19/07/2025
শাজাহানপুরে যুবদের মাদকবিরোধী বার্তা: মাঠ কাঁপালো ফুটবল টুর্নামেন্ট!
— বগুড়া প্রতিদিন
🗓️ ১৯ জুলাই ২০২৫ইং
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
‘মাদককে না বলি, মাঠে নেমে ফুটবল খেলি’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল টুর্নামেন্ট। আয়োজন করে মাঝিড়া যুব স্পোর্টিং ক্লাব।
শনিবার বিকেলে পারতেখুর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বগুড়া জেলা ক্রীড়া সংঘ ২-০ গোলে পরাজিত করে নওগাঁ জেলা ক্রীড়া সংঘকে। প্রথমার্ধে গোলশূন্য খেলাটি দ্বিতীয়ার্ধে নাটকীয় মোড় নেয়—দুটি দারুণ গোল করে জয় নিশ্চিত করে বগুড়া দল। উৎসাহী দর্শকে ভরা মাঠে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স মুগ্ধ করে সবাইকে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই তরুণরা মাঠে থাকুক, মাদক থেকে দূরে থাকুক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি জয়নাল আবেদীন রাজু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি,
পারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান,
যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,
শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল,
বিএনপি নেতা কামরুল হাসান কামরুল,
সাংবাদিক ও ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুজ্জামান তারা,
সাধারণ সম্পাদক কোরবান আলী,
বিএনপি নেতা আলী আজম, মিলটন হোসেন, মাহমুদুল হাসান মিজু,
মুকুল হোসেন, আলফাজ হোসেন, কামরুল, মোস্তাক মানিক ও আতিকুল প্রমুখ।
আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ। প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।