
08/08/2025
মানুষ প্রিয়জনের কাছে কত আশা রাখে,এক আকাশ সমান চাওয়া থাকে, কিন্তু সময় এবং নিয়তি বড্ড অদ্ভুত। সেই ইচ্ছে গুলো আর পূরন হয়না।বহু বছর পরে এসেও ইচ্ছেগুলোর অপূর্ণতা, অতৃপ্তি যেন উপচে পরে।...শখের পুরুষকে পাওয়ার লোভে বাবার সম্মান হারিয়ে বিয়ে করে ঠকে গেছে এই জেনারেশনের হাজারো ব্যর্থ নারী!
সত্যিই নিয়তি বড়ই বিচিত্র