Freelancer Couple

Freelancer Couple Join our couple freelancing journey for work-life balance tips and insights Thank you for joining us!

Welcome to Couple Freelancer, a page dedicated to sharing our journey as a couple who freelances. We believe that working together as a team can bring many benefits, from increased productivity to a more balanced lifestyle. On this page, we'll share tips and insights on how to navigate the freelancing world as a couple, including how to balance work and personal life, find new clients, and stay mo

tivated. We hope our journey inspires you to pursue your own freelancing dreams as a couple or as an individual.

15/05/2023

চেষ্টা করিলেই যে সব সময় সিদ্ধি লাভ হয় তাহা না হইতেও পারে, কিন্তু চেষ্টা না করিয়া যে ব্যর্থতা তাহা পাপ, তাহা কলঙ্ক। – রবীন্দ্রনাথ ঠাকুর

দুইটা কথা মনে রাখবেন১. সিদ্ধান্ত + ফোকাস + সিদ্ধান্তে অটল + স্কিল+ বুদ্ধি + শ্রম + ধৈর্য + আরও ধৈর্য + লাক = সফলতা২. কনফ...
13/05/2023

দুইটা কথা মনে রাখবেন
১. সিদ্ধান্ত + ফোকাস + সিদ্ধান্তে অটল + স্কিল+ বুদ্ধি + শ্রম + ধৈর্য + আরও ধৈর্য + লাক = সফলতা
২. কনফিউশন + ডিস্ট্রাকশন + কম স্কিল + ভয় + অলসতা + আগামীকাল + একটু পরে + অজুহাত = ব্যর্থতা

ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের জীবনে। যার পিছনে সবাই ছুটে চলে। বিভিন্ন পন্থায় মানুষ তার ক্যারিয়ার গড়ার লক্...
12/05/2023

ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের জীবনে। যার পিছনে সবাই ছুটে চলে। বিভিন্ন পন্থায় মানুষ তার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কাজ করে যায়। চলুন এ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নেই।

১. যেকোনো পরিস্থিতিতে শেখার আগ্রহ থাকতে হবে।
২. শুনুন, জিজ্ঞাসা করুন এবং শিখুন।
৩. বর্তমান কাজকে মূল্যায়ন করুন।
৪. ক্যারিয়ার ওরিয়ন্টেড মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন।
৫. কাজকে গ্রহণ করুন।
৬. আপনার কাজ সম্পর্কে নিশ্চিত হোন।
৭. নিজেকে প্রস্তুত করুন।
৮. নমনীয় হোন।
৯. রাগকে নিয়ন্ত্রণ করুন।
১০. সময় সচেতন হোন।

12/05/2023

ব্যর্থতা নিচে পড়ে যাওয়া নয় বরং উঠতে অস্বীকার করা।” -চীনা প্রবাদ

10/05/2023

“বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে।”

বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অবস্থা অনেকটা এরকম। সুতরাং আপনি যদি স্পেসিফিক কোন স্কিলে হাইলি স্কিল্ড না হন তাহলে...
07/05/2023

বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অবস্থা অনেকটা এরকম। সুতরাং আপনি যদি স্পেসিফিক কোন স্কিলে হাইলি স্কিল্ড না হন তাহলে আপনাকেও সেলারদের ভিড়ে হারিয়ে যেতে হবে

06/05/2023

ধরুন আমি ঠিক করলাম আমি এভারেস্ট জয় করতে চাই।

কিন্তু আমি জীবনে কোনদিন পাহাড়ে উঠি নি।

এভারেস্ট কোন দেশে এটাও আমি জানি না।

এখন আমার কি আজকে থেকে টেনশন শুরু করা উচিত যে এভারেস্ট এর লাস্ট ১ মাইলে যে অনেক মানুষ মারা যায় - ঐ মাইল টায় না মরে যেয়ে কিভাবে আমি চূড়ায় উঠবো?

না!

কারণ এটা অনেক পরের একটা স্টেপ।

এই স্টেপ নিয়ে এখন ভেবে কোন লাভ নাই - খামাখা সময় নষ্ট।

এই ট্র্যাপ টায় আমরা অনেকে পড়ে যাই।

একজন ধরুন এসইও শিখে ১ হাজার ডলার ও আয় করে নি - তার চিন্তায় ঘুম হয় না এসইও এর ভবিষ্যৎ কি তা নিয়ে।

একজন গ্রাফিক ডিজাইন শিখছে - এখনো হাত কাঁপে কিছু করতে গেলে - সে সারাদিন কাজ না শিখে বসে বসে চিন্তা করে এ আই আসলে কি হবে!

আপনার ইমিডিয়েট ৩-৪ টা হার্ডেল / স্টেপ বাদ দিয়ে - অনেক দূরের প্রব্লেম এর কথা আগেই ভাবা শুরু করা কোন কাজের বিষয় না।

আপনি যখন একচুয়ালি ঐ প্রব্লেম পর্যন্ত যাবেন, ততদিন এ আপনার স্কিল + দুনিয়ার অবস্থা + মার্কেট সব অনেক বদলে যাবে এবং আজকের ভেবে রাখা সলিউশন তখন কাজ না করার চান্স ই বেশি।

এটা করা যাবে না :)

এবং আরেকটা জিনিস করা যাবে না তা হল চিন্তা করা বা প্ল্যান করা টাকে একটা এচিভমেন্ট ভাবা।

এগুলা কুইক ডোপামিন রিলিজ এর কাজ কর্ম।

যে কারণে একটা ২ ঘণ্টার মোটিভেশনাল ভিডিও দেখা আসলে কোন কাজ না - এক ই কারণে একটা ৫০ স্টেপ এর প্ল্যান সাজানো আসলে কোন কাজ না।

কাজ হবে তখন যখন আপনি ঐ ৫০ স্টেপ এর স্টেপ ১ টা শুরু করবেন।

তার আগ পর্যন্ত সব ই নিজের সাথে নিজের ঢং :(

©️ Khalid Farhan

06/05/2023

“Success usually comes to those who are too busy looking for it.” — Henry David Thoreau

Programmers Environments 👨‍💻<                               />
05/05/2023

Programmers Environments 👨‍💻
<

/
>

05/05/2023

“Learn as if you will live forever, live like you will die tomorrow.”

03/05/2023

“It is never too late to be what you might have been.” —

01/05/2023

প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Couple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share