M.m rana

M.m rana ফেসবুকে একে অন্যের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়, যারা একটিভ ফ্রেন্ড তারা ফলো দিলে অবশ্যই ব্যাক পাবেন ,, সবার জন্য শুভকামনা 💞 "সত্য বল, সুপথে চল।

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শফিউল গতবছর ১ মে  প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার  টাকা ঋণ নিয়ে এবং স্...
14/08/2025

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শফিউল গতবছর ১ মে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এবং স্থানীয়ভাবে আরো ১ লাখ টাকা সুদে নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু সেখানে বৈধ কাগজ পাতির অভাবে চাকরি না পেয়ে ১৫ মাস মসজিদ ও রাস্তায় খাবার ভি'ক্ষা করে জীবন কাটান। অসুস্থ হয়ে গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মৃ'ত্যু'বরণ করেন তিনি!🥹😥

দয়া করে কেউ কাজ না শিখে চাকরির জন্য দালালের মাধ্যমে বিদেশে পাড়ি জমাবেন না, গেলে কাজ শিখে বৈধ কাগজ পাতির মাধ্যমে বৈধভাবে পাড়ি জমাবেন।

আরেকটা বিষয় আরব বিশ্বের রাষ্ট্রগুলো বাদে অন্য কোন রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করবেন কেননা আরবরা শ্রমিকদের দেনা পাওনা ও শ্রমিকদের খাওয়া দাওয়া ও স্বাস্থ্য সচেতনার বিষয়ে অনেক উদাসীন।

সে পেশায় একজন ভ্যানচালক, সে জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়া সত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে কর্ম করে পরি...
13/08/2025

সে পেশায় একজন ভ্যানচালক, সে জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়া সত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে কর্ম করে পরিবারের জন্য খাবার জোগাতো।
কে জানত তার ইনকামের একমাত্র সম্বল 'ভ্যান, এটার জন্যই তার জীবনটা চলে যাবে!
দু'র্বৃত্তরা সামান্য একটি ভ্যানের জন্য তার জীবনটাই নিয়ে নিল, তাকে হ'ত্যা করে ভ্যান নিয়ে চলে যায় কিছু মানুষ নামের অ'মানুষ।
অভয়নগরএর শ্রীপুর ইউনিয়নে গতরাতে তার লা'শটি পাওয়া যায়! 😥

শুভ সকাল🌺
12/08/2025

শুভ সকাল🌺

শত শত মানুষের সামনে কু'পিয়ে রেখে গেল, কেউ কিছু বললো না বাধাও দিলো না! সবাই চেয়ে চেয়ে দেখছিল ও ভিডিও করাতে ব্যস্ত ছিল!...
07/08/2025

শত শত মানুষের সামনে কু'পিয়ে রেখে গেল, কেউ কিছু বললো না বাধাও দিলো না! সবাই চেয়ে চেয়ে দেখছিল ও ভিডিও করাতে ব্যস্ত ছিল! উনার অপরাধ কি জানেন? উনার অ'পরাধ ছিল উনি চাঁ'দাবাজির বিপক্ষে নিউজ করেছিলেন, ফেসবুকে সরাসরি লাইভ ভিডিওতে কথা বলেছিলেন চাঁ'দাবাজির বিপক্ষে, তারপর একটি গ্রুপের সহ্য হলোনা, সবার সামনে উনাকে দুনিয়া থেকে সরিয়ে দিলো!😥

এ জাতির উন্নতি কখনোই হবে না কারণ আমাদের শিরায় শিরায় হিং'স্রতা, উ'গ্রতা ও অন্যের হক কিভাবে ছিনিয়ে নিবে সেটার লোভ, এজন্যই।

চাঁ'দাবাজি নিয়ে লাইভ ভিডিও করার জন্য এই সাংবাদিকে কু'পিয়ে ও গ'লা কে'টে হ'ত্যা করেছে দু'র্বৃত্তরা! কোন দেশে বাস করছি রে...
07/08/2025

চাঁ'দাবাজি নিয়ে লাইভ ভিডিও করার জন্য এই সাংবাদিকে কু'পিয়ে ও গ'লা কে'টে হ'ত্যা করেছে দু'র্বৃত্তরা!

কোন দেশে বাস করছি রে ভাই এদেশে জীবনের একটুও নিরাপত্তা নেই! প্রতিবাদ করলে বি'পদ আর না করলে কা'পুরুষ। কিছুদিন আগে সোহাগকে দু'র্বৃত্তরা যখন পাথর দিয়ে মে'রে নি'হত করেছিল তখন আশেপাশে অনেকেই ছিল কেউ প্রতিবাদ করেনি, হয়তো এই কারণেই করেনি এদেশে প্রতিবাদ করলেও জী'বন দিতে হয়!
ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক সাহেব, কে জানত এটাই হয়তো তার জীবনের শেষ! ঘটনাটি ঘটে : চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে।

07/08/2025
বুদ্ধিমান লোকেরা নত হওয়াকে কোন সময় ছোট মনে করে না...
07/08/2025

বুদ্ধিমান লোকেরা নত হওয়াকে কোন সময় ছোট মনে করে না...

নিজেকে ভালোবাসুন..
06/08/2025

নিজেকে ভালোবাসুন..

আজ ত্রাণ নিতে গিয়ে আ'ইডিএ'ফের গু'লিতে আরও ৩৬ ফি'লিস্তি'নির মৃ'ত্যু ত্রান নিতে গিয়েও শি'শুরা নিরাপদ নয়! 😥ছবিতে শিশুটির...
05/08/2025

আজ ত্রাণ নিতে গিয়ে আ'ইডিএ'ফের গু'লিতে আরও ৩৬ ফি'লিস্তি'নির মৃ'ত্যু

ত্রান নিতে গিয়েও শি'শুরা নিরাপদ নয়! 😥

ছবিতে শিশুটির হাতে আটার বস্তা।

বিশ্বের মানবতা গুলো কোথায় হারিয়ে গেল? যারা মানবতা মানবতা করে গলা ফাটিয়ে ফেলে তারা কি আজ অন্ধ? GAZআয় দুর্ভিক্ষ কোন প্র...
05/08/2025

বিশ্বের মানবতা গুলো কোথায় হারিয়ে গেল? যারা মানবতা মানবতা করে গলা ফাটিয়ে ফেলে তারা কি আজ অন্ধ?
GAZআয় দুর্ভিক্ষ কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানব সৃষ্ট এক সংকট।
এই ক্ষুধার্ত মুখগুলো শুধু খাবারের জন্য অপেক্ষা করছে না, তারা অপেক্ষা করছে আমাদের বিবেকের জাগরণের জন্যও।
GAZআর এই ছবিগুলো প্রমাণ করে, মানবতা আজ সংকটাপন্ন, এই শিশুদের জীবন বাঁচাতে আমাদের সকল মানুষের নীরবতা ভাঙতে হবে, ভুলে গেলে চলবে না আমারা সকলেই মানুষ, সকলের শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার আছে, বিশ্ব' নিরবতা ভাঙ্গুন, তাদেরকে বাঁচান।

অস্ট্রেলিয়ায় প্রায় ৮/৯ লক্ষ মানুষ Gazআয় গণ হ'ত্যার  বিরুদ্ধে প্রতিবাদ করছে। অথচ আমাদের মুসলিম বিশ্বের বিশাল একটি অংশ ...
04/08/2025

অস্ট্রেলিয়ায় প্রায় ৮/৯ লক্ষ মানুষ Gazআয় গণ হ'ত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে।
অথচ আমাদের মুসলিম বিশ্বের বিশাল একটি অংশ নীরব ভূমিকা পালন করছেন!!

সবচেয়ে বড় সত্য সবাই আমরা মানুষ, এতটা অ'মানবিক হওয়া উচিত নয়।

প্রতিটা মানুষ'ই বহুরূপী...!
03/08/2025

প্রতিটা মানুষ'ই বহুরূপী...!



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when M.m rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share