সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News

সাপ্তাহিক আবাবিল পত্রিকা  The Weekly Ababil News প্রকাশক- অ্যাডভোকেট আমিনুল হক আকবর
প্রধান সম্পাদক, জয়নাল আবেদীন বাবুল সম্পাদক

বারান্দায় বাবার আর বাড়ির পাশে গাছে ঝুলছিল ছেলের মরদেহ)স্টাফ রিপোর্টার)পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মার...
26/09/2025

বারান্দায় বাবার আর বাড়ির পাশে গাছে ঝুলছিল ছেলের মরদেহ

)স্টাফ রিপোর্টার)
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারছিলেন ছেলে। তা দেখে ঠেকাতে যান বৃদ্ধ বাবা। এ সময় ছেলের আঘাতে অসুস্থ হয়ে পড়লে বাবাকে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। পরে রাতে অসুস্থ বাবা মারা যান। আর বাবা মৃত্যুর খবর শুনে ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারি। ছবি আবাবিল :
পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারি। ছবি:সংগৃহীত

নিহতরা হলেন: ওই গ্রামের শম্ভু চরণ বিশ্বাস (৮০) ও তার মেঝো ছেলে বিজয় কুমার (৩২)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শম্ভু চরণ বিশ্বাসের ছাগল বিক্রি ৯ হাজার টাকা নিয়ে পূজার কেনাকাটা করেন ছেলে বিজয় কুমার। এরপর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিজয় ফের টাকা চান বাবার কাছে। এ নিয়ে স্ত্রী মিনতির সঙ্গে বিজয়ের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করলে তার বাবা ঠেকাতে যান। এ সময় আঘাতে বাবা অসুস্থ হয়ে পড়লে পল্লী চিকিৎসক ডেকে পারিবারিকভাবে চিকিৎসা দেয়া হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শম্ভু চরণ। আর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের বাদাম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্বজনরা।

খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর সুরতহাল করে বাবা-ছেলের মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাগুলাট ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকেলে স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারছিল ছেলে। এ সময় ঠেকাতে গেলে বাবার শরীরে একটা আঘাত লাগে। এতে অসুস্থ হয়ে পড়লে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান শম্ভু। আর বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, টিনশেড ঘরের বারান্দায় পাশাপাশি রাখা রয়েছে বাবা-ছেলের মরদেহ। পাশেই আহাজারি করছেন স্বজনরা। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন প্রতিবেশী ও উৎসুক জনতা। তারা স্বজনদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। সেখানে আইনি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। নিহত শম্ভুর বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় নিহত শম্ভুর ছোট ছেলে ও বিজয়ের ভাই বিজন কুমার বলেন, ‘টাহা নিয়ে বাঁধছিল। এ সময় বউ মারতি গিয়ে এটুফোঁটা মুরব্বীর (বাবা) গায় লাগলি অসুস্থ হয়ছিল। ডাক্তার আনে চিকিৎসা দিছিলাম। তবুও রাতে মুরব্বী মারা গেছে। সেই অনুরাগে ভাই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এখানে অন্যকিছু নেই।’

তবে নিহত বিজয়ের স্ত্রী মিনতি বলেন, ‘পূজার চাঁদা দেয়া নিয়ে বাবার সাথে দুই কথা বাঁধেছে। বাপ টাকার টেনশনে স্ট্রোক করে মারা গেছে। আর ওই জন্য মনের ভিতর খারাপ লাগেছে বলে ও (স্বামী) গলায় দড়ি নেছে। তার ভাষ্য, শ্বশুর মারা গেছে রাতে। আর স্বামীর মরার খোঁজ পাওয়া গেছে সকালে। রাতের স্বামী কোথায় ছিলেন তা তিনি জানেন না।’

আর নিহত শম্ভুর স্ত্রী বিলাসী জানান, একবার ছাগল বিক্রির ৯ হাজার টাকা নিয়ে পূজার কেনাকাটা করেছিল ছেলে বিজয়। আবার পরদিন ছেলে ফের টাকা চাইলে স্বামী শোকে স্ট্রোক করে। পরে রাতে মারা গেছেন। আর ছেলে গলায় দড়ি নিছে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ঝগড়াঝাঁটির জেরে বাবা ছেলের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি বাবা স্ট্রোক করে মারা গেছে। তবে মৃত্যুর ঘটনা নিশ্চিত নয়। আর ছেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

26/09/2025

নবাবগঞ্জে ভালোবেসে বিয়ের দুই মাস না পেরোতে লাশ হলো ফাহিমা। পরিবারের দাবী নির্যাতনের পর হত্যা।

পূজার কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নবাবগঞ্জ নিউ জেলা পরিশোধ মার্কেট গুলোর  বিপনী বিতানে মো.আলমগীর হোসেন (আলম) পূজার কেনাকাট...
26/09/2025

পূজার কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নবাবগঞ্জ নিউ জেলা পরিশোধ মার্কেট গুলোর বিপনী বিতানে

মো.আলমগীর হোসেন (আলম)
পূজার কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে চাঁদপুরের বিপনী বিতানে
ছবিঃ আবাবিল

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক কেনাকাটা ব্যস্ততা বেড়েছে ঢাকার নবাবগঞ্জের বিপনী বিতানগুলোতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৮ মিনিটে পঞ্চমী তিথির মাধ্যমে এই উৎসবের যাত্রা শুরু হবে। পূজা উপলক্ষে বিভিন্ন দোকানে বিভিন্ন পন্য মূল্যের উপর কিছু ছাড়ের ব্যাবস্থা রেখেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগমারা,নিউ জেলা পরিষদ মার্কেট, বান্দুরা মার্কেট, মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখাগেছে ক্রেতাদের ভিড়। যদিও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজার কেনাকাটা শুরু করছেন। এখন চলছে শেষ সময়ের কেনাকাটা।

বড়দের পাশাপাশি মধ্যবয়সী এবং শিশুদের দেখাগেছে কেনাকাটায় ব্যাস্ত। নারীরা শাখা, সিঁদুর ও শঙ্খ কিনছেন হাসিমুখে। কেউ কেউ জুয়েলারি ও কসমেটিক ও পছন্দ করে কিনছেন বিভিন্ন ধরনের কোম্পানির।

নারীরা শাড়ি, ছায়া, ব্লাউজ, গজ কাপড় বেশি কিনছেন। তেমনি নববিবাহিতা বা স্কুল কলেজের ছাত্রীরা আবার বিভিন্ন সুতি শাড়ি, থ্রি পিস, টুপিস, ওড়না, কামিজ, টপস কিনছেন। আর ছেলেরা বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবী, পায়জামা কিনছে।

ব্যবসায়ীরা বলছেন-বিভিন্ন দোকানে কাপড়ের মানভেদে ছেলেদের পোষাকের দাম নির্ধারণ করা হয়েছে, ২০০-২০০০ টাকার মধ্যে। নারীরা ৪৫০-৩০০০ টাকার মধ্যে নিজেদের কেনাকাটা করতে পারছেন।

নিউ জেলা পরিষদ মার্কেট এর আয়না ঘর শপিং সেন্টার এর মালিক প্রভাত সাহা বলেন, এ বছর বেছাবিক্রি মোটামুটি ভালো। শেষ পর্যায়েও বিক্রি কিছুটা বাড়তে পারে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিশু প্রিয়ন্তী মন্ডল জানান, সে পূজা উৎযাপন উপলক্ষে টপস কিনছে, জুতা, গলার হার, কানের দুল কিনেছেন।

নয়নশ্রী বাজারের বাসিন্দা মুক্তা প্রভা জানান, কেনাকাটা করেছি পরিবারের সবার জন্য অল্প করে, আর্থিক সমস্যার মধ্যে থাকায় বেশি কিনতে পারিনি। পণ্যের দাম গত বছরের তুলনায় একটু বেশি।

প্রিয়াঙ্কা মন্ডল নামে আরেক নারী বলেন, বাচ্চাদের জন্য জামাকাপড় নিয়েছেন। নিজের ও শাশুড়ির জন্য শাড়ী, পেটিকোট, ব্লাউজ এবং গজ কাপড় নিয়েছেন।

স্বপন কুমার হালদার নামে বলেন, সামর্থ্য। যা আছে তা দিয়ে স্ত্রী ও সন্তানের জন্য কেনাকাটা করলাম। আরেক যুবক বলেন, তিনি জিন্স টি শার্ট কিনেছেন। দাম বাজেটের মধ্যে পেয়েছেন।

বাবুল সাহা নামে আরেক ক্রেতা বলেন, আগে পূজার একমাস আগে থেকেই আমাদের প্রস্তুতি চলতো কেনাকাটা ও পূজার সামগ্রী কেনার জন্য। এখন তো আর আগের সেই ভাব নেই। তিনি নিজে ধূতি ও পাঞ্জাবি আর স্ত্রীর জন্য শাড়ী নিয়েছেন।

জুয়েলারি দোকান মালিক নারী উদ্যোক্তা ববিতা সরকার জানান, শাখা, সিঁদুর ও শঙ্খ বিক্রি হয়েছে ভালো। আর সিটি গোল্ডের সেইন, গলার হার লকেট, কানের দুল ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নিউজ জেলা পরিষদ মার্কেটের নামের ব্যবসায়ী বলেন, এবার পূজা উপলক্ষে ভালো বিক্রি করেছি। বৃষ্টির জন্য মাঝে মধ্যে ক্রেতা কম হয়েছে। গ্রামের ক্রেতা কম এসেছে। এবছর সিনথেটিক আইটেমর দাম একটু বেশি। যেমন টাংগাইলের শাড়ি, সিল্ক সুতি, প্রিন্ট শাড়ি, জামদানী, কসর, সাউথ সিল্ক, অরগেন্জা ভালো চলতেছে। আমরা বিভিন্ন ধরনের পণ্যের উপর কিছু মূল্য ছাড় রেখেছি।
নিউ জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী ইউনিক সুজ মালিক তামভির বলেন, এবার পুজোয় বিক্রী একটু বেশি

ঢাকা জেলাধীন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কেটগুলোর সামনে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে মন্দিরসহ আশপাশের নিরাপত্তা জোরদার থাকবে। ছবি: আবাবিল :

26/09/2025

প্রতিটি পূজা মন্ডপে বিএনপি'র পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রতিটি পূজা মন্ডপে বিএনপি'র পক্ষ থেকে নিরাপত্তায় দায়িত্বে থাকবে টিম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম নবাবগঞ্জ উপজেলা বিএনপি

26/09/2025

নবাবগঞ্জ উপজেলা প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তার চাদরে ঘেরা। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.মুমিনুল ইসলাম

26/09/2025

৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত: নজরুল ইসলাম | Ababil News

রাতের ঢাকায় আতঙ্ক: সিএনজি চালকের বেশে ছিনতাইকারীরা লুটে নিচ্ছে সর্বস্ব(আবাবিল স্পেশাল)পেশা ছিনতাই কিন্তু রাতের ঢাকায় ধার...
26/09/2025

রাতের ঢাকায় আতঙ্ক: সিএনজি চালকের বেশে ছিনতাইকারীরা লুটে নিচ্ছে সর্বস্ব

(আবাবিল স্পেশাল)
পেশা ছিনতাই কিন্তু রাতের ঢাকায় ধারণ করেন সিএনজি চালকের বেশ। যাত্রীকে সিএনজিতে উঠিয়ে গন্তব্যে পৌঁছার আগেই নির্জন স্থানে লুটে নেন সর্বস্ব।
রাতের ঢাকায় আতঙ্ক: সিএনজি চালকের বেশে ছিনতাইকারীরা লুটে নিচ্ছে সর্বস্ব

গত ২১ সেপ্টেম্বর ভোরে রাজধানীর কাওলায় ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে ঘটে এমন ঘটনা। সিএনজিতে তুলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লুটে করা হয়। এ ঘটনায় জড়িত এনায়েত হোসেন রবিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। র‌্যাব বলছে, রবিন এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষে গোড়ানের বাসায় ফিরতে বের হয় আনিকা। তার সঙ্গে ছিলেন আরেক বান্ধবীও। ভাড়া করা সিএনজিতে করে যাত্রা শুরু হয় গোড়ানের উদ্দেশ্যে। পথে প্রথমে বান্ধবীকে তার বাসার কাছে নামিয়ে দেয় আনিকা। এবার আনিকাকে নিয়ে একলা ছুটতে শুরু করে সিএনজি। এয়ারপোর্ট ও খিলক্ষেত পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি।

চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। ভুক্তভোগী আনিকার মা সময় সংবাদকে বলেন, ‘ধারালো অস্ত্র গলায় ধরলে মেয়েটি তো আর কিছু করতে পারে না। বাধ্য হয়েই সে সঙ্গে থাকা জিনিসপত্র দিয়ে দিয়েছে।’

তবে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পর আনিকাকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে আনিকা। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক রবিন।

পথচারীরা আহত আনিকাকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পড়ে ২৬টি। ২ দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। আনিকার মা বলেন, এখন কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

সেই ঘটনায় থানায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র‌্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র‌্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজির একটি ছবি তুলে রেখেছিল। যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র‌্যাব। কাছাকাছি নম্বরের চারটি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি।

র‌্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, ভুক্তভোগী যে সিএনজির ছবি তুলেছিল সেটি খুবই অস্পষ্ট ছিল। নম্বরপ্লেটের মাঝের দুটি সংখ্যা স্পষ্টভাবে বোঝা যায়নি। তবুও হাল না ছেড়ে বিমানবন্দর থেকে গোড়ান রুটে চলাচলকারী সিএনজিগুলোর ওপর বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

এদিকে, দুইদিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজিসহ আটক করা হয় চালক বেশী ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন।

মো. খালিদুল হক হাওলাদার আরও বলেন, গ্রেফতারকৃত রবিনকে হেফাজতে নেয়া হয়। পরে বাদীকে আসামির ছবি দেখালে তিনি আসামিকে চিহ্নিত করেন। বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত ব্যস্ত সড়কে গভীর রাতে যেসব প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে আসেন, তাদের টার্গেট করে চালক বেশী ছিনতাইকারীরা ওঁত পেতে থাকে। এই ধরনের চক্রগুলোকে ধরতে র‌্যাব কাজ করছে।

শুধু রাজধানীর উত্তরা-কাওলা বা এয়ারপোর্ট রোড নয় তিনশ ফিটসহ বেশি কিছু এলাকায় রাতের আঁধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র‌্যাবের।

26/09/2025

পিআর সহ পাঁচ দফা দাবিতে নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বি'ক্ষো'ভ মি'ছিল

প্রধান অতিথি ব্যারিস।টার নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, উপজেলা আমীর এডভোকেট ইব্রাহীম খলীল, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সহ নেতৃবৃন্দ --- নবাবগঞ্জ ঢাকা

25/09/2025

দোহারে পারিবারিক কলহের জেরে স্বামী ও স্ত্রীর মৃত্যু

(নিজস্ব প্রতিবেদক)
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫,
ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কতুবপুর গ্রামে মারাত্মক পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্বামীকে ঢাকা নেবার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জয়গুনের ছোট ভাই সেলিম বেপারী জানান, জয়গুন স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করতেন এবং কিছু টাকা জমিয়েছিলেন। টাকা নিয়ে স্বামী আয়ুব আলীর সঙ্গে সকালে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আয়ুব আলী ছুরি দিয়ে জয়গুনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জয়গুনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আয়ুব আলীও গুরুতর আহত হন এবং তাকে ঢাকা নেবার পথে তার মৃত্যু হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, অভিযোগ পাওয়ার পর ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

25/09/2025

"ইছামতি নদী সুইজগেটের অভাবে প্রাণহীন"

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে বিপদে কিশোরী, রক্ষা পেল বাসযাত্রীর সচেতনতায়(স্টাফ রিপোর্টার)প্রতীকী ছবিপ্রেমিকের সঙ্...
25/09/2025

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে বিপদে কিশোরী, রক্ষা পেল বাসযাত্রীর সচেতনতায়

(স্টাফ রিপোর্টার)

প্রতীকী ছবি

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে ঘোর বিপদে পড়েছিল এক কিশোরী। পরে এক বাসযাত্রীর জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ এর ফোনকলে ওই কিশোরীর খবর পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম শ্রেণির ছাত্রী কিশোরী তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য রংপুরের উদ্দেশ্যে বাড়িতে না জানিয়ে হবিগঞ্জ থেকে রওনা দেয়। কিশোরীর গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুমন্ত থাকায় সে গাজীপুর নামতে পারেনি, গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।

এতে আরও বলা হয়েছে, বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাস স্টাফরা কিশোরীকে নানা জেরা করছিলেন। এই অবস্থায় ভোরে একজন বাসযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন । তিনি জানান হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও একজন ১৫/১৬ বছর বয়সী কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের ড্রাইভার, স্টাফরা হয়ত মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী।

পুলিশ জানিয়েছে, কলটি রিসিভ করে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালমান। তিনি তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপিরিপোর্ট রিপোর্ট"জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নি...
25/09/2025

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

রিপোর্ট রিপোর্ট"
জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী অক্টোবরের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিত্র রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য দলীয় জরিপ ও সাংগঠনিক টিমের প্রতিবেদনের সমন্বয়ে প্রার্থীদের তালিকা তৈরি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রায় দেড়শ আসনে প্রার্থী নিয়ে তেমন জটিলতা নেই বলে মনে করছে হাইকমান্ড। বাকি আসনগুলোতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে চলছে জোর তৎপরতা।

বৈঠকে আরও জানানো হয়, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মনোনয়নে ‘চমক’ও আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এ বৈঠকে কলকাতার একটি পত্রিকায় দেওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল ব্যাখ্যা দেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মহাসচিবের পাশে থাকার ঘোষণা দেয়।

অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে, যাতে রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নিউইয়র্কের বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানায় স্থায়ী কমিটি। নেতাদের অভিমত, এ ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী চরিত্রের দল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক আবাবিল পত্রিকা The Weekly Ababil News:

Share