Mayeh

Mayeh I just want relax writing

03/09/2023

#আলারিয়াম

রাশিয়ার দক্ষিণ - পশ্চিমের সাইবেরিয়া অঞ্চলের এক শহর আবাকাস ।
গোড়ার দিকে এই অঞ্চলটির আরও দক্ষিনে ছিল পদচিহ্ন বিহীন এটি ছিল সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিক জরিপ দলের একটি লিংক যেখান থেকে তারা ১৯৭৮ সালে একটি পূর্ণ কুটির খুঁজে পান ।
যা হোক তারা তাদের প্রচেষ্টায় সাফল্য অর্জন করে ফিরেছেন কুটিরের রহস্য ভেদের মাধ্যমে । এরই ধারাাহিকতায় বহমান
প্রায় 'সাড়ে তিনশ' বছর আগে রাশান অর্থডক্স খ্রিস্ট ধর্ম থেকে একটি গোঁড়া ধারা বেরিয়ে গিয়ে প্রচলন ঘটায় ভিন্ন এক নতুন ধারার । এরই ধারাাহিকতায় পূর্ব রাশিয়ার লাইকভ গ্রামটি ছিল অনিন্দ্য সুন্দর্যের অধিকারিণী ।
১২৩৪ সালে এই অঞ্চলটির শুভ্রতা ছিল অলৌকিক
আলোকোজ্জ্বল। হঠাৎ এমন একটি ঘটনা ঘটে গেল যারপরান অঞ্চলটির ভেতর নেমে এলো ঘোর অমানিশা। ১২৩৫ সালে পুরো গ্রামটি ছেয়ে গেল ঘন তুষারের আবরণে অঞ্চলটি পরিণত হলো যেন এক তুষার অরণ্যে । কি এমন হয়েছিল এই অনিন্দ্য সন্দুর গ্রামটিতে ?


১২২৩ ' একাদেমগুরদক -----
রাজা নিকোলাস একাদেমগুরোদক নামের এই বৃহৎ অঞ্চলটির একমাত্র শাসক । তিনি একজন প্রকৃতি প্রেমিক বটে। তার রাজ্যের অবস্থান টাই যে এমন একটা ঐশ্বরিক প্রাকৃতিক পরিবেশের সাথে যুক্ত । রাজা নিকোলাস অত্যন্ত রুষ্ঠো সভাবের না হলেও তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর এবং কঠোর ব্যাক্তিত্বের । মূলত তার সাম্রাজ্যের অস্থিরতার সৃষ্টি তিনি কোনো কালেই বরখাস্ত করবার নন কিন্তু কি আর সব কিছু বরখাস্ত করা না করার প্রেক্ষিতে হবে ? তার সুশৃঙ্খল রাজ্যের শৃঙ্খলা ভঙ্গের জন্য শতাধিক সম্রাট ও রাজা গণ চেষ্টায় ব্যার্থ হয়েছেন এর ইতিহাস বহুল দৃষ্টান্তই।
রাজা নিকোলাস এর একমাত্র সহধর্মিণী রানী আলেকজান্দ্রিয়া ছিলেন অত্যন্ত রূপসী । মূলত তিনি ছিলেন রাজা নিকোলাস এর একমাত্র আবেগ যার উপস্থিতি এই গম্ভীর রাজার বক্ষস্তলে শীতলতার সৃষ্টি করত অবিরাম । কিন্তু রাজা নিকোলাস এর মনের ভয়ঙ্কর অস্থিরতা সৃষ্টি হয় তখন যখন তার প্রিয়সীনি গুরুতর ভাবে কিছুটা অসুস্থ হন । রানী আলেকজান্দ্রিয়া সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেনো তার একটা ঐশ্বরিক সন্তান হয় আর মনে প্রাণে চাইতেন নিজের ভিতর বহমান সত্তা টা কোনো প্রকারান্তরে ও তার সন্তানের না হোক তিনি তো চান তার সন্তান হবে সূর্যের কিরণের ন্যায় আলোকোজ্জ্বল যেনো তার আঁখি জোড়া হতে শুভ্রতার দ্যুতি ছড়িয়ে আলোকিত হবে চারিপাশ এমনই এক চিন্তা রানী পুষণ করতেন আপন মনে । আজ ছিল তার সেই অলৌকিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে তার প্রসব বেদনার চিৎকার যে এত ভয়ানক তা রাজা নিকোলাস এর অন্তঃকরণ ভয়ানক ভাবে কাপিয়ে তুলছে । কিছু সময় পরেই একটি ছোট বাচ্চার মিষ্টি চিৎকারের আওয়াজ শুনা যায় যারপরান রাজা নিকোলাস দ্রুত ধাত্রী কক্ষের ভিতরে প্রবেশ করেন এবং তার চোখ জোড়া শীতল হয়ে উঠে এ ভয়ানক দৃশ্য রাজা নিকোলাস কে মুহূর্তেই করে তুললো হিংস্র জানোয়ারের ন্যায়।

রাজা নিকোলাস শশব্ধে ভয়ানক গর্জন করে উঠলেন -----
আলেকজান্দ্রিয়াআআআআআআহ !

Note ( কার্টেসি ছাড়া কপি করতে দয়া করে যাবেননা । অনুরুধ করলাম ।পরবর্তীতে এর অবাধ্য হলে কঠোর পদ্ধতি অবলম্বন করতে হবে নাহয় আমার 🫡)

নোট:এটা আমার লেখা প্রথম একটি উপন্যাস জানিনা কেমন লাগবে কার কাছে তবে আমি একগ্রতা সরুপ নিজের মন ছাড়া কোনও কিছুই পরুয়া করি না ) আমি এই গল্পটার পরবর্তী পর্ব এখন থেকে ৫ টি মাস অতিবাহিত হওয়ার আগে লিখতে পারবো না আজ লিখলাম কারণ মন এই উপন্যাস টা লেখার জন্য ভয়ানক ভাবে অস্থির হয়ে পড়েছে । ভালো থাকবেন সবাই । আসসালামুয়ালাইকুম

02/09/2023

Can i write something whale 🫣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mayeh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share