16/11/2023
**ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যাসিং**
* ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং ক্যাম্পইন পরিচালনা করা। সহজ অর্থে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন বিজনেস এর প্রোডাক্ট গুলোর বিঞ্জাপণ প্রচার করা। ১৯৯০ সালে যখন প্রথম সার্চ ইঞ্জিন আর্চি যাত্রা শুরু করে তখন থেকেই ডিজিটাল মার্কেটিং এর উৎপত্তি হয়। অনলাইন বিজনেস এর ডিজিটাল মার্কেটিং করার বিভিন্ন প্ল্যাটফ্বর্ম রয়েছে। সেই প্ল্যাটফ্বর্ম টি হতে পারে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন মার্কেটিং অপটিমাইজেশন, ই-মেইল মার্কেটিং কিংবা কনটেন্ট মার্কেটিং।
* ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা গুলো জেনে সমগ্র বিশ্বে মোট প্রায় ২ মিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মতান্ত্রিক ভাবে বেড়েই চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেট ব্যবহার করছে ততো বেশি মানুষের সামনে আপনি আপনার পন্যের মার্কেটিং করতে পারবেন। এখন অনেক মানুষ আছে যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। তাই এর ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা ও বাড়বে।
* বিঞ্জাপন দুনিয়ার ভবিষ্যৎ যে নিশ্চিত ভাবে ডিজিটাল মার্কেটিং এর হাতে তা বলার অপেক্ষা রাখে না। আর এর গুরুত্ব বুঝতে পেরেই বর্তমানে পৃথিবীর অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় এর ওপর বিশেষায়িত ডিগ্রী প্রদান করেছে। যদিও এই পেশায় কাজ করতে হলে এখনো বিশেষায়িত কোনো ডিগ্রির তেমন কোনো দরকার হয় না। সকলের জন্য উন্মুক্ত এই পেশায় চাইলে কাজ করতে পারেন আপনিও । তবে প্রতিযোগিতা মূলক এই পেশায় টিকে থাকতে হলে আপনাকে অবর্শ্যই হতে হবে দারুণ দক্ষ পরিশ্রম।