Alamgir Hossain

Alamgir Hossain Hi, I am Alamgir Hossain. My Home is Kishoreganj District. I am a Blogger. I Hope Everyone Will Support Me.Thank You All. Hi. I am Alamgir Hossain. Inshallah.

My Home is in Kishoreganj District, Hossainpur Police Station. I am a Small Blogger. I Will Become a Big Blogger One Day If I get All Of Your Love. I Hope Everyone Will Support Me. Thanks Everyone.

ওয়াচ-টাওয়ার... লোকেশন: কিশোরগঞ্জ।
03/11/2025

ওয়াচ-টাওয়ার...

লোকেশন: কিশোরগঞ্জ।

02/10/2025

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ...!


21/09/2025

আমি জানি না কোনটা ভালোবাসা..!
কিন্তু ঘুম থেকে উঠলে সবার আগে তোমার কথা মনে পড়ে;) সারাদিন শত কাজের ফাঁকে ভাবি তুমি কি করছো, শত চিন্তা দূর হয়ে যায় তোমার সাথে কথা বললে মোট কথা তোমার প্রতি আমার ভালোবাসা মুখে বলে বা লিখে প্রকাশ করতে পারবো না..!
শুধু বলবো অনেক ভালোবাসি তোমায়..! 🥰❤️🥀

এই কাশফুল গুলো দেখে বারবার মনে হয়—সবকিছু না থাকলেও, মনের শান্তি পেতে প্রকৃতির একটু ছোঁয়াই যথেষ্ট..🥰❤️🥀
20/09/2025

এই কাশফুল গুলো দেখে বারবার মনে হয়—সবকিছু না থাকলেও, মনের শান্তি পেতে প্রকৃতির একটু ছোঁয়াই যথেষ্ট..🥰❤️🥀

19/09/2025

তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কী বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।'
লেখাটা খুব ছোটো, কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস,বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে ;অপেক্ষা করে যাচ্ছে।
অথচ অন্য কেউ অপেক্ষা ছাড়া,সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল।
সে জানেও না----সে যাকে নিজের করে পেল, তাকে পেতে কেউ একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাড়িয়ে ছিল।"

~ জীবন হলো এক অসমাপ্ত পাঠ — ~ প্রতিটি দিনই শুরু হয়, ~ একটি নতুন অধ্যায় দিয়ে...
09/07/2025

~ জীবন হলো এক অসমাপ্ত পাঠ —
~ প্রতিটি দিনই শুরু হয়,
~ একটি নতুন অধ্যায় দিয়ে...

জাংগালিয়া বাজার জামে মসজিদ...! লোকেশনঃ জাংগালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
07/07/2025

জাংগালিয়া বাজার জামে মসজিদ...!

লোকেশনঃ জাংগালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।


প্রাণের শহর কিশোরগঞ্জ..!স্হান: ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্ছ, কিশোরগঞ্জ।
29/06/2025

প্রাণের শহর কিশোরগঞ্জ..!

স্হান: ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্ছ, কিশোরগঞ্জ।



উবাই পার্ক....স্হান: নতুন জেলখানা মোড় সংলগ্ন, হোসেনপুর রোড়-খিলপাড়া বিশ্বরোড, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
27/06/2025

উবাই পার্ক....

স্হান: নতুন জেলখানা মোড় সংলগ্ন, হোসেনপুর রোড়-খিলপাড়া বিশ্বরোড, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।



সেলফি জোন চাইনিজ রেস্টুরেন্ট।লোকেশনঃ বৌলাই বাইপাস মোড়, নাকভাঙা, কিশোরগঞ্জ।
11/04/2025

সেলফি জোন চাইনিজ রেস্টুরেন্ট।

লোকেশনঃ বৌলাই বাইপাস মোড়,
নাকভাঙা, কিশোরগঞ্জ।

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।ইনশা...
03/03/2025

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
ইনশাআল্লাহ আবার নতুন করে সামনে দিকে এগিয়ে যাবো।
দোয়া চাই সকলের.. 🤲

01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা...!

Address

Hossainpur
Kishoreganj
2320

Telephone

+8801602551475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alamgir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alamgir Hossain:

Share

Category