Mr Munna

Mr Munna অন্যকে কখনও নিজের ভালো থাকার মাধ্যম বানাবেন না। তাহলে আপনার আর ভালো থাকা হবে না!

একদা সাদা পাথর নামে সিলেটে একটা জায়গা ছিলো..জায়গা আছে কিন্তু পাথর নেই 🙂
12/08/2025

একদা সাদা পাথর নামে সিলেটে একটা জায়গা ছিলো..
জায়গা আছে কিন্তু পাথর নেই 🙂

10/08/2025

বিমানবন্দর রেলস্টেশন থেকে কোরিয়ান এই ভদ্রলোকের ফোন ছিন'তাই করে নিয়ে গেছে। মাটিত হাটু গেড়ে বসে তার অসহায় আকুতি দেখে খুবই খারাপ লাগছে। হয়তো ফোনে মূল্যবান কিছু ছিল।

বিষয়টা খুবি খারাপ লাগছে🥹স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে গেল 🥲🥲 ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে...
06/08/2025

বিষয়টা খুবি খারাপ লাগছে🥹

স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে গেল 🥲🥲
ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা ম*রদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

03/08/2025

সুনামগঞ্জ ছাত্রদলের সেক্রেটারি 🥰

02/08/2025

নোয়াখালী ত ভালো কিন্তু চুরি করেন ক্যা 😂

27/07/2025

প্রিও লিডার আপনার হাতেই বাংলাদেশ নিরাপদ 🫡☝️

জুনায়েদ আহম্মেদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!   এই রকম একটা  জেলের একটা ছোট্ট খোপে বন্দি ...
24/07/2025

জুনায়েদ আহম্মেদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কী নিদারুণ অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কী ছিল না?
গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটি চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাঁদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কী সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই, আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবরকে দেখেছিলাম! কী প্রভাব! স্বরাষ্ট্রমন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কঠিন খেলা!

23/07/2025

গরম ভাতে গাল পু'ড়ে যাবে বলে ফু দিয়ে ভাত জুড়িয়ে দেয়া বাপ মা কিভাবে সহ্য করবে তার সন্তানের পো'ড়া দেহ?😭

💥২০ জন শিক্ষার্থীকে বাঁচানো  #মেহেরিন_ম্যামের দাফনে কোনো ভিআইপি আসেনি। রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থাও করেনি, কারণ মেহের...
23/07/2025

💥২০ জন শিক্ষার্থীকে বাঁচানো #মেহেরিন_ম্যামের দাফনে কোনো ভিআইপি আসেনি। রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থাও করেনি, কারণ মেহেরিন ম্যাম ছিলেন একজন সাধারণ শিক্ষক।
©

22/07/2025

চেয়েছিলো আবু সাঈদ হতে

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

22/07/2025

দুই লিটার পানির বোতল ৬০০ টাকা এটা বাংলাদেশেই সম্ভব

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share