Life of MosRin

Life of MosRin Take my salam❤️ Assalamualaikum everyone.... Give Your love & support ❤️
(30)

মানুষ  প্রিয়জনের কাছে কত আশা রাখে,এক আকাশ সমান চাওয়া থাকে,  কিন্তু সময় এবং নিয়তি বড্ড অদ্ভুত। সেই ইচ্ছে গুলো আর পূরন হয়ন...
08/08/2025

মানুষ প্রিয়জনের কাছে কত আশা রাখে,এক আকাশ সমান চাওয়া থাকে, কিন্তু সময় এবং নিয়তি বড্ড অদ্ভুত। সেই ইচ্ছে গুলো আর পূরন হয়না।বহু বছর পরে এসেও ইচ্ছেগুলোর অপূর্ণতা, অতৃপ্তি যেন উপচে পরে।...শখের পুরুষকে পাওয়ার লোভে বাবার সম্মান হারিয়ে বিয়ে করে ঠকে গেছে এই জেনারেশনের হাজারো ব্যর্থ নারী!

সত্যিই নিয়তি বড়ই বিচিত্র

তোমার মতো পুরুষ প্রতিটি মা-বাবার হোক, কিন্তু, তোমার মতো পুরুষ কোন মেয়ের হাসবেন্ড না হোক।হে আল্লাহ! তোমার প্রতি আমার কোন ...
04/08/2025

তোমার মতো পুরুষ প্রতিটি মা-বাবার হোক,
কিন্তু, তোমার মতো পুরুষ কোন মেয়ের হাসবেন্ড না হোক।

হে আল্লাহ! তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই।শুধু মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে জীবনটা এমন না বানাইলে পারতা নাহ?🙂

জীবনের এমন একটা পর্যায় আছি সাঁতার জানাহ নেইঅথচ সমুদ্র পারি দিতে হবে।🙂
01/08/2025

জীবনের এমন একটা পর্যায় আছি সাঁতার জানাহ নেই
অথচ সমুদ্র পারি দিতে হবে।🙂

দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায়, তবুও আমার বিশ্বাস আছে যে,আমার সে কোন না কোন ভাবে আমার পক্ষে দিয়ে বিপক্ষে দাঁড়াবে!😂শুভ...
30/07/2025

দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায়, তবুও আমার বিশ্বাস আছে যে,আমার সে কোন না কোন ভাবে আমার পক্ষে দিয়ে বিপক্ষে দাঁড়াবে!😂

শুভ রাত্রি

কিছু কিছু সময় নিজেকে ভালো রাখার জন্য জীবনের কিছু সিদ্ধান্ত একাই নিতে হয়। 🙂ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো।🙂
25/07/2025

কিছু কিছু সময় নিজেকে ভালো রাখার জন্য জীবনের কিছু সিদ্ধান্ত একাই নিতে হয়। 🙂

ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো।🙂

ভালোবাসা দিয়ে শুরু হয় সব সম্পর্ক, শুরুতে যত্ন, হাসি আর না বলা হাজার স্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসা হারিয়ে যায় ...
15/07/2025

ভালোবাসা দিয়ে শুরু হয় সব সম্পর্ক, শুরুতে যত্ন, হাসি আর না বলা হাজার স্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসা হারিয়ে যায় অভিমানে। যা রয়ে যায় তা শুধু অবহেলা আর দূরত্বের দেয়াল। কেউ দেখে না,ভালোবাসার শুরুটা কতটা নিখুঁত ছিল,দেখে শুধু সম্পর্কের শেষর কষ্টগুলো।
ভালো লাগার মুহূর্তগুলো হারিয়ে যায় অপ্রকাশিত কোনো স্মৃতির ভেতর।

বি:দ্রি- আমি কিন্তু ছেঁকা খাই নাই🤣

কিছু মানুষ এতো সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে,মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে!😂আমার অনুপস্থিতে আমার অপছন্দের কাজ গ...
10/07/2025

কিছু মানুষ এতো সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে,মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে!😂
আমার অনুপস্থিতে আমার অপছন্দের কাজ গুলো করলে,আবার আমাকে নাকি ভালোবাসে এই দাবিও রাখলে,বিষয়টা এমন হইলো না,ক্ষতস্থানে খুঁচা দিয়ে মলম লাগিয়ে দিলে?
যে জিনিসটা আমার সেটা একান্তই আমার হতে হবে
সে টা থেকে যদি ১% অন্য কারো হয় তাহলে তার বাকি ৯৯% ও আমার দরকার নেই।
আর শোনো চিন্তা করোনা....
কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে,ঠিক তেমনি কথা না বলতে বলতেও একদিন অভ্যাস হয়ে যাবে।

যে থুথু একবার ফালাইছি সেই থুথু আর উঠাবো না।

বি:দ্রি -কথা টা কিন্তু থুথুর জন্য ছিলো না।😂

আমার মাইগ্রেন আছে,আমার সাথে ভালো ব্যবহার করুন। যাদের মাইগ্রেন আছে আমারা ভালো থাকিই বা কয়দিন বলেন?😥বেশি গরম পড়লে আমাদের ম...
09/07/2025

আমার মাইগ্রেন আছে,আমার সাথে ভালো ব্যবহার করুন।
যাদের মাইগ্রেন আছে আমারা ভালো থাকিই বা কয়দিন বলেন?😥
বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে!
এখন বৃষ্টির সীজন বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে আবার রোদে গেলেও মাইগ্রেন বাড়ে,আগুনের তাপে বাড়ে,চোখে আলো পড়লে বাড়ে,খুর সাউন্ডে বাড়ে, ঘুম কম হলে,টাইম মতো খাবার না খেলে,একটু টেনশন করলে বাড়ে, কেউ রেগে কথা বললে বাড়ে,বাজে দুর্গন্ধে বাড়ে,কেউ বাজে ব্যবহার করলে বাড়ে আরো অনেক কিছু!
বলতে গেলে একটু এদিক সেদিক হলেই মাইগ্রেনের ব্যাথা এসে হাজির!
তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত আমাদের জীবন কিন্তু শান্তি খুব কম থাকে।😔

রুচি একবার উইঠা গেলে, আপনে দুনিয়া আইনা দিলেও ওই রুচি আর ফিরবে না। কারো সাথে এরকম কিছু কইরেন না বা বইলেন না যেটার জন্য আপ...
08/07/2025

রুচি একবার উইঠা গেলে, আপনে দুনিয়া আইনা দিলেও ওই রুচি আর ফিরবে না।

কারো সাথে এরকম কিছু কইরেন না বা বইলেন না যেটার জন্য আপনার উপর তার রুচি উইঠা যাবে!
রাগ,দুঃখ, ক্ষোভ,অভিনয়, কষ্ট এগুলো ক্ষণস্থায়ী দুই তিন দিন পর চলে যাবেই! কিন্তু রুচি একবার উইঠা গেলে, আপনে দুনিয়া আইনা দিলেও ওই রুচি আর ফিরবেনা।

ভুলে যাইয়েন না কিডনি দিয়ে ও পুরুষ মানুষ আটকে রাখা যায় না। 😂আপনি একজন মেয়ে হয়ে এই যুগে এসে যদি ভাবেন যে কোনো পুরুষ আপনার ...
07/07/2025

ভুলে যাইয়েন না কিডনি দিয়ে ও পুরুষ মানুষ আটকে রাখা যায় না। 😂
আপনি একজন মেয়ে হয়ে এই যুগে এসে যদি ভাবেন যে কোনো পুরুষ আপনার জন্য বদলাবে,নিজেকে শুধরে নিবে আপনার ভালোবাসায় সমস্ত বাজে অভ্যাস ছেড়ে দিবে তাহলে আপনি বোকাই রয়ে গেছেন,সেই আদি কালের আমাদের দাদিদের তাকানোতেই দাদারা বদলে যেত, এখন সেই জামানা নেই, চেঞ্জের কথা বললে উল্টো আপনাকেই চেঞ্জ করে দিবে তাই বিয়ের আগে সতর্ক থাকুন,তুমি আমাকে বিয়ে করলে একদম শুধরে যাব এমন কথা বিশ্বাস করে ধরা খাওয়ার দরকার নেই, রেডিমেড সভ্য পুরুষ থাকতে আউলা যাউলা পুরুষ বেছে নিয়ে বিয়ের পর চেঞ্জ করার রিক্স নিয়ে কোন লাভ নেই।

04/07/2025

জুম্মা মোবারক।

পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায়,কিংবা চেয়ে নেওয়ার মতো জিনিস আছে অনেক। কিন্তু ভালোবাসা,যত্ন, সম্মান, গুরুত্ব এগুলো কখন...
29/06/2025

পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায়,কিংবা চেয়ে নেওয়ার মতো জিনিস আছে অনেক। কিন্তু ভালোবাসা,যত্ন, সম্মান, গুরুত্ব এগুলো কখনো কারও কাছ থেকে চেয়ে নেওয়া যায় না। এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না। এগুলো স্বাভাবিক ভাবে কারও জন্য মন থেকে আসতে হয়,অনুভব করতে হয়।
ভালোবাসা চেয়ে নেওয়া কি যে ভীষণ যন্ত্রণা।
কি যে অবহেলার,আক্ষেপের, আহা!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of MosRin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share