17/05/2024
৯০ দশকের অনেক বাঘা বাঘা নায়ক দের টপকে নাম্বার ওয়ান
হইছে-নিজের মধ্যে দক্ষতা-থাকলে কেউ কাউকে আটকাতে পারে না,শাকিব খানের জনপ্রিয়তার কাছে ওয়াশ-আউট হয়ে এখন শাকিব নামটা শুনলেই পাগলামি শুরু হয়ে যাই,শাকিব কি তোদের আটকে রাখছে পিছনে না লেগে ভালো কাজ কর ভালো কিছু হতে পারবি,শাকিব চুপচাপ থেকে ভালো কাজ করছে এই জন্য মেগাস্টার হইছে,কে কি বললে সব শোনার টাইম নাই তার
1000-1500 হল রাইখা কোথায় গেছেন এফডিসির ভিতরেই তো আছেন,কিন্তু কেউ কাজ দেয় না,এইজন্য আজাইরা থেকে শাকিব খানের জনপ্রিয়তা দেখে এলার্জি জ্বালা অন্তরে জ্বালা, যতবার শাকিব খানকে আটকানোর চেষ্টা করে দিগুণ গতিতে এগিয়ে চলার নাম শাকিব খান সাথে আছে শুধু শাকিবিয়ান 💪
২৫ বছর ক্যারিয়ারে কখনো কাউকে ছোট করে কথা বলে নাই কারণ বেকার সমিতির সভাপতি দের জন্য শাকিবিয়ানরা যথেষ্ট সব যদি শাকিবের করতে হয়-আপনারা করবেন কি নতুনদের সুযোগ দিতাছে এখন-খান সাহেব বছরে তিন চারটা মুভি করবে