23/08/2023
রাসুলের জীবনী (সিরাত) কোনটি পড়বেন? ১৮টি সিরাতগ্রন্থ সম্পর্কে তথ্য দেওয়া হলো।
মিডিয়াম সাইজের বর্ণনাধর্মী পূর্ণাঙ্গ সিরাতগ্রন্থ:
(প্রাথমিকভাবে এ ধরনের সিরাত পড়া উত্তম)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১) রাসুলে আরাবি, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহ. (সন্দীপন প্রকাশন)
সাধারণ মানুষদের জন্য সুন্দর একটি সিরাত। এই গ্রন্থের লেখক বিশ্ববিখ্যাত আর রাহিকুল মাখতুমেরও লেখক। তবে, এই গ্রন্থটি তুলনামূলক সহজবোধ্য।
(২) বিশ্বনবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক: শায়খ সালেহ আহমাদ শামী (সন্দীপন প্রকাশন)
এটি আরবে খুব প্রসিদ্ধি লাভ করেছে। অত্যন্ত সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ একটি সিরাত। নবিজীবন সম্পর্কে ভালোভাবে জানার জন্য এটিই যথেষ্ট।
(৩) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখিকা: মাজিদা রিফা (রাহবার প্রকাশনী)
সহজ-সরল সুন্দর গদ্যের একটি সিরাত।
(৪) আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (দারুল হুদা কুতুবখানা)
এই অনুবাদটির উপর নির্ভর করতে পারেন।
(৫) সংক্ষিপ্ত সিরাতু ইবনু হিশাম (বাংলাদেশ ইসলামিক সেন্টার অথবা মুহাম্মদ পাবলিকেশন)
(৬) মুহাম্মাদুর রাসুলুল্লাহ, লেখক: আবুল বারাকাত আবদুর রউফ দানাপুরী (থানভী লাইব্রেরী)
এই সিরাতে বিশুদ্ধ বর্ণনার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ‘আসাহহুস সিয়ার’ নামে ইসলামিক ফাউন্ডেশন থেকেও অনূদিত হয়েছে।
এবার এমন কিছু সিরাতগ্রন্থের পরিচয় দেবো, যেগুলোতে নবিজীবনের ঘটনাগুলো থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিপুণভাবে তুলে আনা হয়েছে:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(৭) সীরাতুন নবী : শিক্ষা ও উপদেশ, শায়খ ড. মুস্তফা সিবায়ী (মাকতাবাতুল আশরাফ)
বইটি সংক্ষিপ্ত, তবে গুরুত্বপূর্ণ। শুরুতে সিরাতের উপর মাওলানা যাকারিয়া আবদুল্লাহ সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা আছে।
(৮) উসওয়াতুন হাসানাহ, লেখক: মুফতি তারেকুজ্জামান (রুহামা পাবলিকেশন)।
(৯) সীরাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২ খণ্ড (সংকলিত গ্রন্থ), রেইনড্রপস পাবলিকেশন থেকে প্রকাশিত।
(১০) যেমন ছিলেন তিনি (২ খণ্ড), শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ (রুহামা পাবলিকেশন)
এটি অত্যন্ত চমৎকার বই। সম্ভব হলে এটাকে সংগ্রহ করে পড়ুন। অনেক কিছু শেখা যাবে। তবে, এটি গতানুগতিক সিরাতের মতো না। এখানে রাসুলের পুরো জীবনী আলোচনা করা হয়নি। বরং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিভিন্ন ব্যক্তি, নিজ পরিবার, সমাজের লোক এবং পশু-পাখীদের সাথে আচরণ করতেন, তাদের সাথে কথা বলতেন, সমস্যা সমাধান করতেন, পরামর্শ দিতেন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এককথায় জীবনঘনিষ্ঠ।
(১১) সীরাতুর রাসুল, প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব (হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ)
বাংলা ভাষায় রচিত এই সিরাতে বিশুদ্ধ বর্ণনার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।
বড় সাইজের কিছু মানসম্মত সিরাতগ্রন্থ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১২) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (৩ খণ্ড), লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি (কালান্তর প্রকাশনী)
অথবা ‘রউফুর রহীম’ (সিয়ান পাবলিকেশন) দুটো একই, কেবল প্রকাশনী ভিন্ন।
(১৩) সীরাত বিশ্বকোষ (১১ খণ্ড), এটি আলিমগণ সংকলন করেছেন (মাকতাবাতুল আযহার)
(১৪) সীরাতে মোস্তফা (৩ খণ্ড), লেখক: ইদরিস কান্ধলবি রাহ.। বেশ কিছু প্রকাশনী এর অনুবাদ বের করেছে। তুলনামূলক সেরা অনুবাদটি যাচাই করতে পারিনি। এটি বেশ ভালো সিরাতগ্রন্থ।
(১৫) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪ খণ্ড), ইমাম ইবনে হিশাম
(ইসলামিক ফাউন্ডেশন)
এটি অন্যতম প্রাচীন সিরাতগ্রন্থ, তবে এটি এডভান্স লেভেলে পড়াই ভালো।
আরও কিছু বৈশিষ্ট্যপূর্ণ সিরাতগ্রন্থ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১৬) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (১-৪ খণ্ড), লেখক: ড. ইবরাহীম আলী (মাকতাবাতুল বায়ান)
এটি শুধু বিশুদ্ধ হাদিসভিত্তিক সিরাত। গদ্যের মজা এখানে পাওয়া না গেলেও তথ্যের শুদ্ধতা আছে। তাই, পড়তে পারেন।
(১৭) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—ব্যক্তি ও নবী, লেখক: শায়খ সালিহ আহমাদ শামী (আকিক পাবলিকেশন্স)
এই গ্রন্থে হাদিসের আলোকে বিশেষভাবে নবিজির ব্যক্তিজীবনকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শামায়িলুন নবি বা নবিজির ব্যক্তিজীবনের অসাধারণ সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ওঠে এসেছে।
(১৮) নবীয়ে রহমত, লেখক: সাইয়েদ আবুল হাসান নদভি রাহ. (মাকতাবাতুল হেরা)।
এই গ্রন্থে নবিজীবনের দাওয়াহ, আদর্শ ও মিশনকে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই হলো বাংলায় রচিত, সংকলিত ও অনূদিত সিরাতের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এগুলো ছাড়া আরও অসংখ্য সিরাতগ্রন্থ আছে। সিরাতের সরোবরে একবার ডুব দিলে এখান থেকে বের হতে মন চায় না। সিরাতের অমীয় সুধা কখনও শেষ হবার নয়। আসুন আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানি।
(এটি কোনো পেইড পোস্ট নয়। কেবল সিরাতের ভালোবাসায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা)
Nusus