালাহউদ্দিন
ক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)
কোড নং: ০২৬৭
সেকশন: ক্লাউড (মেঘ)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

এখনো তাকে পাওয়া যাচ্ছে না। কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন প্লিজ।
সবার কাছে ছড়িয়ে দিন যাতে তার পরিবার দ্রুত তার সন্ধান পায়।

01954474126
ওর আম্মুর নম্বার

Happy Friday 🌸
18/07/2025

Happy Friday 🌸

17/07/2025

লড়াই কর তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন।

মা'র কাছে সন্তান , যেমন মুমিনের চোখে মসজিদের গম্বুজ।🌺
11/05/2025

মা'র কাছে সন্তান , যেমন মুমিনের চোখে মসজিদের গম্বুজ।🌺

সময়ের স্রোতে ভেসে, কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে, খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে...
21/04/2025

সময়ের স্রোতে ভেসে, কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে, খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।🌺🌸

ইমামুল বড় হইতে চায় অথচ 'ও' জানেনা বড় হইলে , ইচ্ছা করলেই কুকুর / বিড়াল নিয়ে ঘরে ঢুকা যায় না কিংবা এক ঘরে ঘুমানো যায় না!!ও...
13/04/2025

ইমামুল বড় হইতে চায় অথচ 'ও' জানেনা
বড় হইলে , ইচ্ছা করলেই কুকুর / বিড়াল নিয়ে ঘরে
ঢুকা যায় না কিংবা এক ঘরে ঘুমানো যায় না!!

ও জানেনা বড় হইতে গেলে কতো মানুষ হারাইতে
হয়, কতো কিছু হারাতে হয়, কতো কিছু মেনে নিতে হয় , কতো ব্যথা সহ্য করতে হয়!!

ও হয়তো জানেনা বড় হইলে , কোনো ভুল করলে দাদীর আচলে কিংবা নানা - নানির রুমে লুকায় থাকা যায় না!
হয়তো এটাও জানেনা বড় হইতে গেলে কতো গুলা লাশ কাঁধে নিতে হয়, কতো আপন মানুষ হারাইতে হয়।

ইমামুল আসলেই জানেনা বড় হইলে সব দোষ নিজের মনে হয়, সব মাইনা নিতে হয়।
কতো আপন মানুষ মুখ দিয়ে মেরে ফেলবে
বারংবার , কিন্তু তবুও জীবিত থাকতে হয়।
কতো কিছু দেখেও না দেখার অভিনয় করে
থাকতে হয় তা 'না হলেই যে বিপদ।

ও এটাও জানেনা বড় হইলে, ভালো থাকা যায় কেবলমাত্র
যতক্ষন ঘুমিয়ে থাকা যায়, অথচ রাতে আর ঘুম হয় না!
ঘুমের মধ্যে মনে হয় আমি ভালো নেই।

ইমামুলের মন অনেক বড় আমার এলাকায় সবচাইতে পছন্দের পিচ্চি'দের মধ্যে একজন , যার বন্ধু চার পায়া প্রাণী গুলা , যার জন্য আমার বাসার নিচের কুকুর গুলা সেফ থাকে, যার মাধ্যমে আমি সকল আপডেট পাই আমার বাচ্চাগুলার।

তুই বড় হবি খুব বড় হবি হয়তো আমার মতো না,
আমাদের মতো না তারচেয়ে অনেক বড় হবি।
আমাদের আশেপাশে অনেক ইমামুল আছে
তারা কিছু চায় না একটু আদর চায়, সময় চায়
আর ভালোবাসা চায়। 🌺

বন্ধু যারা মানুষ না।

#০০০১০৩

30/03/2025

Eid Mubarak 🌙

20/03/2025

খাস দিলে চাইলে হয়তো খোদা'রে পাওয়া যাইবো , কিন্তু তোমারে না!!

Address

Dhaka

Telephone

+8801944541992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnain Hasib Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category