Tales of Sadia & Shahadat

Tales of Sadia & Shahadat Assalamualaikum, Everyone. It's me , Sadia ❤️
I'm From Bangladesh 🇧🇩
Capturing smiles, creating stories. Join the adventure!
(1)

Welcome to My Page 🎬📷🎥

DM for PR, Promotion 📩

Assalamualaikum  🌸💕Good Morning Everyone 🌸💞PC 📷 : Sadia Afreen Nature Photography 🌸🍃
30/05/2025

Assalamualaikum 🌸💕

Good Morning Everyone 🌸💞

PC 📷 : Sadia Afreen
Nature Photography 🌸🍃

29/05/2025

জ্বিলহজ মাসের প্রথম ১০ দিন
কি কি আমল করবেন?! 🌸💕🌸

Love blossoms with a Gajra . 🦢💕
29/05/2025

Love blossoms with a Gajra . 🦢💕

I just wanna say , Pray for what you want as much as you want it, and trust Allah with your whole entire heart without a...
29/05/2025

I just wanna say , Pray for what you want as much as you want it, and trust Allah with your whole entire heart without a single doubt and Allah swt makes miracles happen in your life ! 🌸💕🌸

In Sha Allah 💕🌸

17/05/2025
মাঝেমাঝে ছোট একটা মুহূর্ত হৃদয়ের ভেতরটা কাঁপিয়ে দেয়…🥺❤️কাল থেকে আমার অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা।মনজুড়ে চাপ, চিন্তা,...
23/04/2025

মাঝেমাঝে ছোট একটা মুহূর্ত হৃদয়ের ভেতরটা কাঁপিয়ে দেয়…🥺❤️
কাল থেকে আমার অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা।
মনজুড়ে চাপ, চিন্তা, প্রস্তুতির টেনশন…🥺

ঠিক তখন হঠাৎ আমার বর কিছু টাকা আমার হাতে দিয়ে বললো—
"ভালো করে পরীক্ষা দাও। সাহস রেখো। কিছু খেতে মন চাইলে খেয়ো।
আর একদম চিন্তা করো না... ইন শা আল্লাহ, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে।" 💞🌸💞

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “এই টাকা হঠাৎ?”
সে শুধু মৃদু হেসে বললো,
“কাল থেকে তোমার পরীক্ষা শুরু হচ্ছে…. আমার দায়িত্ব তোমার পাশে থাকা।”
এই কথাগুলোর মাঝে যে ভালোবাসা লুকিয়ে ছিল, তা কোনো বড় উপহারের থেকেও অনেক বেশি দামী…❤️🌸

সেই মুহূর্তেই মনটা কেমন শান্ত হয়ে গেল। ❤️

কারণ আমি জানি, জীবনে এমন ভালোবাসা অনেকেই পায় না।🥺

আমার বাবা নেই আজ প্রায় এগারো বছর…
তার মৃ'ত্যুর পর জীবনটা অনেক বদলে গেছে।
কিছু খুব কাছের মানুষ,
যাদের ভাবতাম ‘আমার আপনজন’—
তারাই এক সময় এমন ভাবে দূরে ঠেলে দিলো বাবা চলে যাওয়ার পর থেকে , যেন আমার কোনো অস্তিত্বই ছিল না তাদের জীবনে ।😢❤️‍🩹
ভালোবাসা তো দূরের কথা, তারা অবহেলা করেছে, অপমান করেছে সবসময় …
আমাকে, আমার মাকে!
কখনও আড়ালে, কখনও প্রকাশ্যে—আমাদের “দায়” মনে করেছে।
তাদের আচরণে বারবার বুঝে গেছি, মানুষ ‘দুঃসময়ে’ পাশে দাঁড়ায় না—তা সে যতই ‘আপন’ হোক না কেন।🥺😢

একসময় যাদের আমার মতো একই কষ্ট দিয়েছে তারা, আবার এখন যেয়ে তাদেরই মিথ্যে স্বান্তনার বাণী শোনায় তারা!
এই দুনিয়া বড়োই অদ্ভুৎ! ❤️‍🩹

বাবা যখন চলে গেলেন, আমি তখন মাত্র ক্লাস ৯ এ পড়ি, মানে আমার এস.এস.সি এর সময়ও আমি আমার বাবাকে পাইনি, ❤️‍🩹💔
ঠিক সেই সময় থেকে আমার মা আমাকে আগলে রেখেছেন, আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন সবসময় ,

আর এখন আমার এই প্রিয় মানুষটা, আমার বর, আমার জীবনের আশ্রয় হয়ে উঠেছে…আমার জীবনের সাহস হয়ে দাঁড়িয়েছে।
শুধু ভালোবাসে না,
আমাকে বোঝে, আগলে রাখে, সাহস দেয়।
শূন্যতার জায়গায় জোড়ালো ভাবে দাঁড়ায়।🌸💕

হে আল্লাহ, আমার এই মানুষটাকে তুমি সুস্থ রাখো, শান্তিতে রাখো।
তার জীবনে কোনো কষ্ট দিও না।
তার ভালোবাসায় আমি প্রতিদিন একটু একটু করে বেঁচে উঠি—এই মানুষটা যেন আমার জীবনের শেষ আশ্রয় হয়…

আমিন।🌸💕💞💕🌸

---

আজ রাতে হঠাৎ কলিং বেলটা বাজলো। দরজা খুলতেই দেখি…তিনি দাঁড়িয়ে আছেন , বিশাল এক ফুলের তোড়া দিয়ে মুখ আড়াল করে রেখেছে—তার চোখ...
14/04/2025

আজ রাতে হঠাৎ কলিং বেলটা বাজলো। দরজা খুলতেই দেখি…
তিনি দাঁড়িয়ে আছেন ,
বিশাল এক ফুলের তোড়া দিয়ে মুখ আড়াল করে রেখেছে—
তার চোখে একরাশ প্রশ্রয়, ভেতরে লুকানো এক অনুশোচনাবোধের কোমল প্রকাশ। 🥺❤️
আমি হতবাক। ✨💞
সেই তোড়াটায় শুধু ফুল ছিল না, ছিল তার না বলা যত্ন, তার নীরব অনুশোচনা, তার নিঃশব্দ ভালোবাসা। ❤️🌸✨

আজকে আবার তার অফিসিয়াল (থানার) প্রোগ্রামও ছিলো, আমাকে আগেই বলেছিলো ফিরতে বেশ রাত হবে,
রাতে ডিনার করেই ফিরবে। 🥺

এরপর যখন দরজা খুললাম, দেখি ফুলের তোড়ার সাথে তিনি আমার জন্য রাতের খাবারও নিয়ে এসেছে!!!
রাতের অফিসিয়াল (থানার) ডিনার প্রোগ্রামে নিজে যা খেয়েছে আমার জন্যও তা-ই পার্সেল করে নিয়ে এসেছে । ❤️🌸

আমি সত্যিই অনেক বেশি অবাক হয়েছি!
আমি কেবল অনুভব করলাম—যে মানুষটা দিনের শেষে এমন নিঃশব্দ ভালোবাসা নিয়ে ফিরে আসে, তার প্রতি কৃতজ্ঞতা কোনো শব্দে প্রকাশ করা যায় না।💞✨

আজকাল আমি খুব ছোট ছোট বিষয়েও খুব অভিমান করছি, অকারণেই রেগে যাচ্ছি... 😢🥺
তবুও আমি জানি, চুপচাপ আমাকে সহ্য করে যাওয়ার জন্য আমার পাশে এই মানুষ টা আছে, আলহামদুলিল্লাহ ❤️✨
আজ আবারও অনুভব করলাম—আমি ভালোবাসা পেয়েছি। নিঃশর্ত, নিঃশব্দ, গভীর ভালোবাসা। ❤️
এই ভালোবাসা আমার আশ্রয়।
এই মানুষটা আমার শান্তি। 💞✨💞

আলহামদুলিল্লাহ ❤️
আলহামদুলিল্লাহ ❤️
আলহামদুলিল্লাহ ❤️

Please Say Masha Allah 💞✨

যার প্রতি একবার ভালোবাসা সৃষ্টি হয়,তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায়! 🖤🌸
25/03/2025

যার প্রতি একবার ভালোবাসা সৃষ্টি হয়,
তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায়! 🖤🌸

🎉 Facebook recognised me as a top rising creator this week!
24/03/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

24/03/2025

আড়ং এর জামাগুলো দেখলে মনে হয় কেউ ৬ মাস ইউজ করার পর, ধুয়ে আবার সেগুলো বিক্রি করতে দিছে 🙄😐🤣

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
22/03/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Elephant Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales of Sadia & Shahadat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tales of Sadia & Shahadat:

Share