
14/08/2025
দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শফিউল গতবছর ১ মে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এবং স্থানীয়ভাবে আরো ১ লাখ টাকা সুদে নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু সেখানে বৈধ কাগজ পাতির অভাবে চাকরি না পেয়ে ১৫ মাস মসজিদ ও রাস্তায় খাবার ভি'ক্ষা করে জীবন কাটান। অসুস্থ হয়ে গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মৃ'ত্যু'বরণ করেন তিনি!🥹😥
দয়া করে কেউ কাজ না শিখে চাকরির জন্য দালালের মাধ্যমে বিদেশে পাড়ি জমাবেন না, গেলে কাজ শিখে বৈধ কাগজ পাতির মাধ্যমে বৈধভাবে পাড়ি জমাবেন।
আরেকটা বিষয় আরব বিশ্বের রাষ্ট্রগুলো বাদে অন্য কোন রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করবেন কেননা আরবরা শ্রমিকদের দেনা পাওনা ও শ্রমিকদের খাওয়া দাওয়া ও স্বাস্থ্য সচেতনার বিষয়ে অনেক উদাসীন।