Joy Biswas

Joy Biswas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joy Biswas, Digital creator, Dhaka.

আমার মতো ছেলের জীবনে আর কিছু’ই নেই হারানোর মতো, এবার আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত!💔🥀🥹
23/08/2025

আমার মতো ছেলের জীবনে আর কিছু’ই নেই হারানোর মতো, এবার আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত!💔🥀🥹

আজ বিদায় বেলা( বাংলা বিভাগ ২০১৯-২০ সেশন )“চলতে চলতে এসে আজ,থামতে হলো একদিন।বিদায়ের এই সন্ধিক্ষণে,ভালোবাসা দিই অমলিন।”“...
19/08/2025

আজ বিদায় বেলা( বাংলা বিভাগ ২০১৯-২০ সেশন )

“চলতে চলতে এসে আজ,
থামতে হলো একদিন।
বিদায়ের এই সন্ধিক্ষণে,
ভালোবাসা দিই অমলিন।”

“কত স্মৃতি, কত কথা,
রয়ে যাবে হৃদয় মাঝে।
বিদায় শুধু বাহ্যিক,
বন্ধন অটুট রবে সাজে।”

Thanks for gift 🎁 🎁 Bhupal Chandra Mama♥️♥️
12/08/2025

Thanks for gift 🎁 🎁
Bhupal Chandra Mama♥️♥️

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে ল...
02/08/2025

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।

°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়্যাক্ট দিল তা দেখে।

°আপনার দু-একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে - সে মানসিক রোগে আক্রান্ত।

°কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
°তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।

°আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে।

°এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।

বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনিই।🙂🥀

দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেনো সঠিক হয়,🙂

31/07/2025

💔🥀💔
゚ ゚

Joyguru 🙏♥️
31/07/2025

Joyguru 🙏♥️

✅বাবার কর্মফল প্রায়ই মেয়ের জীবনেই এসে পড়ে। বলা হয়, মেয়ে সন্তান শুধু বাবার নামই বহন করে না—কখনো কখনো তার বোঝাও বইতে ...
19/07/2025

✅বাবার কর্মফল প্রায়ই মেয়ের জীবনেই এসে পড়ে। বলা হয়, মেয়ে সন্তান শুধু বাবার নামই বহন করে না—কখনো কখনো তার বোঝাও বইতে হয়।

দেখা যায় না এমনভাবে, বাবার কাজ, ভালোবাসা, বিশ্বস্ততা, টাকা-পয়সা আর নৈতিকতার বেছে নেওয়া পথ—এসবই প্রভাব ফেলতে পারে তার মেয়ের জীবনে।

যে প্রতিশ্রুতি তিনি একদিন কোনো নারীর কাছে ভেঙেছিলেন, তার প্রতিফলন ঘটতে পারে মেয়ের চোখের জল হয়ে—নিজের সম্পর্কে, নিজের প্রেমে।

✅যে ঋণ তিনি উপেক্ষা করেছিলেন বা যে লোভকে তিনি স্থান দিয়েছিলেন, তা পরবর্তীতে মেয়ের অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় এসে ধরা দেয়।

এটা কোনো শা*স্তি নয়—এটা একটা চক্র। জন্মে জন্মে বয়ে চলে ব্যথা, অ*শান্তি আর অপ*রাধবোধের শক্তি।

এই কারণেই "হিলিং" বা আত্মোপচার জরুরি। এই কারণেই একজন বাবাকে সততার সঙ্গে জীবন কাটাতে হবে। কারণ তার মেয়ে সেই তরঙ্গের স্পন্দন অনুভব করবে—মন থেকে, আত্মা থেকে, এমনকি চুপচাপ, তার জীবনের একান্ত কোণেও।

✅তাই প্রতিটি বাবাকে বলি, চক্রটা ভে*ঙে দাও তার আগেই, যা তোমার মেয়েকে ভে*ঙে দিতে পারে। তেমন মানুষ হও—যেমন মানুষ তুমি চাও, তোমার মেয়ের জীবনে আসুক।

✍️ Fairy Tales of Madhurjya Megh

Address

Dhaka

Telephone

+8801908391206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joy Biswas:

Share