সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News

সাপ্তাহিক আবাবিল পত্রিকা  The Weekly Ababil News প্রকাশক- অ্যাডভোকেট আমিনুল হক আকবর
প্রধান সম্পাদক, জয়নাল আবেদীন বাবুল সম্পাদক

08/07/2025

ভুয়া মেজর ও ব্রিগেডিয়ার আটক। সূত্র নবাবগঞ্জ থানা

08/07/2025

নবাবগঞ্জে ভুয়া মেজর ও বিগেডিয়ার - এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার। অভিযুক্তদের আদালতে নেওয়া হচ্ছে,। ঢাকা জেলার নবাবগঞ্জ থানা সূত্র

07/07/2025

অন্ধকার থেকে আলোর পথে ফিরতে চায় কয়েক যুগের মাদক কারবাড়ীরা> প্রশাসনের সহযোগিতা চায় মাদককারবাড়ীরা
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচরের বাসিন্দারা

06/07/2025

নবাবগঞ্জে সাবেক উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেনের বাড়ির পাশের ফসলি জমি থেকে মৃতদেহ উদ্ধার। এখনো উদ্ঘাটন হয়নি, ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণের প্রক্রিয়াধীন।

05/07/2025

দোহারে শিক্ষক ও বিএনপি নেতা হারুন হত্যার ৭২ ঘন্টা পর মামলা, আটক ১

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যার (৭২) ঘন্টা পর দোহার থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় কোন্দলকে স্পষ্ট করে প্রতিপক্ষের নেতাদের আসামী করা হয়েছে।

এ ঘটনায় শনিবার দুপুরে মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মামলার এজাহার নামীয় আসামী। সে ধোয়াইর এলাকার আব্দুল জলিলের ছেলে।

পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে ও স্থানীয় ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সাথে চরম বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরেই ওই গ্রুপটি পরিকল্পিতভাবে হারুন মাষ্টারকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর তারা লাশ ধোয়াইর জাবেদ আলীর মোড়ে পদ্মা নদীর পারে ফেলে রাখে। কিছু দিন পূর্বে সামসুউদ্দিন গ্রুপের সাথে হারুন মাষ্টারের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনার জের ধরেই তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন বাদী।

মামলার এজাহারে সামসুউদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। এজাহার নামীয় আসামী ফারুক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি দোহার থানার পরিদর্শক তদন্ত মো. নুরুন্নবী নিশ্চিত করেছেন।

মামলার বাদী আব্দুল মান্নান বলেন, তাঁর ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক । তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

05/07/2025

কুমিল্লায় মাসহ দুই ছেলে-মেয়ের মরদেহ দাফন, জানাজায় দেখা যায়নি স্বজনদের।

নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ময়নাতদন্তের পর তাদের মরদেহ দাফন করা হয়েছে। তবে তাদের জানাজায় এলাকাবাসী কিংবা স্বজনদের দেখা যায়নি।
কুমিল্লার মুরাদনগরে পিটিয়ে হত্যা করা এই তিনজনকে।

পুলিশ জানায়, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত সাড়ে ৮টার পর পুলিশি পাহারায় কড়ইবাড়ি কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। তবে এই সময় হাতে গোনা কয়েকজন ছাড়া তাদের জানাজায় এলাকাবাসী কিংবা আত্মীয়-স্বজন কেউ অংশগ্রহণ করতে দেখা যায়নি। পরে রাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, শুক্রবার দিবাগত রাতে নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদি হয়ে ৬৩ জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিযোগ নথিভুক্ত করা হয়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

তারা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬)।


বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহত তিন জনের লাশ দাফনের পর রাতে রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)।


ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন

05/07/2025

সড়কের পাশে ময়লার ভাগাড়, নাক চেপেও চলা কষ্ট

নিজস্ব প্রতিবেদক:)
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজিগঞ্জ বাজারে ময়লা-আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট 'ডাম্পিং স্টেশন' না থাকার কারণে বাজারে ছোট-ছোট ডাস্টবিনসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় সড়কের পাশে গড়ে উঠেছে 'ভাগাড়'। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষজন।

বাজারের কেন্দ্রস্থল, পৌর মার্কেট, মেমোরিয়াল মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ছোট-ছোট ডাস্টবিনে প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।

বিশেষ করে, শহরের মেইন রোডের পাশে ছোট-ছোট ডাস্টবিন তৈরি করে পৌরসভা কর্তৃপক্ষ, যা ঐ স্থানের অনেকটাই অনুপযোগী বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এসব স্থানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে পথচারী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও গণপরিবহনের চালক যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। ডাস্টবিন ভরাট হয়ে আবর্জনা সড়কের উপরে স্তূপ হয়ে পড়ে আছে, ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।

৪ জুলাই শুক্রবার সরেজমিনে বড়লেখা হাজিগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ছোট ডাস্টবিনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব ময়লা-আবর্জনা পঁচে দুর্গন্ধে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তার ওপর সামান্য বৃষ্টিতেই আবর্জনা ছড়িয়ে যায় সড়কে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের যাতায়াতেও চরম দুর্ভোগ তৈরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ‘আপনারা এক দিন এখানে থাকলে বুঝতেন, আমরা কী যন্ত্রণায় আছি। ময়লা আবর্জনার স্তূপের পাশ দিয়ে হেঁটে গেলে বমি আসে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারে না। মনে হয় এলাকা ছেড়ে পালাতে হবে।’

কলেজ ছাত্র এমরান আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এটা এক দিনের সমস্যা নয়। বছরের পর বছর ধরে যেখানে সেখানে ময়লা ফেলায় ভাগাড় তৈরি হয়েছে। কেউ খোঁজ নেয় না। কেউ শোনে না। কী গন্ধ, বলে বোঝানো যাবে না।’

উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক বলেন, ‘বাজারের ভেতরে যেভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, এতে শুধু পরিবেশ নয়, এসব ময়লা থেকে মশা-মাছি বাড়ছে, ছড়াচ্ছে রোগব্যাধি। পৌর কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে।’

হাজিগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক বলেন, ‘আমরা বেশ অসুবিধায় রয়েছি। এই ময়লা-আবর্জনা অপসারণ না হওয়ার কারণে বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, নষ্ট হচ্ছে পরিবেশ। চার দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বনিক সমিতির পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।’

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান বলেন, ‘পৌর শহরে ময়লা-আবর্জনা ফেলার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় শহরবাসী অনেকটা বাধ্য হয়েই পাকা করা ছোট-ছোট ডাস্টবিনসহ যেখান-সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। পরিচ্ছন্নকর্মীরাও নিরুপায় হয়ে রাস্তা বা সড়কের পাশে ময়লা ফেলছে। এতে জনভোগান্তি চরমে উঠেছে। জনস্বাস্থ্য বিবেচনায় দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করা উচিত।’

পৌরসভা প্রকৌশলী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বর্তমানে পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য নির্ধারিত সরকারি জমি পাচ্ছি না। যে কয়টি স্থান পাওয়া যাচ্ছে, সেগুলো জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সেখানেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ কারণে আপাতত আমরা একটি বিকল্প জায়গা সিলেক্ট করেছি, যেখানে সাময়িকভাবে ময়লা-আবর্জনা ফেলা সম্ভব। তবে এটি স্থায়ী সমাধান নয়।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাহমিনা আক্তার মুঠোফোনে বলেন, ‘আমরা আবর্জনা পরিষ্কার করার জন্য একটা মিটিং করেছি এবং তারা কিছু কাজ করেছে। তারপরও বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করবো

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দল গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৫  আসাম...
05/07/2025

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দল গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ আসামী এবং ০২ মাদক ব্যবসায়ী সহ সর্বমোট ০৭ আসামী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে
পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এর ভিতরে চন্ডিতলা কালীমন্দির এর নিকট হতে ইং ০৪/০৭/২০২৫ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকার সময় আসামীঃ ১। মোঃ রুবেল @ পিচ্চি রুবেল (২৫), পিতা-মৃত আতাহার হাওলাদার, সাং-উত্তর পাংগাশিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০২। মোঃ বাবু (২৩), পিতা-আশরাফ উদ্দিন খাঁ, সাং- উত্তর রমজানপুর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর, বর্তমান সাং-চুনকুটিয়া মধ্যপাড়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৩। ইসমাঈল হোসেন (২০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-পয়ালী বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৪। হৃদয় @ আলামিন সর্দার (২৪), পিতা-মহিউদ্দিন সর্দার, সাং-আশুলিয়া সন্দেশপুর, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল, বর্তমান সাং-জিয়ানগর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ও আসামী ০৫। আশিক (২৫), পিতা-ইয়াসিন বেপারী, সাং-বেজগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে ০১ (এক) টি চাপাতি, ০১ (তিন) টি সুইচ গিয়ার, ০১ (এক) টি ধারালো চাকু, ০১ (এক) টি লোহার হাতুরী ও ০১ (এক) টি লোহার রড উদ্ধার করেন। আসামীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ভাবে ঘটনাস্থলের আশপাশ এলাকার ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ১৯.৪৫ ঘটিকা সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলোমোড়া এলাকা হতে আসামীঃ ৬। মোঃ বিপ্লব (২৮), পিতা-শহীদ হোসেন ধনু, সাং-পলাশী মসজিদ গলি, থানা-লালবাগ, ঢাকা মহানগর, ঢাকা, বর্তমান সাং-খোলামোড়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। একই তারিখ
পৃথক অপর আরও একটি অভিযানে রাত ২১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা হতে আসামীঃ ০৭। মোঃ রাব্বি মিয়া (২৮), পিতা-মানিক মিয়া, সাং-ভাটারপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান সাং-ছোট ভাওয়াল, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ১৫ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১০, তাং-০৫/০৭/২০২৫ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১১(৭)২৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) এবং ৩। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১২(৭)২৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৪( খ) রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী মোঃ রুবেল @ পিচ্চি রুবেল (২৫) এর বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারনা করার মামলা সহ মোট ০২টি মামলা, আসামী মোঃ বাবু’র বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা, আসামী হৃদয় @ আলামিন সরদার এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা, আসামী ইসমাঈল হোসেন (২০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।

সিসিটিভি ফুটেজে পাওয়া যায় হ’ত্যা’কা’ণ্ডে জরিত সন্দেহভাজন কয়েকজনকে। আসামীদের শনাক্তে কাজ করছে পুলিশসহ আন্যান্য আইনশৃঙ্খলা...
04/07/2025

সিসিটিভি ফুটেজে পাওয়া যায় হ’ত্যা’কা’ণ্ডে জরিত সন্দেহভাজন কয়েকজনকে। আসামীদের শনাক্তে কাজ করছে পুলিশসহ আন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী।

04/07/2025

ঢাকা জেলা বিএনপি'র সভাপতি খন্দকার আবু আশফাক দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভায়, নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে ছাত্রদল।

04/07/2025

ঢাকা ১ আসনের সাবেক এমপির মেয়ে মেহেনাজ মান্নানের আগমন আজ শুক্রবার নবাবগঞ্জ সদরে

03/07/2025

জ্ঞান প্রদীপের শেষ বিদায় যে স্কুলের ছিলেন শিক্ষক ওই স্কুল মাঠেই হলো হারুন মাস্টারের জা**না*জা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News:

Share