06/10/2025
ঝিনাইদহের পৌর ইকোপার্ক: বঙ্কিমচন্দ্রের স্মৃতিবাহী দেবদারু এভিনিউ
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে রোপিত শতবর্ষী ৩০টি দেবদারু গাছ ঘিরে ঝিনাইদহে গড়ে উঠেছে এই বিশেষ স্থানটি, যা বর্তমানে পৌর ইকোপার্ক বা দেবদারু এভিনিউ চত্বর নামে পরিচিত।
বঙ্কিমচন্দ্র ও ঝিনাইদহ যোগসূত্র
* কর্মজীবন: ১৮৮৫ সালের ১লা জুলাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঝিনাইদহে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর (তৎকালীন মহকুমা প্রশাসক) পদে যোগদান করেন।
* গাছ রোপণ: সেই সময়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের বাংলো ছিল নবগঙ্গা নদীর তীরে (যা বর্তমানে সড়ক জনপথ বিভাগের বাংলোর সামনে)। খরস্রোতা নবগঙ্গা নদীর পাড়ে তিনিই ৩০টি দেবদারু গাছ রোপণ করেছিলেন।
* স্মৃতি সংরক্ষণ: তাঁর স্মৃতিবিজড়িত এই ৩০টি দেবদারু গাছ আজও জীবিত আছে। গাছগুলো বর্তমানে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়।
বর্তমান অবস্থা
প্রতিদিন শত শত মানুষ এই ইকোপার্ক বা দেবদারু এভিনিউয়ে ভিড় করলেও, দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষই জানেন না যে এই গাছগুলো সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোপণ করা। এমনকি নতুন প্রজন্মের অনেকেই তাঁকে চেনেন না।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের অন্যতম জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন।
* উপাধি: তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় এবং তিনি বাংলা উপন্যাসের জনক ও সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
* জন্ম ও মৃত্যু: তাঁর জন্ম ১৮৩৮ সালের ২৬ জুন বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। ১৮৯৪ সালের ৮ এপ্রিল এই সাহিত্য সম্রাট মৃত্যুবরণ করেন।
* পারিবারিক পরিচয়: তিনি ছিলেন রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র।