05/09/2025
তুমি আমার আসমান হইও
যে আসমানে সূর্য হারালে চাঁদ হাসে
আর চাঁদ হারালে সূর্য আসে
অতল গহ্বর ও নক্ষত্র যার মাঝে
তুমি আমার সীমাহীন সে আসমান হয়ে
সমস্ত হৃদয়ে থেকে যেও
প্রিয়, তুমি আমার আসমান হইও।🌼🤍
✍: অথই মিষ্টি
#বিজয়
#বিজয়