14/08/2025
🍀 মেয়েদের জন্য ইসলামে ৬ টি সাজ হারাম।
১) ঘন্টা যুক্ত নুপুর পড়া। ❌
ঘন্টি বাজা ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র। ( সহীহ মুসলিম : ২১১৪ )।
২) কপালে টিপ পড়া।❌
ইব্রাহিম (আঃ) সময়ের পতিতার মেয়েরা চিন্ত দিত যা এখন কপালের টিপ নামে পরিচিত (আস্তাগফিরুল্লাহ)।
৩) পরচুল বা নকল চুল লাগানো।❌
(সহীহ বোখারী ৫৯৩৩)।
৪) ভ্রুপ প্লাগ।❌
রাসুলের অভিশাপ পায় ঐ সব নারীর ওপর যারা চোখের ওপরে লোম উঠায়,, চেঁছে সরু করে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে ( বুখারী হাদীস ৪৮৮৬)।
৫) শরীরে ট্যাটু করা।❌
আল্লাহ লানত ঐ সকল নারী পুরুষ দের ওপর যারা নিজের শরীরে ট্যাটু আঁকে এবং অন্যদের শরীরের ট্যাটু এঁকে দেয়।
( আবু দাউদ ৪১৭০)।
৬) পারফিউম ব্যবহার।❌
কোনো নারী যদি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে পুরুষদের মজলিশের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী। আস্তাগফিরুল্লাহ
( আবু দাউদ, তিরমিযী)
আল্লাহ আমাদের সব মা বোনদের এই হারাম সাজ থেকে বেঁচে থাকার দান করুক ( আমিন ) 🤲💞💞💞💞