Md Lablu Hossain627

Md Lablu Hossain627 I am Md Lablu Hossain. I am a professional digital Marketor.

25/12/2023

কাউকে ডেডিকেট করে বলা হয়নি তবে কথাগুলি যেই লিখেছে জাস্ট ওয়াও। পোস্টটি সংগৃহীত....

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।

*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।

*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষ/ত করেছে।

*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।

*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।

*যদি দেখেন আপনাদের সাথে খা/রাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খা/রাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।

Post collected...

24/12/2023

একবার ইমাম শাফেয়ী (রহ.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, 'কী কী কারণে মানুষ তার সম্মান হারায়?' ইমাম শাফেয়ী বলেন, তিন কারণে মানুষ নিজের সম্মান হারায়-
১) অতিরিক্ত কথা বলার কারণে
২) মানুষের গোপন বিষয় ফাঁস করার কারণে
৩) যার তার ওপর আশা, ভরসা করার কারণে
সূত্র: আল-ইনতিকা, ইবনু আব্দিল বার্‌, পৃঃ ১৫৯

13/12/2023

ইসলামের মহান বিধানে হতাশা-দুঃশ্চিন্তার কোন স্থান নেই। হতাশা, দুঃশ্চিন্তা, নিরাশা, লোভ, লালসা ইসলাম গ্রহন করে না। কারন আমার একমাত্র ভরসা ও শ্রেষ্ঠ অভিভাবক আমার আল্লাহ। আত্নতৃপ্তি-আত্নপুজা পরিহার করে মনের মাঝে ইসলামের আকীদা আনতে পারলে সেই মনে দুঃশ্চিন্তা বাসা বানাতে পারেনা।

তাই আল্লাহর আনুগত্যকারী আর রাসুল সাঃ এর অনুসারী মন কখনো দুঃশ্চিন্তাগ্রস্থ হবে না। দুনিয়া থেকে না পাওয়ার কোনো ব্যথা আসলে আমাদের উচিত নিচের দিকে তাকানো। আমাদের ভাবা উচিত- আমি যা পেয়েছি অনেকে তাও পায় নাই। আর আখিরাতের পানে তাকিয়ে আমাদের এটাও ভাবা উচিত- আমি শুধু পিছিয়েই আছি, অনেকে আমার চেয়ে বেশি আমল করে আখিরাতের সফলতা অর্জনের পথে এগিয়ে আছে।

তাই হতাশা-দুঃশ্চিন্তা নয়, আসুন আমরা সকল বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তকদিরে বিশ্বাস করি আর মহান রবের কাছে প্রার্থনা করি- ওগো আল্লাহ !
তুমি দয়া করে আমাকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও।

01/12/2023

"মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে।
আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু ও নষ্ট করে ফেলে।

আসলে মানুষ জানেই না ! যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায়,
সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে বিদায়। যে কোনো বৈধ অবস্থায় আল্লাহ্কে ভয় করে সন্তুষ্টি থাকার মধ্যে ই প্রকৃত অর্থে সুখ রয়েছে। "-----

29/11/2023

হৃদয়কে স্পর্শ করা একটি ঘটনা :::=
--" অমি যখন ছোট ছিলাম আমার মনে আছে মা'কে সারাদিন সংসারের কাজ করতে দেখতাম । মা রান্না সহ সংসারের প্রায় সব কাজই নিজ হাতে করতেন । একদিন রাতে মা রান্না করে রাতের খাবার হিসেবে একটি প্লেট বাবা'র হাতে তুলে দিলেন , যাতে ছিলো কিছু সবজী এবং পুড়ে গিয়ে শক্ত হয়ে যাওয়া রুটি । আমি ভাবছিলাম এই পুড়া রুটির ব্যাপারে মাকে কেউ জানাক যে সেটা খাওয়ার অনুপোযোগী । কিন্তু বাবা সেই পুড়া রুটি চাবাতে চাবাতে আমাকে জিগ্যেস করলেন ,আমার ক্লাসে পড়াশোনা কেমন চলছে । আমি কী উত্তর দিয়েছিলাম আমার মনে নাই , তবে মা পুড়া রুটির জন্য বাবার কাছে এসে দু:খ প্রকাশ করে যা বলেছিলেন সেটা মনে আছে – মা বলেছিলেন আজ হটাৎ করে রুটি করতে গিয়ে কিছুটা পুড়ে গেছে একটু কষ্ট করে খাও - । আমি কখনই ভুলবো না বাবার সেই উত্তর ," Honey , I Like burnt ruti " - - ঠিক আছে আমি পুড়া রুটি বেশ পছন্দ করি বলে - বাবা তৃপ্তির সাথেই যেন খেলেন । রাতে ঘুমাতে যাবার আগে আমি বাবার গালে চুমো দিয়ে জিগ্যেস করেছিলাম' তুমি কী সত্যিই পুড়া রুটি পছন্দ করো?" বাবা আমাকে দুষ্টামির ঘুশি মেরে বললেন,' " তোমার মা সারাদিন কতই না পরিশ্র্রম করে, কখনো কখনো ক্লান্ত হয়ে পড়েন । -- কড়া রুটি( শক্ত রুটি) কাউকে কষ্ট দেয় না কিন্তু কড়া কথা (শক্ত কথা) মানুষকে কষ্ট দেয়" ।।--
এপিজে আব্দুল কালাম তার ছোটবেলার জীবনী লিখতে গিয়ে কথাগুলো বলেছিলেন। আমার মনে আছে ৮/১০ বছর আগে আমি যখন তাঁর এই লিখাটি পড়তে গিয়ে মনের অজান্তে আপ্লুত হয়েছিলাম । তখন মনে হলো আদর্শ বাবার সন্তান এমন আদর্শ মানুষ হবেন এটিই স্বাভাবিক তাই তো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের তিনি সুন্দর মানুষ হবার অনুপ্রেরনা জুগিয়েছেন । তাঁর বাবা জয়নুল-আবেদিন সহজ সরল সাধারন জীবন যাপন করতেন। সৎমুসলিম পরিবারে তারা বেড়ে উঠেছিলেন। এত বড় পরিবার চালাতে খুব কষ্ট হতো তার বাবার ফলে ছোট বেলায় এপিজে আব্দুল কালাম সংবাদ পত্র বিক্রি করে বাবাকে সাহায্য করতেন । ---সৎ পিতা মাতা ও পরিবার থেকে সৎ সন্তান হবেন এটাই স্বাভাবিক ।---
একটি হাদিস মনে পড়লো- হজরত আবু হুরায়রা রা: থেকে বর্নিত- রাসূল সা: বলেছেন, ‘তোমার সম্পদ দিয়ে কখনোই তুমি মানুষকে সন্তুষ্ট করতে পারবে না বরং তোমার প্রফুল্ল চেহারা ও উত্তম চরিত্রের মাধ্যমেই তুমি তাদের সন্তুষ্ট করতে পারবে।’----
সবার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা ---

29/11/2023

অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো”– বুখারী

27/11/2023

আস্থা ও বিশ্বাস অর্জন করতে হয় কর্ম সম্পাদনের মাধ্যমে; শুধু মৌখিক রসালো বুলি আওড়িয়ে নয়। এমন মানুষগুলোই জীবন চলার পথে আমরণ সঙ্গী হোক, যারা হবে নির্ভরতার এক-একটা স্তম্ভ।

26/11/2023

▪️তিনটি জিনিস একবারই আসে -
১. মাতা-পিতা
২. সৌন্দর্য্য
৩. যৌবন

▪️তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না -
১. ব°ন্দুকের গু%লি
২. কথা
৩. রূহ

▪️তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে -
১. সু-সন্তান
২. সদকা
৩. ইলম

▪️তিনটি জিনিস সম্মান নষ্ট করে -
১. চুরি
২. চোগল খুরী
৩. মিথ্যা

▪️তিনটি জিনিস পেরেশানিতে রাখে -
১. হিংসা
২. অভাব
৩. সন্দেহ

▪️তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো -
১. উপদেশ
২. উপকার
৩. মৃত্যু

▪️তিনটি জিনিসকে আয়ত্বে রেখো -
১. রাগ
২. জিহবা
৩. অন্তর

▪️তিনটি জিনিস অভ্যাস কর -
১. সালাত
২. সত্য বলা
৩. হালাল রিযিক

▪️তিনটি জিনিস থেকে দূরে থেকো -
১. মিথ্যা
২. অহংকার
৩. অভিশাপ

▪️তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার কর -
১. কলম
২. কসম
৩. কদম

আল্লাহ তায়ালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তওফিক দান করুন। আমিন।

25/11/2023

একজন যুবক সাহাবী ফজরের নামাজ শেষে উপার্জন শুরু করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দারসে বসার, ইলম অর্জনের এতো সময় পেতেন না।
বাকি সাহাবী ঐ যুবক সাহাবীর জন্য আফসোস করে বললেন, "ইশ! সে যদি তার যৌবন ও কর্মতৎপরতা আল্লাহর রাস্তায় ব্যয় করতো!"
রাসূলুল্লাহ সা. তাঁর সাথে বসা সাহাবীদেরকে সতর্ক করে বললেন, "তোমরা এরকম বলো না। কেননা, যদি সে মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বাঁচানোর জন্য কাজকর্ম করে, তবে সে আল্লাহর রাস্তায়ই রয়েছে। আর যদি সে নিজের বৃদ্ধ পিতা-মাতা ও দুর্বল শিশুদের জন্য কাজকর্ম করে যাতে অভাবগ্রস্থ না হয়, তবুও সে আল্লাহর রাস্তায়ই রয়েছে।"
একজন মুমিনের হালাল উপার্জনের জন্য সময় দেয়াটাও 'আল্লাহর রাস্তায় সময় দেয়া'।
ঈসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি সারাক্ষণ ইবাদাত করে, কিন্তু উপার্জনের চিন্তা করে না। তিনি তাকে জিজ্ঞেস করেন, "তুমি কী কাজ করো?"
সে বললো, "আমি শুধু আল্লাহর ইবাদাতই করি।"
ঈসা আ. জিজ্ঞেস করলেন, "তোমার ভরণ-পোষণ কে করে?"
সে বললো, "আমার ভাই।"
এটা শুনে ঈসা আ. বললেন, "তাহলে তো দেখছি তোমার ভাই তোমার চেয়ে বেশি ইবাদাত করে!"
ইমাম গাযালির 'ইহইয়াউ উলুমুদ্দীন' থেক

20/11/2023

দু:খজনক হলেও সত্য সমাজে এমন কিছু মানুষ আছে --যদিও তাদের সংখ্যা কম যারা নিজেকে খুব চালাক চতুর মনে করেন সেটি ছোট বেলায় ভুল শিক্ষার কারণেই মুলতঃ তারা মনে করেন অন্যায় অবিচার, ,হত্যা করে পার পাওয়া যাবে কিন্তু মনে রাখা দরকার অহংকার, ক্ষমতার দাপট, নির্যাতনের অপর পাতায় লিখা রয়েছে নির্মম পতন ।---

যতই চালাক চতুর মনে করুক, সম্পদের পাহাড় গড়বে আর সবাইকে ম্যানেজ করে রাখবে কেউ কিছু করতে পারবেনা ; অহংকার, ক্ষমতার দাপট এমন স্থানে পৌছায় যে একসময় এদের ব্রেনের যে সব স্থানে বিচার বিবেচনা বোধ , লজ্জাবোধ, মানবিকবোধের জায়গাগুলো থাকে তা আর কাজ করেনা । ধর্মের বানী , উপদেশ, সৎকথা কোন কিছুই তাদের কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না যতক্ষন না পতন হয় ।
তাই তো আল্লাহ সূরা জিনজালে বলেন, ‘কেউ যদি বিন্দু পরিমান সৎ কাজ করে সেটা সে দেখতে পাবে তেমনি কেউ যদি বিন্দু পরিমান অসৎ কাজ করে সেটাও সে দেখতে পাবে’--।।
- সফলতা মানেই সততা - তার মানে -অসৎ মানুষ কখনো সফল হয় না-- গভীর ভাবে বুঝার ব্যাপার ।
আল্লাহ বলেন, পাপীরা কখনো সফল হয়না ( সুরা ইউনুস ৯৯ ) । -------------------
অসৎ বা পপীরা আবার সফল হয় কিভাবে - তারা কোন না কোন ভাবে মানসিক বিকারগ্রস্থ ----

পৃথিবীর যত সেরা সম্পদশালী ( ধনী )হয়েছেন তারা সততার মাধ্যমেই সফল হয়েছেন --( সফলতার মানে হলো সততার মাধ্যমে প্রাপ্তি বা লক্ষে পৌছানো সেখানে সুখানুভব থাকে , কিন্তু অসততার মাধ্যমে প্রাপ্তিকে সফলতা বলেনা তাতে সুখানুভব হয়না থাকে আপরাধ বোধ নেতিবাচক অনুভব যা ফাইনালী দুইকালেই তাকে ধ্বংসের মুখে নিয়ে যায় ) -----মানুষ সৃষ্টির সেরা ভাবতে হবে সেরা ভাবেই ----
---- কোন ভাবে অসৎ হওয়া যাবে না----সেরা জিনিস পেতে সেরা হতে হবে---
আমার প্রিয় শিক্ষার্থীদের বিষয়টি গভীর ভাবে ভাবতে অনুরোধ করবো । ----
সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ---
মো.আলমাসুর রহমান

15/11/2023

Love = Love + pain --- (ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে এটাই স্বাভাবিক কিন্তু - আমি ভালোবাসা দিলাম সে কেন দিলো না ,- যখন আশা করবো কষ্ট পাবো তখন " no expectations no disappointments".------ নি:স্বার্থ ভালোবাসায় কষ্ট থাকে না ) ।----
যেমন, দুই সমান সমান দুই হয় ঠিক তেমনি ভালোবাসা সমান সমান ভালোবাসা হবে এটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসা সমান সমান ভালোবাস না হয়ে কষ্ট তখনই হবে যখন আশা করবো । প্রতিটি মানুষের ভেতর ভালোবাসা থাকে অফুরন্ত সুতরাং যেটা দিলে শেষ হয়না সেটা দিতে কৃপনতা করা হয় কেন । -----??
বরং ভাবতে হবে ভালোবাসা আমার স্বভাব, ভালোবাসা আমার অভ্যাস আমি ভালোবাসবই, কেউ আমায় ভালোবাসুক আর নাই বাসুক এতে আমার তেমন কিছু আসে যায় না -- এমন করে ভাবতে পারলেই কষ্ট অনুভব হয় না ; Unconditional Love যিনি ধারন করতে পেরেছেন তার পক্ষে মন ভালো রেখে ভালো আচরণে কাজ করে সফলতা আর্জন করা সহজ হয়েছে ------
কেউ আমার ভালো চাক আর না চাক আমি সবার ভালো চাই। যেমন--
যে মহিলা রাসুল (সাঃ ) বাড়ীর সামনের রাস্তায় ময়লা ও কাটা ফেলে রাখতো সেই মহিলা অসুস্থ হয়ে পড়লে রাসূল ( সাঃ) তাকে দেখতে গেলেন- খোঁজ খবর নিলেন ( তার সুস্থতা কামনা করলেন) –!!!

সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা --------
ভালোবাসা অবিরাম অন্তহীন !

মো.আলমাসুর রহমান
১৫/১১/২৩

25/10/2023

প্রিয় ভাই, প্লিজ মনে রাখুন! পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দুরে থাকাই উত্তম। এরা মোনাফেক। এরা প্রকাশ্য শক্রর চাইতেও ভয়ঙ্কর।

কথা সত্যি !

Address

DIT Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801723959627

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Lablu Hossain627 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Lablu Hossain627:

Share