Ghontu the dustu cat

Ghontu the dustu cat বন্ধুরা আমি ঘন্টু বেবি তোমাদের ভালোবাসা নিতে চাই?

গুড নাইট বন্ধুলা। সবাই আমাল মতন চেগাইয়া ঘুম দাও 😴
21/10/2025

গুড নাইট বন্ধুলা। সবাই আমাল মতন চেগাইয়া ঘুম দাও 😴

Every religion teaches us to respect the religions of others; one who does not respect other religions can never be a tr...
21/10/2025

Every religion teaches us to respect the religions of others; one who does not respect other religions can never be a truly religious person. Shubh Dipawali my Hindu's brother-sister and fan follower.

দেখো সবাই এই নেইল কাটার আর ইঁদুর মাম্মাম Miki Pet Store থেকে নিয়েছে 😺 happy shopping with Miki Pet Store.
20/10/2025

দেখো সবাই এই নেইল কাটার আর ইঁদুর মাম্মাম Miki Pet Store থেকে নিয়েছে 😺 happy shopping with Miki Pet Store.

টোবি হেঁটেছিল ১২ মাইল… কিন্তু যারা ফেলে দিয়েছিল তারা তাকে মা/রার জন্য আশ্রয়কেন্দ্রে পাঠালো।একবার যাদের নিজের ভেবেছিল, সে...
17/10/2025

টোবি হেঁটেছিল ১২ মাইল… কিন্তু যারা ফেলে দিয়েছিল তারা তাকে মা/রার জন্য আশ্রয়কেন্দ্রে পাঠালো।

একবার যাদের নিজের ভেবেছিল, সেই পরিবারই তাকে ফেলে দিয়েছিল। কিন্তু ভালোবাসা ভুলতে পারে কে? 💔

ফেব্রুয়ারিতে টোবি নামের এই সাহসী বিড়ালটিকে তার পরিবার নতুন একটি ঘরে দিয়ে দেয়। কিন্তু টোবি বুঝতে পারেনি কেন তাকে বিদায় দেওয়া হলো। সে শুধু জানত — সে তার পরিবারকে ভালোবাসে, এবং তাদের কাছে ফিরে যেতে হবে।

তাই শুরু হলো এক অসম্ভব যাত্রা।
টোবি হেঁটে গেল ১২ মাইল দূরত্ব পেরিয়ে, ফিরে এলো সেই দরজায় যাদের ভালোবাসার আশায় সে দিনরাত চলেছিল। কিন্তু সেখানে অপেক্ষা করছিল না কোনো আলিঙ্গন… বরং মৃত্যু।

পরিবারটি তাকে আশ্রয় দেওয়ার বদলে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে “ইউথানাইজ” (মে/রে ফেলার) অনুরোধ জানায়। 💔
কিন্তু ভাগ্য টোবির জন্য অন্য কিছু লিখে রেখেছিল। আশ্রয়কেন্দ্র তাকে বাঁচিয়ে দেয় এবং যোগাযোগ করে SPCA of Wake County-র সঙ্গে।

সেখানে টোবি পেল চিকিৎসা, যত্ন ও ভালোবাসা। 💉💖
তার মধ্যে পাওয়া যায় FIV (বিড়ালের একটি ভাইরাস) এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ — কিন্তু টোবি হাল ছাড়েনি।

অবশেষে আসে আলো,
Michele Puckett নামের এক মহিলা তার গল্প পড়ে সব কাজ ফেলে ছুটে আসেন। এক মুহূর্ত দেরি না করে টোবিকে দত্তক নেন।

এখন টোবির আছে দুইজন মানব ভাইবোন, দুইজন বিড়াল ভাইবোন এবং ভালোবাসায় ভরা একটি ঘর। 🏡❤️
সে প্রতিদিন নরম বালিশে ঘুমায়, কোলে এসে মিউ মিউ করে, যেন এই ঘরেই তার চিরকাল ছিল।

মিশেল বলেন,
“বোঝা কঠিন কেউ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, কিন্তু আমি কৃতজ্ঞ যে টোবি আজ বেঁচে আছে এবং ভালোবাসা পাচ্ছে।”

© Pushee Meow পুষি মেউ

তথ্যসূত্র:
The Dodo, SPCA of Wake County — Toby the cat walked 12 miles to reunite with family who abandoned him

বাচ্চারা নিষ্পাপ ফুলের মতন প্রাণ   একটা বাচ্চা যদি ঢিল ছুঁড়ে থেকেও থাকে তবুও তো তাদের স্পর্শ পর্যন্ত করার অধিকারটা তো ক...
17/10/2025

বাচ্চারা নিষ্পাপ ফুলের মতন প্রাণ
একটা বাচ্চা যদি ঢিল ছুঁড়ে থেকেও থাকে তবুও তো তাদের স্পর্শ পর্যন্ত করার অধিকারটা তো কারো নেই।

এরা গাড়ি হাঁকিয়ে বেড়ান নিজেদের উচ্চবিত্ত বলে পরিচয় দেন। অথচ এদের উচ্চবিত্ত না বলে কুকুর বলে সম্বোধন করা উচিত। কুকুর বললেও পাপ হবে কারণ কুকুরের ও সম্ভবত সেই আবেগ টুকু থাকে যা এদের নাই।
বাচ্চাটা গরীব দেখে আপনারা যা খুশি করবেন? আল্লাহ বিচার করবেনা? কবরের আজাবের ভয় নাই? আখিরাতের ভয় নাই? 💔 আমার কেননা জানি মনে হয় আল্লাহ ও বোধহয় এদের হেদায়েত দিতে পারবে না। তারপরেও আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো। আমিন।

14/10/2025

সেই ছোট্টবেলার আমার তপু ❤️❤️

13/10/2025

কি সুন্দর করে ঘুমিয়ে আছে ❤️❤️

fans

তোমায় দিবো মিষ্টি কিছু তোমাই যদি পাই,তোমাই আমি ভালোবাসি তোমায় আমি চাই।
13/10/2025

তোমায় দিবো মিষ্টি কিছু তোমাই যদি পাই,
তোমাই আমি ভালোবাসি তোমায় আমি চাই।

সকল বৌদ্ধ ধর্ম অবলম্বী ফলোয়ার বন্ধু ও প্রতিবেশীদের জানাই "শুভ প্রবারণা পূর্ণিমা"। মন্দিরের পাশে বাসা দেখে আমি নিজেও ফান...
06/10/2025

সকল বৌদ্ধ ধর্ম অবলম্বী ফলোয়ার বন্ধু ও প্রতিবেশীদের জানাই "শুভ প্রবারণা পূর্ণিমা"। মন্দিরের পাশে বাসা দেখে আমি নিজেও ফানুস উড়ানো উদযাপন করছি।

শুভ সকাল বন্ধুরা সকালের নাস্তায় বাসায় বানানো নেহারি আর সাথে হোটেল থেকে আনা নরম তুলতুলে তন্দুর রুটি 🤤 কে কে পছন্দ করো?
07/07/2025

শুভ সকাল বন্ধুরা
সকালের নাস্তায় বাসায় বানানো নেহারি আর সাথে হোটেল থেকে আনা নরম তুলতুলে তন্দুর রুটি 🤤 কে কে পছন্দ করো?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ghontu the dustu cat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share