25/08/2025
"পাওয়া না পাওয়ার বেড়াজাল"
এইযে একটা জীবন,এইযে ছুটে চলা,জীবনে একটু ভালো থাকার তাড়া,এসবের মানে কি..খুব করে ভাবি কখনও কখনও..সেই শেষমেশ সবার গন্তব্য তো সেই একই,পৃথিবী ছেড়ে চলে যাওয়া—
অথচ কি অদ্ভুতভাবে এই ছোট্ট জীবনটা ভীষণ কঠিন ভাবে কাটাই আমরা!না পূরণ হয় শখ ,আর না হয় কোনো চাওয়ার পুর্ণতা...
এ জীবনের আগাগোড়া জুড়ে থাকে শুধুই অপ্রাপ্তি,এই অপ্রাপ্তি বুকে নিয়েই আমরা চলে যাই দুনিয়া ছেড়ে.... 🥀🙂