Digital Career Bangladesh

Digital Career Bangladesh Empowering Your Future, Digitally.

আল্লাহ্‌  যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
21/07/2025

আল্লাহ্‌ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

🌷 বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা গ্রুপের সকল সদস্যকে! 🌷নারীরা প্রতিদিন ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে কিংবা সমাজে রাখছেন অবদান। নার...
08/03/2025

🌷 বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা গ্রুপের সকল সদস্যকে! 🌷

নারীরা প্রতিদিন ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে কিংবা সমাজে রাখছেন অবদান। নারীর দৃঢ়তা, মমতা আর সাহসিকতায় এগিয়ে চলেছে আমাদের পরিবার, সমাজ ও দেশ। আসুন আজকের দিনে আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে নারীর প্রতি সম্মান প্রদর্শন ও সমতা নিশ্চিত করার অঙ্গীকার করি।

বিশেষ করে এই গ্রুপের সকল অসাধারণ নারী সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের স্বপ্ন, সাহস ও এগিয়ে চলার গল্পগুলো আমাদের জন্য অনুপ্রেরণা!

✨ শুভ হোক নারীর পথচলা। ✨

#বিশ্বনারীদিবস #সমতাইশক্তি

সকল ভাষা শহিদদের প্রতি, বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।
21/02/2025

সকল ভাষা শহিদদের প্রতি, বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।

৫ লাখ টাকা দিয়ে বাইক না কিনে তিন লাখ টাকা নিয়ে আমাদের অফিসে চলে আসো ।  ক্যারিয়ার এমনভাবে গড়ে দিবো যেন প্রতিবছর ১০ টা রয়ে...
29/01/2025

৫ লাখ টাকা দিয়ে বাইক না কিনে তিন লাখ টাকা নিয়ে আমাদের অফিসে চলে আসো ।
ক্যারিয়ার এমনভাবে গড়ে দিবো যেন প্রতিবছর ১০ টা রয়েল এনফিল্ড তুমি গিফট দিতে পারো ।
প্যাকেজে যা যা থাকবেঃ
১। ১টি ১ লাখ সাবস্ক্রাইবার সহ ইউটিউব চ্যানেল ।
১। ১ ট ১ লাখ ফলোয়ার সহ ফেসবুক পেজ ।
ফেসবুক ও ইউটিউব মিলে প্রথম ১ হাজার ডলার আয় করা পর্যন্ত ডেডিকেটেড ম্যানেজার সাপোর্ট ।

16/01/2025

ডিজিটাল ক্যারিয়ার বাংলাদেশ: গেমিং ক্যারিয়ারের ভবিষ্যৎ

গেমিং এখন আর শুধুই বিনোদনের বিষয় নয়, এটি একটি দারুণ ক্যারিয়ারের সুযোগ হয়ে উঠেছে। বাংলাদেশেও গেমিং ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকেই এই পেশায় আগ্রহী হয়ে উঠছেন। তরুণদের জন্য এটি শুধু শখের জায়গা নয়, আয়ের উৎসও হয়ে উঠছে।

বিশ্বব্যাপী গেমিং ইন্ডাস্ট্রির আকার এখন প্রায় ২০০ বিলিয়ন ডলার। আমাদের দেশেও গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ শুরু হয়েছে। PUBG Mobile, Free Fire বা Valorant-এর মতো গেমগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই গেমগুলো শুধু খেলার জন্য নয়, প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো আয় করার সুযোগ দিচ্ছে।

গেমিং পেশার ক্ষেত্রে অনেক ধরণের কাজ আছে। আপনি চাইলে পেশাদার গেমার হতে পারেন, যেখানে বিভিন্ন টুর্নামেন্টে খেলে পুরস্কার জিতে নেওয়া সম্ভব। আবার কেউ কেউ গেম খেলার ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুকে আপলোড করেন এবং সেখান থেকে আয় করেন। আর যাদের প্রোগ্রামিং বা ডিজাইনিংয়ে আগ্রহ আছে, তারা গেম ডেভেলপার হতে পারেন। নতুন গেম বানানো বা গেমের গ্রাফিক্স ডিজাইন করাও এখন ভালো একটি কাজ।

যারা গেমিং ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমে ঠিক করতে হবে আপনি কোন ধরণের গেমিং করতে চান। যদি গেম খেলায় ভালো হন, তাহলে বেশি বেশি অনুশীলন করতে হবে। আর যদি গেম তৈরি করতে চান, তাহলে কোডিং বা গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি বাড়ানো দরকার। কারণ গেমিং দুনিয়ায় পরিচিত হওয়া খুব গুরুত্বপূর্ণ।

অনেক সময় পরিবার বা সমাজ থেকে গেমিং পেশা নিয়ে সমর্থন পাওয়া যায় না। কিন্তু ধৈর্য ধরে সবাইকে বোঝাতে হবে যে এটি একটি ভালো ক্যারিয়ার হতে পারে। প্রথমে হয়তো একটু খরচ হবে, ভালো গেমিং ডিভাইস বা ইন্টারনেট সংযোগের জন্য। কিন্তু যদি আপনি সফল হন, তাহলে এটি খুবই লাভজনক হতে পারে।

বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই ভালো। ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এবং তরুণদের আগ্রহের কারণে এটি দিন দিন আরও বড় হচ্ছে। গেমিং এখন একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, যা অনেকের জীবনের ধারা পাল্টে দিতে পারে। তাই আপনি যদি এই পেশায় আগ্রহী হন, এখনই সময় শুরু করার। সাহস নিয়ে এগিয়ে যান এবং আপনার স্বপ্ন পূরণ করুন।

ডিজিটাল ক্যারিয়ার বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবাইকে জানাতে চাই, গেমিং হতে পারে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের একটি দারুণ পথ। আপনি কি প্রস্তুত?

ওয়েবসাইটঃ https://digitalcareerbangladesh.com

ফেসবুক গ্রুপঃ / digitalcareerbangladesh

ফেসবুক পেজঃ / digitalcareerbangladesh


28/12/2024

গুড নিউজ

আজ থেকে বাই/সেল অপশন যুক্ত করা হলো।

যারা নিজেদের পন্যের বাই সেল পোস্ট করতে চান, তারা আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ফ্রিতে বাই / সেল পোস্ট করতে পারবেন।

Address

Gulshan/2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Digital Career Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share