দৈনিক আমাদের সংগ্রাম

দৈনিক আমাদের সংগ্রাম জাতীয় - দৈনিক আমাদের সংগ্রাম - পত্রিকা
Daily Amader Sangram - Newspaper

The Daily Amader Sangram quickly won the heart of the people including sophisticated and fastidious readers due to its in-depth news, rich content, and presentation. It broke all the circulation and readership records of the newspaper industry of Bangladesh. The Daily Amader Sangram is Bangladesh's most read and on of the largest selling Bangla newspaper. The Daily Amader Sangram website, www.dail

yamadersangram.com On the other hand, online. Amader Sangram maintains as highest standard of journalism in Bangladesh with impartial and authentic news presentation. Instead of taking traditional role it always keeps reinventing itself to stay a step ahead than others. The source of Amader Sangram's inspiration is its readers; they are its final arbiters, its ultimate owner. Amader Sangram is duty bound to satisfy readers' thirsts for information and entertainment through in-depth news as well as with the portfolio of attractive and diversified supplements each and every day.

18/05/2025

দুবাইয়ে রাস-আল-খাইমাহ চেম্বার এর চেয়ারম্যান এর সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত প্রতিনিধি,

দুবাইয়ে রাস-আল-খাইমাহ চেম্বার এর চেয়ারম্যান এর সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ
দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান গত সোমবার (১২ মে ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি -এর সঙ্গে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে সাক্ষাৎ করেন।
চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং আমিরাতের উন্নয়ন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশ এবং রাস-আল-খাইমাহ -এর ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তার চেম্বারের সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রাস-আল-খাইমাহতে ব্যবসা পরিচালনার বিভিন্ন সম্ভাবনার বিষয় তুলে ধরে জনাব নুয়াইমি উক্ত আমিরাতে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেড ফেয়ার ও ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানান।
কনসাল জেনারেল রাশেদুজ্জামান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি রাস-আল-খাইমাহ -এর ব্যবসায়ীদের বাংলাদেশে বিদ্যমান ব্যবসা-বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বিনিয়োগের লক্ষ্যে চেয়ারম্যান জনাব নুয়াইমির দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষত বাংলাদেশের সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানী, পাটশিল্প, কৃষিজাত পণ্য এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি আমিরাতি ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। কনসাল জেনারেল জনাব রাশেদুজ্জামান, চেয়ারম্যান নুয়াইমিকে তার নেতৃত্বে রাস-আল-খাইমাহ হতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়াও তিনি রাস-আল-খাইমাহতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরএকে চেম্বারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাস-আল-খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আরএকে চেম্বারের এ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনোমিষ্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান সহ চেম্বারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ-উল আযহা' উপলক্ষ্য, দৈনিক আমাদের সংগ্রাম পরিবারের পক্ষথেকেসবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।✍️প্রধান সম্পাদক,দৈনিক আম...
16/06/2024

পবিত্র ঈদ-উল আযহা' উপলক্ষ্য,
দৈনিক আমাদের সংগ্রাম পরিবারের পক্ষথেকে
সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।

✍️প্রধান সম্পাদক,
দৈনিক আমাদের সংগ্রাম 🖤

দৈনিক আমাদের সংগ্রাম এর বার্তা সম্পাদক ও স্টাফ রিপোর্টার ঢাকায় একটি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করেছেন এবং লাঞ্চ শেষে পত...
17/10/2023

দৈনিক আমাদের সংগ্রাম এর বার্তা সম্পাদক ও স্টাফ রিপোর্টার ঢাকায় একটি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করেছেন এবং লাঞ্চ শেষে পত্রিকার বিভিন্ন দিক বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পত্রিকার বিষয়ে নিয়মিত এমন যোগাযোগ রাখবেন।

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমাদের সংগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আমাদের সংগ্রাম:

Share

Category