
30/10/2024
২০২৪ ইসলামী বইমেলাকে আরো বেশি প্রাণবন্ত ও উজ্জীবিত করার জন্য, লেখক পাঠক এবং প্রকাশকদের নানা উদ্যোগ ও আয়োজন বেশ প্রশংসনীয়। এরই ধারাবাহিকতায় ৩১শে অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ব্যানারে আয়োজিত 'লেখক হওয়ার গল্প শুনি' নামে একটি বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
আর পহেলা নভেম্বর রোজ শুক্রবার লেখকদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি আমাদের খুব কাছের দু'জন মানুষ মুহাম্মদ যাইনুল আবিদীন সাহেব এবং সাবের চৌধুরী উপস্থিত থাকবেন। পাশাপাশি কানন থেকে প্রকাশিত কালো সবুজের গল্প ও পূর্বাহ্ণ – (সিরিয়ার মানুষের জীবনের গল্প নিয়ে লেখা উপন্যাস) – এর লেখক আব্দুর রহমান ফারুকী সাহেবও উপস্থিত থাকবেন।
৩১শে অক্টোবর রোজ বৃহস্পতিবার এবং পহেলা নভেম্বর রোজ শুক্রবার দুইদিন-ই দুপুরের পর থেকে ইসলামী মেলা প্রাঙ্গণ এবং কানন এর ২নং স্টলে মুহাম্মদ যাইনুল আবিদীন সাহেব উপস্থিত থাকবেন।
আপনারা সকলেই আমন্ত্রিত। চলে আসুন মেলা প্রাঙ্গণে।