SGC Version

SGC Version ~সহধর্মিণী হিসেবে একজন সিদ্ধেশ্বরীয়ান পারফেক্ট।
(2)

REAL MAN DON`T R .THEY PROTECT, THEY RESPECT.
19/10/2025

REAL MAN DON`T R .
THEY PROTECT, THEY RESPECT.

19/10/2025

২৪-২৫ এর স্কাউটদের মতো ২৬ এর স্কাউট এন্ড ক্যাপ্টেনদের উচিত জুনিয়রদের একটু যত্ন সহকারে ছাপড়িগিরি কমানোর ট্রেনিং দেয়া😊

Recently, a video went viral on social media showing a boy and a girl wearing uniforms and making a TikTok video on the ...
18/10/2025

Recently, a video went viral on social media showing a boy and a girl wearing uniforms and making a TikTok video on the street. Some people claimed the girl was from SGC after seeing the logo on her hand. However, after checking the ID card, it was found that it does not match our college’s ID design. Despite this, many posts are tagging and mentioning SGC, claiming the girl is from our institution.

We want to clarify that the ID card shown does not belong to SGC. Still, if anyone personally knows the girl and can confirm she is indeed a student of SGC, please inform us along with her name and group details. We will report the matter to the college authority and request them to take appropriate action.

17/10/2025

First, I want to talk to the students of batch 26 and 27. You are free to do what you like in your personal life, but when you wear the college uniform, you represent the whole college it affects the reputation of the entire college.

I’m not sure which batch it was maybe 26 or 27but I saw someone sitting a little distance away from the college, smoking while wearing the college uniform. I have no issue with what someone does in their personal life, but doing such things in uniform creates a negative impression about the college and all its students.

When I politely told the person not to do such things while in college uniform, they replied, “What’s your problem? I can do whatever I want mind your own business.”

I want to draw the attention of the college authority to this matter so that proper action is taken. Because of one person’s behavior, the whole institution should not be disrespected.

And to my juniors doing such things doesn’t make you look “cool” at all. Even if you don’t care about yourself, at least respect your institution.

(For privacy reasons, I won’t share the picture.)

16/10/2025

আমাদের মেয়েরা মিডিয়ার সামনেও যায় না।পরীক্ষায় বয়ফ্রেন্ডের অবদানের কথাও বলে না:)

16/10/2025

স্নেহের এইচএসসি ২৫
পাবলিকে পড়া আমি কান্দি রেজাল্ট দেখে,
প্রাইভেটে পড়া আমার বন্ধুও কান্দে টিউশন ফি দেখে।
কান্দে না শুধু বিলকিস যে এডমিশনের চিন্তা বাদ দিয়ে স্বামীর হাত ধরে ইউরোপ ঘুরতে গেছে।

বিলকিস এখন সকালে কফি খায়, রাতে পোস্ট দেয়
“Finally living my dream life ❤️”
আর আমরা এখনো ভাবি - ভার্সিটিতে কেমনে ভালো সিজি মেইনটেন করবো!

তাই বলি, সময় থাকতে ঠিক সিদ্ধান্ত নাও,
না হলে তুমি পড়বে ভর্তির লাইনে, আর বিলকিস উঠবে এয়ারলাইনে।

14/10/2025

সচরাচর মেট্রোতে মহিলাদের বগিতে সিট পাওয়া যায় না।
যদিও পাই, উঠেই নিজের থেকে বড় কাউকে সিট দেওয়ার চেষ্টা করি।
কিছুদিন আগে কুইজ ছিল, তাই আমি সিটে বসে পড়ছিলাম। তখন প্রায় অনেকগুলো সিট ফাঁকা ছিল, কখন ভরে গেছে খেয়ালই করিনি— এতটাই পড়ার মধ্যে ডুবে ছিলাম।

হঠাৎ এক মধ্যবয়স্ক আন্টি আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন—
আমার নাকি কোনো পারিবারিক শিক্ষা নেই, আমি নাকি অভদ্র, আর আমার মতো ছাত্রছাত্রীরাই দেশে সর্বনাশ ডেকে আনবে।
প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কাউকে বলছেন, কিন্তু একপর্যায়ে তিনি সরাসরি আমাকে বললেন—
“এই মেয়ে, ওঠো! দেখছ না, বড়রা দাঁড়িয়ে আছে? এত অভদ্র কেন? মা-বাবা কী শেখান না তোমাকে, বড়রা দাঁড়িয়ে থাকলে সিট ছেড়ে দিতে হয়!”

সঙ্গে সঙ্গে আমি উঠে গেলাম। তিনি বসে পড়ে বললেন—
“এমন না করলে এসব পোলাপানের শিক্ষা হবে না:')

আমি সত্যিই হতবাক হয়ে গেলাম। আমি উঠার পর উনি এমন ভঙ্গিতে বসলেন, যেন ওই সিটটা তাঁর দাদার রেখে যাওয়া সম্পত্তি!

এখন প্রশ্ন হচ্ছে—
আমি নিজের টাকায় টিকিট কেটে মেট্রোয় উঠেছি, আমার গন্তব্যও বেশ দূর।
তাহলে আমি কি বসব না? আমি তো সবসময়ই বড় কাউকে দেখলে সিট দিতে চেষ্টা করি।
কিন্তু প্রায়ই দেখা যায়, এভাবে মেট্রোতে কিছু মানুষ এমন আচরণ করেন যেন অন্য সবাই তাদের অধীন।

ভালোভাবে বললে কেউই না করবে না — কিন্তু অন্যের বাবা-মা নিয়ে কথা বলা কতটা যুক্তিসঙ্গত?
মানুষ তো মানুষের জন্য, তাই না?

04/10/2025
sham!
04/10/2025

sham!

হ্যাঁ পিলিজ
03/10/2025

হ্যাঁ পিলিজ

30/09/2025

মাঝরাতে ঘুম থেকে উঠে শুনি এবার আরেকটি মেয়েকে অনাবিল বাসের ড্রাইভার সুপার ভাইজাররা মিলে গনধর্ষন করেছে,মেয়েটি ঢামেকে মৃত্যুর মুখে লড়াই করছে। ১ দিন আগে পাহাড়ের একটা মেয়েকে।এসব ঘটনার দায়ভার একটা দেশের সরকার প্রধানের উপর বেশি বর্তায়। আল্লাহর কাছে বিচার ছেড়ে দিচ্ছি।

Our conversation will never end✨
20/09/2025

Our conversation will never end✨

Address

New Bailey Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SGC Version posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share