Sathe Akter Urmi

Sathe Akter Urmi Be patient, success will come one day...

আলহামদুলিল্লাহঅবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে Level-2 এর ক্লাস পেলাম। আশা করছি অনেক ভালো কিছু জানতে ও শিখতে পারব।সবাই দোয়া ক...
13/07/2023

আলহামদুলিল্লাহ
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে Level-2 এর ক্লাস পেলাম। আশা করছি অনেক ভালো কিছু জানতে ও শিখতে পারব।সবাই দোয়া করবেন আমার জন্য ❤️

ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ রয়েছে🤔❓❓ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ রয়েছে। তবে কাজগুলি যদি আপনি নিজের জন্যই করেন, তবে...
11/06/2023

ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ রয়েছে🤔❓❓

ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ রয়েছে। তবে কাজগুলি যদি আপনি নিজের জন্যই করেন, তবেই তা ফ্রিল্যান্সিং কাজ হিসেবে গণ্য হবে। এ পর্বে চলুন কিছু ফ্রিল্যান্সিং কাজ নিয়ে আলোচনা করি।

✅✅ ওয়েব ডেভলপমেন্ট
আপনারা নিশ্চয় ওয়েব ডেভলপমেন্টের কথা শুনেছেন! এটিও একটি ফ্রিল্যান্সিং কাজ। তবে তা যদি নিজের ওয়েবসাইটের জন্য করা হয়ে থাকে তবেই তা ফ্রিল্যান্সিং হিসেবে গণ্য হবে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করে তা থেকে প্রোডাক্ট সেলিং কিংবা প্রমোটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন।

✅✅ আর্টিকেল রাইটিং
যারা লিখতে ভালোবাসেন, তারা নিজেদের আর্টিকেল লিখেও তা থেকে আয় করতে পারেন। নিজের ওয়েবসাইট খুলে সহজে এসব আর্টিকেলের সাহায্য ভিজিটর এনে এডসেন্স থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তবে তার আগে আপনাকে একটি কোর্স করে নিতে হবে।

✅✅ গ্রাফিক্স ডিজাইনিং
গ্রাফিক্স ডিজাইনার তখনই একজন ফ্রিল্যান্সার যখন সে নিজের ডিজাইন ফ্রিল্যান্স ওয়েতে বিভিন্ন সাইটে সেল করে কিংবা নিজের মার্কেটিংয়ের কাজে ব্যবহার করে। লোগো থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনিং সেলিংই হতে পারে একজন গ্রাফিক্স ফ্রিল্যান্সারের ইনকামের উৎস।

✅✅ ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছ। তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। অল্প পরিশ্রমে বেশি লাভের সহজ উপায় ডিজিটাল মার্কেটিং ✌️



ABCL IT এর সকল ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর!!!বরাবরের মতো আজকে  রাত ১২.০০ টা থেকে শুরু হতে যাচ্ছে মার্কেটপ্লেসের উপর বিশেষ...
29/05/2023

ABCL IT এর সকল ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর!!!
বরাবরের মতো আজকে রাত ১২.০০ টা থেকে শুরু হতে যাচ্ছে মার্কেটপ্লেসের উপর বিশেষ সাপোর্ট ক্লাস। ক্লাসের লিংকটি ABCL IT Student Supporting Group এ দেয়া হবে।
সকল ছাত্র-ছাত্রীকে সঠিক সময়ে উক্ত সাপোর্টিং ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

  Post.. আলহামদুলিল্লাহ্‌ , Level-1 এর  ক্লাস শেষ করলাম। Review Class এর মাধ্যমে  Md. Asadul Islam  Sir খুব সুন্দর ভাবে ...
24/05/2023

Post..

আলহামদুলিল্লাহ্‌ ,
Level-1 এর ক্লাস শেষ করলাম। Review Class এর মাধ্যমে Md. Asadul Islam Sir খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। স্যার এর কথাগুলো সত্যি অনেক উৎসাহ দেয়, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ 💝

☝️স্টুডেন্ট লাইফ থেকে আমরা যদি  এই স্কিলগুলো শিখে রাখতে  পারি তাহলে কিন্তু পরবর্তীতে এটা আমাদেরকে কতটুকু এগিয়ে নিয়ে যা...
23/05/2023

☝️স্টুডেন্ট লাইফ থেকে আমরা যদি এই স্কিলগুলো শিখে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এটা আমাদেরকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনি যেকোনো সেক্টরেই যান না কেন আপনি যদি এই বিষয়গুলোতে ভালোভাবে এক্সপার্ট থাকেন আপনার ভ্যালু বাকিদের তুলনায় অনেক বেশি বাড়বে।🔥✨

🔘Communication skill

🔷Presentation skill.

🟡Ms Excel Expert.

🔘Typing Expert.

🔷Professional CV Create.

🟣Editing Expert.

🔶Marketing Expert.

🔘Spoken English

🔵 Designer experts

23/05/2023

Canva diye Facebook Cover Page design




আলহামদুলিল্লাহ , প্রতি সাপ্তাহের মত আজকেও প্রায়  ৫৫০ জন কে নিয়ে মার্কেটপ্লেস সাপোর্ট ক্লাস চলছে।অনেক কিছু শিখলাম ফাইবার ...
22/05/2023

আলহামদুলিল্লাহ ,
প্রতি সাপ্তাহের মত আজকেও প্রায় ৫৫০ জন কে নিয়ে মার্কেটপ্লেস সাপোর্ট ক্লাস চলছে।
অনেক কিছু শিখলাম ফাইবার এর গিগ দেয়ার সঠিক কৌশল ও এডিটিং স্ট্রাকচার এর নিয়ম।
ক্লাসে আসতে হবে জানতে হবে শিখতে হবে তাহলেই ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পুরোন হবে ইনশাল্লাহ। 😇😇
Weekly Late Night Supporting Class
আজকের আলোচ্য বিষয়ঃ Fiverr Gig Analysis





আমি আর বাদ কি করে থাকি তাই বানিয়ে ফেললাম বর্তমান সময়ের ট্রেন্ডিং ফ্রন্ট স্টাইল। আপনিও চাইলেই তৈরি করতে পারেন । Design i...
22/05/2023

আমি আর বাদ কি করে থাকি তাই বানিয়ে ফেললাম বর্তমান সময়ের ট্রেন্ডিং ফ্রন্ট স্টাইল।

আপনিও চাইলেই তৈরি করতে পারেন ।

Design is just a work of art.
Skills change our Life & Lifestyle🌸


আগামীকাল শুক্রবার ঠিক রাত ১০ টার সময় ABCLIT  and Training Institute এর সকল স্টুডেন্টসদের জন্য স্পেশাল সাপোর্টিং ক্লাস অন...
18/05/2023

আগামীকাল শুক্রবার ঠিক রাত ১০ টার সময় ABCLIT and Training Institute এর সকল স্টুডেন্টসদের জন্য স্পেশাল সাপোর্টিং ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সাপোর্ট ক্লাসটি পরিচালনা করবেন সজল রোশান স্যার।
আমরা অবশ্যই সঠিক সময়ে সবাই সাপোর্টিং গ্রুপে উপস্থিত থাকবো।
ক্লাসটি জুম মিটিং এর মাধ্যমে পরিচালিত হবে।

ধন্যবাদ।



Address

Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sathe Akter Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share