Sadia Chowdhury

Sadia Chowdhury মানুষের শেষ ঠিকানা কবরস্থান!
🖤🥀🖤



___I will fulfill my dream___
❤️In Sha Allah❤️

"হাওয়ার মধ্যে আজ যেন একটুখানি গল্প লুকানো".....🍂🍃❄️
25/09/2025

"হাওয়ার মধ্যে আজ যেন একটুখানি গল্প লুকানো".....🍂🍃❄️

আলহামদুলিল্লাহ 🥰ফাইনালি, আইফোন ১৭ pro Max কিনে পেলাম🐸 ☠️
24/09/2025

আলহামদুলিল্লাহ 🥰
ফাইনালি, আইফোন ১৭ pro Max কিনে পেলাম🐸 ☠️

"রোদটা জানে, দুপুরের নীরবতা কতটা ভারি হয়"....!   #দুপুরবেলা  #একটুখানি_নিঃশব্দতা
24/09/2025

"রোদটা জানে, দুপুরের নীরবতা কতটা ভারি হয়"....!


#দুপুরবেলা #একটুখানি_নিঃশব্দতা

☕ “সকালের রোদ, কফির গন্ধ আর নিঃশব্দ বারান্দা — শান্তির সংজ্ঞা যদি কিছু হয়, তবে এটাই।” 🌿
24/09/2025

☕ “সকালের রোদ, কফির গন্ধ আর নিঃশব্দ বারান্দা — শান্তির সংজ্ঞা যদি কিছু হয়, তবে এটাই।” 🌿


"এই ড্রেসটা পরে আয়নার সামনেই থমকে গিয়েছি… ভাবলাম, তোমাদেরও থামিয়ে দেই!"🫣😎
23/09/2025

"এই ড্রেসটা পরে আয়নার সামনেই থমকে গিয়েছি… ভাবলাম, তোমাদেরও থামিয়ে দেই!"🫣😎

"নীলের ছোঁয়ায় আজ একটু বেশি রাজকীয় লাগছে নিজেকে… 💙👑
22/09/2025

"নীলের ছোঁয়ায় আজ একটু বেশি রাজকীয় লাগছে নিজেকে… 💙👑

"নীরব সাজে মুখর আমি —লাল-সাদা শাড়ির ভাঁজেনিজেকে খুঁজে পাই একটু একটু করে"
20/09/2025

"নীরব সাজে মুখর আমি —
লাল-সাদা শাড়ির ভাঁজে
নিজেকে খুঁজে পাই একটু একটু করে"


___"ভোরের প্রথম আলো, শাড়ির শেষ আঁচল আর এক মুঠো কাশফুল— তাতেই তো শরৎের প্রেম জমে।"___"কুয়াশা ছুঁয়ে গেছে শাড়ির আঁচল, পা...
20/09/2025

___"ভোরের প্রথম আলো, শাড়ির শেষ আঁচল আর এক মুঠো কাশফুল— তাতেই তো শরৎের প্রেম জমে।"

___"কুয়াশা ছুঁয়ে গেছে শাড়ির আঁচল, পাশে দাঁড়িয়ে কাশফুল বলে— এই সকালটা তোমার জন্য।"

শুভ সকাল 🌻

“অন্যের জন্য আপনার উজ্জ্বলতা কখনই ম্লান করবেন না।” –   
19/09/2025

“অন্যের জন্য আপনার উজ্জ্বলতা কখনই ম্লান করবেন না।” –


"অন্যদের ভীড়ে নিজেকে হারানোর চেয়ে, একা থাকা অনেক শান্তির।" 🖤❤️‍🩹
16/09/2025

"অন্যদের ভীড়ে নিজেকে হারানোর চেয়ে, একা থাকা অনেক শান্তির।" 🖤❤️‍🩹

আজকের "মার্চ ফর" 🇵🇸✊🕋
12/04/2025

আজকের "মার্চ ফর"
🇵🇸✊🕋

📌দেখুন, আমেরিকার মিনিস্টার ডিফেন্সের এই লোকের হাতে কী লেখা আছে?..." كافر (কাফির)... এভাবেই ফ্যাশন ট্রেন্ড শুরু হতে পারে।...
11/04/2025

📌দেখুন, আমেরিকার মিনিস্টার ডিফেন্সের এই লোকের হাতে কী লেখা আছে?..." كافر (কাফির)... এভাবেই ফ্যাশন ট্রেন্ড শুরু হতে পারে।

____দা*জ্জা-লের কপালে "কা'ফির" লেখা থাকবে—এটা তার স্পষ্ট চিহ্ন। তাহলে কেন মানুষ তাকে চিনবে না বা বুঝবে না যে এটা দাজ্জাল? এর অনেকগুলো কারণ আছে। একটা হলো, দা-জ্জা*লের বিষয়ে পড়াশোনা না থাকা আর অজ্ঞ থাকা। তবে আমার মতে আরেকটা কারণ আছে, যার জন্য হালকা জানা মানুষও ধোঁকা খাবে—শুধু নিজেদের গোমরাহির কারণে।

____দা*জ্জা-লের এক চোখ পাথরের মতো থাকবে আর কপালে "কাফির" লেখা। এই ফিচারগুলো দা-জ্জা*লি এজেন্ডা মিলিয়ে ফ্যাশন ট্রেন্ডে পরিণত হতে পারে। যেমন, এক চোখে ডিজাইন শুরু হবে—চোখে লেন্স থেকে শুরু করে পরে রোবটিক বল পরা হবে। অন্ধ মানুষও তাদের অন্ধ চোখে ডিজাইন করবে। নানা ফ্যাশন কালচার চালু হবে। তখন দা-জ্জা*লের চেহারা দেখেও অনেকে ভাববে, “এটা তো চোখের বর্তমান ফ্যাশন ফলো করেছে মাত্র, দা*জ্জা*ল না।”

আবার কেউ বলবে,,,,,,,

____“এই ব্যক্তি তো কপালে ট্যাটু করেছে, কা-ফির লেখা শুধু একটা ট্যাটু। অনেকে অনেক নাম লেখে, এটাও তাই। কিছু অজ্ঞ মুসলিমকে টার্গেট করে এই ব্যক্তি হয়তো নিজের কপালে কা*ফির লিখেছে।" কেউ কেউ বলবে, “মুসলিমরা যাদের কা-ফি-র বলে, তারা তো ভালো মানুষ, দুনিয়ায় শক্তিশালী, সভ্য। মুসলিমদের ট্রল করো, সবাই নিজেদের কাফির নামে পরিচিত করো।” এভাবে ট্রেন্ড শুরু হবে—সবাই কাফির ট্যাটু করবে। কেউ হাতে, কেউ শরীরে, কেউ কপালে, কেউ অন্য নামে।

এভাবে প্রকৃত দা'জ্জা-লকে চেনা কঠিন হয়ে যাবে। তবে যারা দুয়ে দুয়ে চার মিলাতে জানে, তারা চিনবে, বুঝবে। মুমিনরা বুঝবে। তখনও হয়তো উম্মাহর কিছু লোক দা*জ্জা-লকে সাপোর্ট দিয়ে যাবে। যারা হক এর পথে আছে, তাদেরকে ভিলেন বানিয়ে ফতোয়া দিবে। আল্লাহ মাফ করুন।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share