22/07/2025
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের ভাঙচুর; লাঠিচার্জ-টিয়ার শেল | Secretariat Vandalism & Protest | #শিক্ষার্থীআন্দোলন #সচিবালয়
শোকের মাঝে তুলকালাম কাণ্ড ঘটেছে সচিবালয় এলাকায়। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এসময় ভাঙচুর করা হয় বেশ কটি গাড়ি। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর ক'জন সদস্যও। সচিবালয়ের বাইরেও ধাওয়া পাল্টা হয়েছে দু'পক্ষের। যৌক্তিক দাবি না মানা পর্যন্ত ফিরে না যাওয়ার কথা বলছে বিক্ষোভকারীরা। প্রত্যাহার করা হয়েছে শিক্ষা সচিবকে।