Arab’s Mom

Arab’s Mom Please like, comment, follow and watch my videos. Need your cordial support. Please Watch My Video and Like My Page
(1)

02/08/2025

কিছু কিছু ছেলের বউ বিয়ের পর এমন ভাব করে যেন তারা রাজার হালে আছে। স্বামীর টাকা যেন তাদের একার সম্পত্তি। শ্বশুর-শাশুড়ির খোঁজখবর নেওয়া তো দূরের কথা, তাদের সাথে কথা বলতেই যেন তাদের গায়ে ফোস্কা পড়ে। এমন বউদের বোঝা উচিত, আজ সে যা করছে, কাল তার নিজের সাথেই তেমন হবে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না Revenge of the nature understand
#ছেলের #বউ

একাকীত্ব কতটা সুন্দর ,তা রাতের আকাশে চাঁদের দিকে তাকালেই বোঝা যায়♥️ #চাঁদ #আকাশ
30/07/2025

একাকীত্ব কতটা সুন্দর ,তা রাতের আকাশে চাঁদের দিকে তাকালেই বোঝা যায়♥️
#চাঁদ
#আকাশ

29/07/2025

মা-বাবা মানেই যেন আকাশের মতো বিশাল এক ছায়া, যেখানে জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাঁরা আছেন বলেই জীবন এত সুন্দর আলহামদুলিল্লাহ #মা #বাবা

"মানুষের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে তারাও আপনার প্রতি সদয় হবে। আপনি যদি রুক্ষ হন, তবে অন্যের কাছ থেকে ভালো ব্যবহার আ...
26/07/2025

"মানুষের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে তারাও আপনার প্রতি সদয় হবে। আপনি যদি রুক্ষ হন, তবে অন্যের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা বৃথা।"
#ব্যবহার@highlight

স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো জীবনের সবচেয়ে সুন্দর বন্ধনগুলোর মধ্যে একটি। এই সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা...
25/07/2025

স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো জীবনের সবচেয়ে সুন্দর বন্ধনগুলোর মধ্যে একটি। এই সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর বোঝাপড়ার উপর। একে অপরের প্রতি যত্নশীল হওয়া, কঠিন সময়ে পাশে থাকা এবং নিজেদের মধ্যে সুন্দর যোগাযোগ রাখা খুবই জরুরি। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতের অমিল হতেই পারে, কিন্তু সেগুলো যেন সম্পর্কে ফাটল ধরাতে না পারে। বরং, একে অপরের প্রতি বিশ্বাস রেখে, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত। একটা সুন্দর সম্পর্ক মানে একে অপরের স্বপ্নগুলোকে সম্মান করা, পাশে থেকে উৎসাহ দেওয়া এবং একসাথে জীবনের পথ চলা
♥️♥️ #স্বামী স্ত্রী #সম্পর্ক@highlight

উপকার করতে না পারলে ক্ষতি করো না, আর যদি উপকার করতে না পারো, তবে অন্তত অন্যের কাছে সাহায্য চেয়ে নিজেকে ছোট করো না। নিজের...
24/07/2025

উপকার করতে না পারলে ক্ষতি করো না, আর যদি উপকার করতে না পারো, তবে অন্তত অন্যের কাছে সাহায্য চেয়ে নিজেকে ছোট করো না। নিজের সম্মান রক্ষা করাও একটা মহৎ কাজ #উপকার

21/07/2025

কিছুক্ষন আগে মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।🤲

ফুল যেমন তার সৌন্দর্য আর সুগন্ধ দিয়ে মন ভালো করে দেয়, তেমনই জীবনেও সুন্দর মুহূর্তগুলো খুঁজে নিতে হয়। এই ফুলগুলো যেন জীবন...
20/07/2025

ফুল যেমন তার সৌন্দর্য আর সুগন্ধ দিয়ে মন ভালো করে দেয়, তেমনই জীবনেও সুন্দর মুহূর্তগুলো খুঁজে নিতে হয়। এই ফুলগুলো যেন জীবনের প্রতীক, যা আমাদের সবসময় হাসতে আর ভালোবাসতে শেখায়।"🌸🌸 #ফুল@highlights

জীবন নিয়ে কিছু বাস্তব কথা:                   ১. জীবন সবসময় সহজ হয় না, এখানে নানান বাধা-বিপত্তি থাকবেই।২. জীবনে ভালো-খারা...
18/07/2025

জীবন নিয়ে কিছু বাস্তব কথা:
১. জীবন সবসময় সহজ হয় না, এখানে নানান বাধা-বিপত্তি থাকবেই।
২. জীবনে ভালো-খারাপ দুটো দিকই আছে, তাই সবসময় ইতিবাচক থাকা জরুরি।
৩. নিজের স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হবে, সহজে হাল ছাড়া যাবে না।
৪. জীবনে যা কিছু ঘটে, তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।
৫. কাছের মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা খুব জরুরি, কারণ তারাই কঠিন সময়ে পাশে থাকে। #জীবনের বাস্তব কথা

গতকাল আমার জন্মদিনে আমার প্রিয় মানুষটি আমাকে একগুচ্ছ সুন্দর ফুল উপহার দিয়েছে, আর আমার ছোট্ট সোনাটা নিজের হাতে বানিয়ে ...
16/07/2025

গতকাল আমার জন্মদিনে আমার প্রিয় মানুষটি আমাকে একগুচ্ছ সুন্দর ফুল উপহার দিয়েছে, আর আমার ছোট্ট সোনাটা নিজের হাতে বানিয়ে একটা কার্ড দিয়েছে। তাদের এই ভালোবাসায় আমি আপ্লুত ।আমার জন্মদিনে আপনারা সবাই এত সুন্দর উইশ করেছেন, আমি সত্যিই খুব আনন্দিত।
সবাইকে ধন্যবাদ 💕♥️🌸🌸

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arab’s Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category