Book Hunt

Book Hunt বই জ্ঞানের ভান্ডার,আলোকিত জগতের কেন্দ্র। বিশ্ব মানের সকল বইয়ের সেরা সংগ্রহ নিয়ে এই অনলাইন প্লাটফর্ম ।

বই জ্ঞানের ভান্ডার, আলোকিত জগতের কেন্দ্র।বিশ্ব মানের সকল বইয়ের সেরা সংগ্রহ নিয়ের আমাদের এই অনলাইন প্লাটফর্ম ।

17/10/2023

আমরা এমন এক সময়ে বাস করছি যখন ভাল মানুষও অসচেতনতার কারনে এমন মন্দ কাজের প্রসার ঘটাতে অবদান রাখতে পারে যা নিজেকেই বিস্মিত ও হতভম্ব করে দিতে পারে। স*কামিতা বা ট্রা*জে*ন্ডার মত মতাদর্শ গ্লোবাল এজেন্ডা কিভাবে হলো? এই দর্শন কোন স্বাভাবিক মানুষ মেনে নেয়ার কথা ছিল না কেননা এটি বংশধারা রহিত করে। পৃথিবীর ৪০০০+ বছরের ইতিহাসে এমন ছিল না যে ছেলে নিজেকে মেয়ে, আবার মেয়ে নিজেকে ছেলে দাবী করে। এটা জাস্ট দাবী না, আইনত বিষয়। তা না হলে প্রকৃত মেয়েদের ক্ষেত্রগুলো ওরা দখল করত না।

এটা একাডেমিয়ার অত্যন্ত 'মেধাবী' বলে পরিচিত মানুষরা (প্রফেসর, সায়েন্টিস্ট) এমন সুক্ষভাবে সামাজিকীকরণ করেছে যে সাধারণ মানুষ শুরুতে বুঝতেই পারার কথা নয়। ইদানিং সময়ে এর বাস্তবায়ন হওয়ার কারণে কিছুটা অনুধাবন করা শুরু হয়েছে।

এই ক্রিটিকাল সময়ে অনেক বেশী সচেতন হতে হবে। দেশে স*মকামিতা পরিচয় লিগাল করতে যে খসড়া আইন তৈরি করা হয়েছে সেখানে অনেক আল্লাহভীরু মানুষ অসচেতনতা ও অজ্ঞতার কারনে কন্ট্রিবিউট করেছে। তেমনিভাবে কিছু এনজিও এই মতাদর্শ প্রতিষ্ঠিত করতে কাজ করছে যেখানে বাহ্যিকভাবে প্র‍্যাক্টিশিং মুসলিমরাও অবদান রাখছে।

শয়তান (ইবলিশ) সবচেয়ে জ্ঞানী হিসেবে পরিচিত ছিল, যে আবার লক্ষ লক্ষ বছরে অভিজ্ঞতা সম্পন্ন। মানুষ সর্বোচ্চ ৪০-৫০ বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারে।

তাই শয়তানের স্ট্র‍্যাটেজি বা ধোকা এত কাচা হওয়ার কথা নয়। যথেষ্ট সচেতন হওয়া ছাড়া এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকাই অনেক বেশী চ্যালেঞ্জিং।

,
সরোয়ার হোসাইন

04/10/2023

আর আমি নিশ্চই ভয়-ভীতি, দূর্ভিক্ষ, জীবন-অর্থ সম্পদ এর ক্ষতির দ্বারা এবং উপার্জন ও আমদানী হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো৷

তোমরা সবর ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন৷

যখন বিপদ আসে তখন যারা বলে, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে৷ তাদের রবের পক্ষ থেকে তাদের ওপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তাঁর রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এ ধরনের লোকেরাই হয় সত্যানুসারী

সূরা বাকারা 【 আয়াতঃ ১৫৩-১৫৬】

ব্যাখ্যাঃ

আল্লাহর পথটা কোনো ফুলের বিছানা নয়, এ পথটা বিরাট, মহান ও বিপদসংকুল৷ যারা এ পথে চলে তাদের ওপর চতুর্দিক থেকে বিপদ ঝাঁপিয়ে পড়তে থাকবে৷ কঠিন পরীক্ষার মধ্যে ঠেলে দেয়া হবে৷ অগণিত ক্ষতির সম্মুখীন হতে হবে৷ সবর, ধৈর্য্য, দৃঢ়তা, অবিচলতা ও দ্বিধাহীন সংকল্পের সাথে সমস্ত বিপদকে মোকাবিলা করে যখন আল্লাহর পথে এগিয়ে যেতে থাকবে তখনি তোমাদের ওপর নেমে আসবে আল্লাহর অনুগ্রহরাশি৷

এ কঠিন দায়িত্বের বোঝা বহন করার জন্য তোমাদের দুটি আভ্যন্তরিণ শক্তির প্রয়োজন৷ একটি হচ্ছে সবর, ধৈর্য্য ও সহিষ্ণূতার শক্তি লালন আর দ্বিতীয়ত হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী করা৷

11/09/2023

【আত্নসংযম】 যাদের বেশি তাদের জীবনে সফল হবার চান্স তত বেশি৷

বিখ্যাত একটি গবেষণার কথা বলা যায় এটি হচ্ছে Standford marshmallow experiment৷ সূদীর্ঘ ৪০ বছরব্যাপী পরিচালিত এই গবেষণায় দেখা যায় যে

তাৎক্ষণিক তুষ্টি ( অর্থাৎ আমার চাই চাই এবং সেটি এখনি) এর বদলে যারা বিলম্বিত তুষ্টিকে ( যারা অল্পে তুষ্ট এবং পরে পেলেও সমস্যা নেই) পছন্দ করে এমন মানুষদের জীবনে সফল হবার চান্স অনেক বেশি এবং জীবনে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে৷

আত্নসংযম এই গুনটি বেশিরভাগ ক্ষেত্রে অর্জিত অর্থাৎ শিখতে হয় আর শেখার জন্য শৈশব ও কৈশোরকাল (৭-১৪ বছর বয়ষ) এই সময়টি সবচেয়ে গুরূত্বপূর্ণ৷ এর কোনো বিকল্প নেই৷

তাই প্রত্যেক পিতা-মাতাকে তাদের সন্তানকে আত্নসংযম শেখানোর সুযোগ রয়েছে৷

বইঃ সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেন্জ
লেখকঃ মোঃ সরোয়ার হোসাইন

31/08/2023

বর্তমান মুসলিম উম্মাহ যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের পথ চেনার জন্য শাইখ Harun Izhar (হাফিজাহুল্লাহ) এই পাঁচটি বই সবাইকে পড়তে বলেছেন।

📖 বইঃ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা

বর্তমান বিশ্বব্যবস্থাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে মুসলিম উম্মাহর কাছে স্বচ্ছ আয়নার মতো করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হলো ‘ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা’ বইটি। লেখক খুবই নিপুণতার সাথে ইহুদি জাতির সূচনা থেকে বিশ্বব্যবস্থার পুরো ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন একই মলাটে। লেখক বিশ্বব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে এসেছেন, যাতে একজন মানুষ সহজেই সামগ্রিক ধারণা লাভ করতে পারে।

📖 বইঃ চিন্তার পরিশুদ্ধি

অনন্যসাধারণ এ গ্রন্থটি বর্তমান মুসলিম পাঠকদের মাঝে খুলে দেবে সঠিক চিন্তাভাবনার দুয়ার। তারা বুঝতে পারবে, শ্রেষ্ঠ প্রজন্মের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে তাদের বর্তমান অবস্থার এত বিশাল ব্যবধানের মূল কারণ। আর নিজেদের শুধরে নিয়ে গ্রহণ করতে পারবে সঠিক প্রয়াস।

📖 বইঃ জাহিলিয়াতের ইতিবৃত্ত

‘জাহিলিয়াতের ইতিবৃত্ত’ বইটিতে জাহিলিয়াতের চিন্তাগত ভিত্তি, জাহিলিয়াতের ঐতিহাসিক ও ধারাবাহিক বিবর্তন এবং চিন্তা, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, নৈতিকতা, শিল্প-সংস্কৃতি, নারী-পুরুষের সম্পর্কসহ গোটা মানবজীবনে এর ভয়াবহ কালো থাবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

📖 বইঃ অবাধ্যতার ইতিহাস

যেভাবে আর যে কারণে ধ্বংস হয়েছে পূর্বের অনেক সভ্যতা, যেভাবে মানুষকে বরণ করতে হয়েছিলো আল্লাহর অনিবার্য আযাব—তার আদ্যোপান্ত জানতেই ‘অবাধ্যতার ইতিহাস’ বইটি। মোটকথা, কীভাবে আমরা ইউরোপীয় চিন্তাগুলোকে গ্রহণ করে আমাদের দ্বীন ছেড়ে দিয়েছি, তার ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইতে।

📖 বইঃ ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত

পশ্চিমা সভ্যতা আজ বিজয়ী শক্তি। তাদের ক্ষমতার দাপটে ইসলামি তমদ্দুন কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। মুসলিম তরুণ-তরুণীদের মধ্যে ফিরিঙ্গিপনার প্রবল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কী? আমরা কি পশ্চিমাদের দাপুটে সভ্যতার কাছে সবকিছু সঁপে দেব? আত্মসমর্পণ করে নেব পশ্চিমা সংস্কৃতির সামনে? এসব দিকই খোলাসা করা হয়েছে ‘ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত’ বইটিতে। মুহাম্মাদ আসাদ (রহিমাহুল্লাহ) খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন ইসলামি কর্মধারা। বইটিকে বলা যায় ইসলামি সভ্যতার ইশতেহার।

আজকের ডেলিভারি
29/08/2023

আজকের ডেলিভারি

23/08/2023
23/08/2023

রাসুলের জীবনী (সিরাত) কোনটি পড়বেন? ১৮টি সিরাতগ্রন্থ সম্পর্কে তথ্য দেওয়া হলো।
মিডিয়াম সাইজের বর্ণনাধর্মী পূর্ণাঙ্গ সিরাতগ্রন্থ:
(প্রাথমিকভাবে এ ধরনের সিরাত পড়া উত্তম)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১) রাসুলে আরাবি, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহ. (সন্দীপন প্রকাশন)
সাধারণ মানুষদের জন্য সুন্দর একটি সিরাত। এই গ্রন্থের লেখক বিশ্ববিখ্যাত আর রাহিকুল মাখতুমেরও লেখক। তবে, এই গ্রন্থটি তুলনামূলক সহজবোধ্য।
(২) বিশ্বনবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক: শায়খ সালেহ আহমাদ শামী (সন্দীপন প্রকাশন)
এটি আরবে খুব প্রসিদ্ধি লাভ করেছে। অত্যন্ত সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ একটি সিরাত। নবিজীবন সম্পর্কে ভালোভাবে জানার জন্য এটিই যথেষ্ট।
(৩) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখিকা: মাজিদা রিফা (রাহবার প্রকাশনী)
সহজ-সরল সুন্দর গদ্যের একটি সিরাত।
(৪) আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (দারুল হুদা কুতুবখানা)
এই অনুবাদটির উপর নির্ভর করতে পারেন।
(৫) সংক্ষিপ্ত সিরাতু ইবনু হিশাম (বাংলাদেশ ইসলামিক সেন্টার অথবা মুহাম্মদ পাবলিকেশন)
(৬) মুহাম্মাদুর রাসুলুল্লাহ, লেখক: আবুল বারাকাত আবদুর রউফ দানাপুরী (থানভী লাইব্রেরী)
এই সিরাতে বিশুদ্ধ বর্ণনার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ‘আসাহহুস সিয়ার’ নামে ইসলামিক ফাউন্ডেশন থেকেও অনূদিত হয়েছে।
এবার এমন কিছু সিরাতগ্রন্থের পরিচয় দেবো, যেগুলোতে নবিজীবনের ঘটনাগুলো থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিপুণভাবে তুলে আনা হয়েছে:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(৭) সীরাতুন নবী : শিক্ষা ও উপদেশ, শায়খ ড. মুস্তফা সিবায়ী (মাকতাবাতুল আশরাফ)
বইটি সংক্ষিপ্ত, তবে গুরুত্বপূর্ণ। শুরুতে সিরাতের উপর মাওলানা যাকারিয়া আবদুল্লাহ সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা আছে।
(৮) উসওয়াতুন হাসানাহ, লেখক: মুফতি তারেকুজ্জামান (রুহামা পাবলিকেশন)।
(৯) সীরাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২ খণ্ড (সংকলিত গ্রন্থ), রেইনড্রপস পাবলিকেশন থেকে প্রকাশিত।
(১০) যেমন ছিলেন তিনি (২ খণ্ড), শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ (রুহামা পাবলিকেশন)
এটি অত্যন্ত চমৎকার বই। সম্ভব হলে এটাকে সংগ্রহ করে পড়ুন। অনেক কিছু শেখা যাবে। তবে, এটি গতানুগতিক সিরাতের মতো না। এখানে রাসুলের পুরো জীবনী আলোচনা করা হয়নি। বরং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিভিন্ন ব্যক্তি, নিজ পরিবার, সমাজের লোক এবং পশু-পাখীদের সাথে আচরণ করতেন, তাদের সাথে কথা বলতেন, সমস্যা সমাধান করতেন, পরামর্শ দিতেন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এককথায় জীবনঘনিষ্ঠ।
(১১) সীরাতুর রাসুল, প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব (হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ)
বাংলা ভাষায় রচিত এই সিরাতে বিশুদ্ধ বর্ণনার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।
বড় সাইজের কিছু মানসম্মত সিরাতগ্রন্থ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১২) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (৩ খণ্ড), লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি (কালান্তর প্রকাশনী)
অথবা ‘রউফুর রহীম’ (সিয়ান পাবলিকেশন) দুটো একই, কেবল প্রকাশনী ভিন্ন।
(১৩) সীরাত বিশ্বকোষ (১১ খণ্ড), এটি আলিমগণ সংকলন করেছেন (মাকতাবাতুল আযহার)
(১৪) সীরাতে মোস্তফা (৩ খণ্ড), লেখক: ইদরিস কান্ধলবি রাহ.। বেশ কিছু প্রকাশনী এর অনুবাদ বের করেছে। তুলনামূলক সেরা অনুবাদটি যাচাই করতে পারিনি। এটি বেশ ভালো সিরাতগ্রন্থ।
(১৫) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪ খণ্ড), ইমাম ইবনে হিশাম
(ইসলামিক ফাউন্ডেশন)
এটি অন্যতম প্রাচীন সিরাতগ্রন্থ, তবে এটি এডভান্স লেভেলে পড়াই ভালো।
আরও কিছু বৈশিষ্ট্যপূর্ণ সিরাতগ্রন্থ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১৬) সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (১-৪ খণ্ড), লেখক: ড. ইবরাহীম আলী (মাকতাবাতুল বায়ান)
এটি শুধু বিশুদ্ধ হাদিসভিত্তিক সিরাত। গদ্যের মজা এখানে পাওয়া না গেলেও তথ্যের শুদ্ধতা আছে। তাই, পড়তে পারেন।
(১৭) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—ব্যক্তি ও নবী, লেখক: শায়খ সালিহ আহমাদ শামী (আকিক পাবলিকেশন্স)
এই গ্রন্থে হাদিসের আলোকে বিশেষভাবে নবিজির ব্যক্তিজীবনকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শামায়িলুন নবি বা নবিজির ব্যক্তিজীবনের অসাধারণ সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ওঠে এসেছে।
(১৮) নবীয়ে রহমত, লেখক: সাইয়েদ আবুল হাসান নদভি রাহ. (মাকতাবাতুল হেরা)।
এই গ্রন্থে নবিজীবনের দাওয়াহ, আদর্শ ও মিশনকে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই হলো বাংলায় রচিত, সংকলিত ও অনূদিত সিরাতের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এগুলো ছাড়া আরও অসংখ্য সিরাতগ্রন্থ আছে। সিরাতের সরোবরে একবার ডুব দিলে এখান থেকে বের হতে মন চায় না। সিরাতের অমীয় সুধা কখনও শেষ হবার নয়। আসুন আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানি।

(এটি কোনো পেইড পোস্ট নয়। কেবল সিরাতের ভালোবাসায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা)

Nusus

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُএটি আমাদের অনলাইন ভিত্তিক বই সর্বরাহকারী প্রতিষ্ঠান৷পাঠকের চাহিদার ক...
22/08/2023

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

এটি আমাদের অনলাইন ভিত্তিক বই সর্বরাহকারী প্রতিষ্ঠান৷
পাঠকের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব ধরণের বই পাঠকের হাতে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেছি৷

আমাদের কাছে পাবেন

。স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিক্যাল এবং মাদ্রাসা বিভাগের পাঠ্য বই,

。চাকরির প্রস্তুতিমূলক বই সহ গল্প, উপন্যাস, ইসলামী বই সহ সব ধরণের বই

যা আমাদের পেজ থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন৷

উপকারী জ্ঞান ছড়িয়ে দেবার এ অগ্রযাত্রায় আমরা আপনাদেরেকে দুআ ভালোবাসা এবং সহযোগীতা সহ আমাদের পাশে চাই

ধন্যবাদ

আলহামদুলিল্লাহআজকের অর্ডার ডেলিভারী সম্পন্ন৷
22/08/2023

আলহামদুলিল্লাহ
আজকের অর্ডার ডেলিভারী সম্পন্ন৷

Address

36,babul Tower,Bangla Bazar,Sutrapur,
Dhaka
3822

Alerts

Be the first to know and let us send you an email when Book Hunt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share