02/08/2025
কিছু কিছু ছেলের বউ বিয়ের পর এমন ভাব করে যেন তারা রাজার হালে আছে। স্বামীর টাকা যেন তাদের একার সম্পত্তি। শ্বশুর-শাশুড়ির খোঁজখবর নেওয়া তো দূরের কথা, তাদের সাথে কথা বলতেই যেন তাদের গায়ে ফোস্কা পড়ে। এমন বউদের বোঝা উচিত, আজ সে যা করছে, কাল তার নিজের সাথেই তেমন হবে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না Revenge of the nature understand
#ছেলের #বউ