TIPS POKA

TIPS POKA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TIPS POKA, Media/News Company, Dhaka.

TIPS POKA হল একটি বিশ্বাসযোগ্য তথ্য ভাণ্ডার যেখানে আপনি পাবেন স্বাস্থ্য, ভ্রমণ, জীবনযাত্রা এবং আরও অনেক বিষয়ের উপর বিশেষজ্ঞ পরামর্শ। আমরা সহজ, কার্যকরী টিপস দিয়ে আপনাকে সাহায্য করি যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনকে আরও সুন্দর এবং উন্নত করতে পারেন।

ঈদ মোবারক পিকচার ঈদ মোবারক ঈদ মোবারক ক্যাপশন ঈদ মোবারক স্ট্যাটাস ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পিক ঈদ মোবারক ছবি 2025ঈদ ...
30/03/2025

ঈদ মোবারক পিকচার
ঈদ মোবারক
ঈদ মোবারক ক্যাপশন
ঈদ মোবারক স্ট্যাটাস
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক পিক
ঈদ মোবারক ছবি 2025
ঈদ মোবারক ভিডিও

আরও ছবি দেখুনঃ https://tipspoka.com/eid-ul-fitor-suveccha/

১৪৪৬ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ ৩ এপ্রিল বৃহস্পতিবারআগামী বৃহস্পতিবার, ৪ শাউওয়াল ১৪৪৬ হিজরী, ৩ এপ্রিল ২০...
30/03/2025

১৪৪৬ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ ৩ এপ্রিল বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার, ৪ শাউওয়াল ১৪৪৬ হিজরী, ৩ এপ্রিল ২০২৫ ঈসাব্দ দুপুর ২টার পর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে, ইন-শা-আল্লাহ।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://tipspoka.com/
সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু. অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও বাংলা নিয়ত 2025ঈদুল ফিতরের নামাজ হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ নামাজ যা রমজান মাস শেষে পালিত...
30/03/2025

ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও বাংলা নিয়ত 2025

ঈদুল ফিতরের নামাজ হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ নামাজ যা রমজান মাস শেষে পালিত হয়। এটি দুই রাকাত ফরজ নামাজ ও ঈদের খুতবার সমন্বয়ে গঠিত। ঈদের নামাজের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করা আবশ্যক। আমরা বছরে দুইটি ঈদ পালন করে থাকি। যার জন্য আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার নিয়ম ভুলে যাই। আপনাদের জন্য এখানে দেওয়া হয়েছে কিভাবে ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়তে কয়টি তাকবীর দিতে হয় ও ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদের নামাজের সময়: ঈদের নামাজের ওয়াক্ত সূর্যোদয়ের পর থেকে শুরু হয় এবং সূর্য পূর্ব দিকে ঝুঁক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। তবে, সকাল সূর্যোদয়ের পর কিছুক্ষণ সময় অপেক্ষা করে নামাজ আদায় করা উত্তম।

ঈদের নামাজের স্থান: ঈদের নামাজ সাধারণত ঈদগাহে জামা'আতের সাথে আদায় করা হয়। তবে, যদি ঈদগাহে যেতে না পারেন, তাহলে যেকোনো পরিষ্কার স্থানে জামা'আত বা একা নামাজ পড়তে পারেন।

গোসল: ঈদের নামাজের পূর্বে গোসল করা সুন্নত।

পোশাক: ঈদের নামাজের জন্য পবিত্র ও পরিষ্কার পোশাক পরিধান করা উত্তম। পুরুষদের জন্য সুন্নত হলো সাদা পাঞ্জাবি ও টুপি পরা।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলাতে

নিয়ত: ঈদের নামাজ আদায়ের পূর্বে নিম্নলিখিত নিয়ত করতে হবে:

"আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করছি।"

তাকবির: ঈদের নামাজে তাকবির (আল্লাহু আকবর) বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম রাকাতে تكبيرة التحريم (তাহরিমার তাকবির) বলার পর আরও সাতবার তাকবির বলতে হবে। দ্বিতীয় রাকাতে কিয়ামের পর চারবার তাকবির বলতে হবে।

রুকু ও সিজদা: ঈদের নামাজের রুকু ও সিজদা অন্যান্য নামাজের মতোই আদায় করতে হবে।

খুতবা: ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নত।

ঈদের নামাজের নিয়ম

প্রথম রাকাতের সানার পরে ২ বার কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিব। ৩য় তাকবীরে হাত বেঁধে ফেলব। আর ২য় রাকাতে রুকুর আগে ৩বার তাকবীরের সময়ই কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাব। আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে ঈদের সালাত আদায় করার তাওফিক দান করুন। আমীন।

ঈদের নামাজ কয় তাকবীর

ইমাম সাহেব তাকবীরে তাহরিমা “আল্লাহু আকবার” বলে নামাজ শুরু করবেন। উপস্থিত সকল মুক্তাদি তার সঙ্গে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করবেন। এরপর অন্যান্য নামাজের ন্যায় ইমাম সাহেবসহ সকলেই মনে মনে “সানা” পড়বেন।

১ম রাকাত : অতিরিক্ত ৩টি তাকবীর

“সানা” পড়া শেষ হলে ইমাম সাহেব ৩ বার “”আল্লাহু আকবার”” বলে তাকবীর দিবেন। মুক্তাদিরাও সকলে তার সঙ্গে তাকবীর বলবেন। অন্য সকল নামাজের মতোই এখানেও ইমাম সাহেব জোরে তাকবীর বলবেন আর মুক্তাদিরা আস্তে তাকবীর বলবেন।
প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে।
তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত নাভির নিচে বেঁধে নিতে হবে। (প্রথম ২ তাকবীরের মত হাত ছেড়ে দেয়া যাবে না)
এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন এবং অন্য কোনো সূরা মিলাবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় রুকু-সিজদা আদায় করে ইমাম সাহেব ১ম রাকাত শেষ করে ২য় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রতিটি ক্ষেত্রে মুক্তাদিরা যথারীতি ইমামের অনুসরণ করবেন।

২য় রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর

২য় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য কোনো সূরা বা সূরার অংশ তিলাওয়াত করবেন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব ৩টি অতিরিক্ত তাকবীর দেবেন। মুক্তাদিরাও তার সঙ্গে তাকবীর দেবেন।
প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন।
দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন।
তৃতীয় তাকবীরের সময়েও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন।
এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন। এটি হচ্ছে মূলত রুকুতে যাওয়ার জন্য তাকবীর। এ তাকবীর শুনে আমরা রুকুতে চলে যাব। এরপর বাকি সকল নিয়মকানুন অন্যান্য নামাজের মতোই। সকলেই ইমামকে অনুসরণ করে ২ রাকাত নামাজ শেষ করবেন।
সালতের পরে ইমাম সাহেব ২টি খুতবা দিবেন। খুতবা শোনা ওয়াজিব। অনেককেই দেখা যায় সালাত শেষে উঠে চলে যান। এটি গর্হিত অন্যায় একটি কাজ।

ঈদের সালাতে আমরা মূলত অতিরিক্ত তাকবীর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। অতিরিক্ত তাকবীরের সময় দেখা যায় কেউ হাত তুলে হাত ছেড়ে দেন, কেউ বা আবার বেঁধে ফেলেন। কেউ বা আবার ভুলে রুকুতে চলে যান। আশা করি আসন্ন ঈদের সালাতে আমাদের এই ভুলগুলো হবে না।

ঈদের দিনের কিছু করণীয়:

ঈদের দিন সকালে সুবহে সাদিকের পূর্বে ঘুম থেকে উঠা এবং ফজরের নামাজ আদায় করা।
ঈদের নামাজের পূর্বে গোসল করা এবং পরিষ্কার পোশাক পরিধান করা।
ঈদের নামাজ জামা'আতের সাথে আদায় করা।
ঈদের নামাজের পর খুতবা শোনা।
ঈদের দিন সকালে ঈদুল ফিতরের ফিতরা প্রদান করা।
ঈদের দিন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা।
ঈদের দিন গরিব-দুঃখীদের খাওয়ানো।
ঈদের নামাজ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করতে পারি।

ঈদ মোবারক! কাছের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না।

বিস্তারিত দেখুনঃ https://tipspoka.com/eid-ul-fitor-namaz-er-niyom/
#ঈদুলফিতরেরনামাজেরনিয়ম #ঈদউলফিতর #ঈদেরশুভেচ্ছা #ঈদমোবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা 2025ঈদের আনন্দে ভরে উঠুক আপনার মন,চাঁদের আলোয় ঝলমল হোক আপনার জীবন।ঈদ মোবারক!ঈদের আনন্...
30/03/2025

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা 2025

ঈদের আনন্দে ভরে উঠুক আপনার মন,
চাঁদের আলোয় ঝলমল হোক আপনার জীবন।
ঈদ মোবারক!

ঈদের আনন্দে আপনার জীবন হোক উজ্জ্বল,
মহান আল্লাহ আপনার সকল কামনা পূরণ করুন।
ঈদ মোবারক!

আপনার জীবনে হোক ঈদের আনন্দ চিরস্থায়ী,
মহান আল্লাহ আপনাকে সকল দুঃখ থেকে রক্ষা করুন।
ঈদ মোবারক!

এই ঈদে সকলের মনে হোক ভালোবাসা, সহমর্মিতা,
এবং সকলের জীবনে হোক সুখ ও শান্তি।
ঈদ মোবারক!

আপনার জীবনে হোক ঈদের আলো ছড়িয়ে পড়ে,
এবং মহান আল্লাহ আপনাকে সকল ক্ষেত্রে সফলতা দান করুন।
ঈদ মোবারক!

ঈদের শুভেচ্ছা, (আপনার নাম)

Get More Wishes: https://tipspoka.com/eid-suveccha-short-barta/
#বন্ধুকেঈদেরশুভেচ্ছা #ঈদেরশুভেচ্ছা #ঈদউলফিতর #ঈদমোবারক

বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর করে ১০ টি শুভেচ্ছা বার্তাGet More Here: https://tipspoka.com/letter-to-a-frien...
30/03/2025

বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর করে ১০ টি শুভেচ্ছা বার্তা
Get More Here: https://tipspoka.com/letter-to-a-friend-wishing-him-a-happy-eid/
#বন্ধুকেঈদেরশুভেচ্ছা #ঈদমোবারক #ঈদেরশুভেচ্ছাজানিয়েবন্ধুকেচিঠি #ঈদেরশুভেচ্ছা

29/03/2025

ব্রেকিং নিউজ

সৌদি আরবে ঈদের চাঁদের দেখা পাওয়া গেছে, ঈদ রবিবার ৩০ মার্চ ২০২৫

Send a message to learn more

শবে কদর ২০২৫ কত তারিখে | আজকে কি লাইলাতুল কদর?লাইলাতুল কদর ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে। তাই আপনারা যা...
27/03/2025

শবে কদর ২০২৫ কত তারিখে | আজকে কি লাইলাতুল কদর?

লাইলাতুল কদর ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে। তাই আপনারা যারা এখনো জানতে পারেননি শবে কদর কবে পালিত হবে। তাদের জন্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দিন উল্লেখ করা হয়েছে। সকল মুসলমানের কাছে হিজরী ক্যালেন্ডারের অন্যতম মাস হচ্ছে রমজান মাস। এই মাসে সকল মুসলমান ফরজ রোজা পালন করে থাকে। এ রমজানের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে শবে কদরের রাত্রি। এই রাতে ইবাদতের অনেক ফজিলত রয়েছে। যার জন্য সর্বশেষ ১০ রোজার ভেতর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে।

শবে কদর ২০২৫ কত তারিখে

বাংলাদেশে সাধারণত ২৭ রমজানের রাত্রিকে শবে বরাতের রাত্রি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সঠিক নিয়ম হচ্ছে শেষ ১০ রমজানের বিজর রাত্রি গুলোতে ইবাদত করা। কারণ ওই বিজোড় রাত্রি থেকে যেকোনো একটি রাত্রি হবে লাইলাতুল কদরের রাত। তাই আপনারা যারা শুধুমাত্র ২৭ রমজানের রাত্রিতে কদরের রাত বিবেচনা করে ইবাদত করবেন। তাদের জন্য লাইলাতুল কদরের রাত হচ্ছে ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার।

শবে কদর ২০২৫

শবে কদর উপলক্ষে বিভিন্ন ফজিলত ও আমল সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। তাই আপনারা যারা ২০২৫ সালের শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন। তাদের জন্য এখানে জানানো হয়েছে সাতাশে রমজানের রাত্রি ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পালন করা হবে। বিভিন্ন হাদিসে শবে কদরের রাত সম্পর্কে বলা হয়েছে। তাই রাতে সকল ধর্মপ্রাণ মুসলমান রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে বিভিন্ন প্রার্থনা করে থাকে। তাই নিজে জেনে নিন শবে কদর কবে ও অন্যকে জানতে পোস্ট টি শেয়ার করুন।

আজকে কি লাইলাতুল কদর

অনেকেই গুগলে অনুসন্ধান করছেন আজকে কি শবে কদর? আজকে যদি রমজান মাসের শেষ ১০ রোজার বেজোড় রাত্রির একদিন হয়ে থাকে। তাহলে আজকেও হতে পারে লাইলাতুল কদরের রাত। অন্য দিকে ২৭ শে রমজানের রাত্রি বাংলাদেশে পালন করা হবে ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার। আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছেন। তাদের জন্য লাইলাতুল কদরের রাত হবে ২৬ মার্চ রোজ বুধবার দিবাগত রাত। সবাইকে লাইলাতুল কদরের শুভেচ্ছা-

"আজ রমাদানের শেষ দশকের একটি বিজোড় রাত। হাদীস শরীফের বর্ণনানুযায়ী আজও হতে পারে মহিমান্বিত লাইলাতুল ক্বদর। ক্বদরের ইবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদআত থেকে মুক্ত। শুধু ২৭ রমাদানই শবে ক্বদর হিসাবে ইবাদত নয়, বরং রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই শবে ক্বদরের জন্য বাড়তি নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় দেয়া উচিত।

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও" সুনানে ইবনে মাজাহ ৩৮৫০

জামে আত-তিরমিযির একটি হাদীস থেকে উক্ত দুআটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দুআটি হচ্ছেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও" তিরমিযি ৩৫১৩

আরও পড়ুন - https://tipspoka.com/shab-e-qadr-koto-tarikh/

#শবেকদরনিয়েস্ট্যাটাস #শবেকদরেরনামাজদোয়াএবংআমল #শবেকদর২০২৫কততারিখে #শবেকদরপাওয়ারআশায়আছি #শবেকদর

শবে কদর নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও শুভেচ্ছা ছবিশবে কদরের শুভেচ্ছাগুরুত্বপূর্ণ এইরাত নিয়ে বিভিন্ন হাদিসে বলা হয়ে...
27/03/2025

শবে কদর নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও শুভেচ্ছা ছবি

শবে কদরের শুভেচ্ছা

গুরুত্বপূর্ণ এইরাত নিয়ে বিভিন্ন হাদিসে বলা হয়েছে। তাই আপনারা যারা এই রাত উপলক্ষে, একে অপরকে শুভেচ্ছা জানাতে চান। তাদের জন্য এখানে লাইলাতুল কদরের দারুণ গেছে শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হয়েছে। আরও জেনে নিন শবে কদরের নামাজ কত রাকাত, আমল ও নামাজের নিয়ম।

সবাইকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা।
লাইলাতুল কদরের রাতে আল্লাহ আপনাদের সকল দোয়া কবুল করুন।
সবার জীবনে লাইলাতুল কদরের এই রাতে জীবনে আসুক সুখ ও সমৃদ্ধি।
আজকের রাত শবে কদর। আল্লাহ্‌ আমাদের সকলের দুয়া কবুল করুন।
শবে কদরের রাতে দোয়া করি, আল্লাহ্‌ আমাদের গোনাহ মাফ করে দিন এবং আমাদের জীবনে বরকত দান করুন।
এই মহিমান্বিত রাতে আসুন আমরা সকলে মিলে আল্লাহ্‌-এর কাছে ক্ষমা ও দোয়া চাই।

শবে কদর নিয়ে স্ট্যাটাস

লাইলাতুল কদর নিয়ে স্ট্যাটাস এখানে দেওয়া হয়েছে। আপনার আপনাদের পছন্দের কদর নিয়ে স্ট্যাটাস শেয়ার করুন।

শবে কদর রমজান মাসের শেষ দশকের যেকোনো এক বিজোড় রাতে পালিত হয়।
এই রাতে আল্লাহ্‌ জিবরাইল (আঃ)-এর মাধ্যমে ফেরেশতা বাহিনী পৃথিবীতে নিয়োগ করেন।
এই রাতে একজন ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে তার পূর্ববর্তী সকল গোনাহ মাফ করে দেওয়া হয়।
শবে কদরকে “হাজার মাসের চেয়ে উত্তম” বলা হয়েছে।
পূর্ণ এক বছর পরে আমাদের সামনে উপস্থিত হয়েছে লাইলাতুল কদর শবে কদর। এটি মানবজাতির জন্য মঙ্গল কামনার জন্য সুবর্ণ একটি রাত্রি। (শবে কদরের শুভেচ্ছা)
এসেছে শবে কদর, মহান রবের কাছে প্রার্থনা করে আমাদের জন্য ক্ষমা চেয়ে, আমাদের সামনের দিনগুলো কে মঙ্গল কামনা করার জন্য দুহাত তুলে অশ্রু ঝরানো রাত আজকে। (শবে কদরের শুভেচ্ছা)
হাজার মাসের চেয়েও এই রাত উত্তম। এ রাতে আমাদের অপরাধের অনুতপ্ত এবং আমাদের সকল কৃতকর্মের জন্য নিজেকে গুটিয়ে নেওয়া। (শবে কদরের শুভেচ্ছা)
এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এই রাত রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে। সবাইকে শবে কদরের শুভেচ্ছা

আরও স্ট্যাটাস দেখুন - https://tipspoka.com/shab-e-qadr-niye-status/

#শবেকদরেরনামাজদোয়াএবংআমল #শবেকদর #শবেকদরেরশুভেচ্ছা #শবেকদরনিয়েস্ট্যাটাস

শবে কদরের নামাজ কত রাকাত, আমল ও নামাজের নিয়মশবে কদরের নামাজ কত রাকাত তা নির্দিষ্ট করে কোনও হাদিস বা সাহাবায়ে কেরামের আম...
27/03/2025

শবে কদরের নামাজ কত রাকাত, আমল ও নামাজের নিয়ম

শবে কদরের নামাজ কত রাকাত তা নির্দিষ্ট করে কোনও হাদিস বা সাহাবায়ে কেরামের আমল প্রমাণিত নেই। তবে, বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, শবে কদরের রাতে রাসূলুল্লাহ (সাঃ) বেশি বেশি নামাজ পড়তেন। আপনারা যারা সৌদি আরবসহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছেন। তাদের জন্য লাইলাতুল কদর অর্থাৎ ২৭ রমজানের রাত্রি হচ্ছে ২৬ মার্চ দিবাগত রাত। তবে শুধুমাত্র ২৭ রমজানের রাতে ইবাদত না করে, শেষ রমজানের বিজোড় রাত্রি গুলোতে লাইলাতুল কদরের নামাজ পড়া উচিত।

শবে কদরের নামাজ কত রাকাত

শবে কদরের নামাজ কত রাকাত নামাজ পড়বেন তা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তারাবির নামাজের পরে ২ রাকাত করে ফজরের ওয়াক্ত শুরু আগ পর্যন্ত শবে কদরের নামাজ পড়তে পারবেন।

কিছু জনপ্রিয় রাকাত সংখ্যা:

২ রাকাত করে যত খুশি: অনেকে মনে করেন, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ২ রাকাত করে যত খুশি নামাজ পড়া উচিত।
৮ রাকাত: অনেকে ৮ রাকাত শবে কদরের নামাজ পড়েন।
১১ রাকাত: অনেকে ১১ রাকাত নামাজ পড়েন।
২০ রাকাত: অনেকে ২০ রাকাত তারাবিহ পড়ার পর যত রাকাত ইচ্ছা শবে কদরের নামাজ পড়েন।
মাঝ রাত হতে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ: অনেকে মাঝ রাত হতে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়েন।

শবে কদরের নামাজের নিয়ম

সবাইকে লাইলাতুল কদরের শুভেচ্ছা, এখান থেকে জেনে নিন কিভাবে শবে কদরের নামাজ পড়বেন।

নিয়ত: নামাজ শুরু করার আগে নিয়ত করতে হবে। ( শবে কদরের নিয়ত দেখুন এখানে )
এখন ছানা পাঠ করুন
সূরাহ ফাতিহা: প্রতি রাকাতে সূরাহ ফাতিহা পাঠ করতে হবে।
কুরআন তেলাওয়াত: সূরাহ ফাতিহার পর অন্য কোনও সূরাহ বা আয়াত তেলাওয়াত করতে পারেন।
রুকু ও সিজদা: রুকু ও সিজদা সঠিকভাবে করতে হবে।
১ম রাকাত শেষ করে একইভাবে ২য় রাকাত পড়তে হবে
এইভাবে দুই রাকাত করে যত খুশি তত শবে কদরের নামাজ পড়বেন
দোয়া: নামাজ শেষে দোয়া করতে হবে।

শবে কদরের রাতে আরও কিছু আমল

কুরআন তেলাওয়াত: শবে কদরের রাতে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন।
দোয়া-ইস্তেগফার: বেশি বেশি দোয়া-ইস্তেগফার করুন।
তওবা: গুনাহের জন্য তওবা করুন।
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা: আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।

আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে। শুভকামনা! সবাইকে শেয়ার করে জানিয়ে দিন শবে কদরের নামাজ কত রাকাত। আরও জানতে পারবেন শবে কদর কত তারিখে পালন করা হবে। শবে কদরের নামাজ পড়ার নিয়ম অবশ্যই সবার সাথে শেয়ার করুন।
বিস্তারিত দেখুন এখানে - https://tipspoka.com/shab-e-qadr-namaz-niyom/

#শবেকদরপাওয়ারআশায়আছি
#শবেকদর২০২৫কততারিখে
#শবেকদরেরনামাজদোয়াএবংআমল
#শবেকদরেরনামাজেরনিয়ম
#শবেকদর
#শবেকদরেরনামাজ
#শবেকদররাতেরআমল
#শবেকদরেররাতেরদোয়া
#শবেকদরেরনামাজেরনিয়ত

🔥 ব্রেকিং নিউজ 🔥 ৪৮ তম বেফাক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন tipspoka.com, ফ...
27/03/2025

🔥 ব্রেকিং নিউজ 🔥 ৪৮ তম বেফাক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন tipspoka.com, ফলাফল দেখতে রোল, রেজি, মারহালা নির্বাচন করবেন। সর্বশেষ যেকোনো আপডেট জানতে এই ওয়েবসাইট ফলো করুন।

কারো যদি বেফাকের রেজাল্ট দেখার প্রয়োজন হয়। ইনবক্সে ৩টি জিনিস দিয়ে রাখুন।
১.⁠ ⁠প্রবেশপত্রে উল্লেখিত রোল নাম্বার।
২.⁠ ⁠প্রবেশপত্রে উল্লেখিত রেজিষ্ট্রেশন নাম্বার।
৩.⁠ ⁠আপনার মারহালা বা কোন জামাতে পড়েছেন সে জামাতের নাম
✅রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার অবশ্যই ইংরেজিতে দিবেন।

#বেফাকপরীক্ষাররেজাল্ট2025 #বেফাকপরীক্ষাররেজাল্ট২০২৫ #বেফাকপরীক্ষাররেজাল্ট2025লিংক #বেফাকুলমাদারিসিলআরাবিয়াবাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TIPS POKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIPS POKA:

Share