Amreen Jannat

Amreen Jannat Stay with us.

ভিষণ রকমের একটা দীর্ঘ শ্বাস!  ভিষণ রকমের এক একটা ভুলের আক্ষেপ! ভুলগুলো আর কখনোই শোধরানো হয়ে উঠে না......শেষ বিকেলের আর স...
10/07/2025

ভিষণ রকমের একটা দীর্ঘ শ্বাস!
ভিষণ রকমের এক একটা ভুলের আক্ষেপ!

ভুলগুলো আর কখনোই শোধরানো হয়ে উঠে না......
শেষ বিকেলের আর সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়, ব্যর্থতা আর অনেকটা অপ্রাপ্তির মাঝেই বেড়ে ওঠে আমাদের বয়স।

প্রতিটা সন্ধ্যার শুরুতে আমাদের জীবন থেকে হারিয়ে যায় একেকটি দিন! হারিয়ে যায় জীবনের একমুটো সোনালী রোদ্দুর।
নিজেকে স্বান্তনা দেই, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, আর শুধরে নিব পেছনের সব ভ্রান্তি, ভুলে যাবো সকল গ্লানিতা, ভুলে যাব জীবনের সঙ্গে জড়িত ভুল মানুষগুলোকে, হয়তো ভুলে যাই, হয়তো যাই না। সময়ের বিভ্রমে, দ্বিধার ঘোরে জেগে ওঠে আক্ষেপ! ফিরে দেখা হয় না আর শান্তির শহরটাকে।

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Highlighters Fúńńy Girl Daily Vlog 003 Amreen Jannat নব্বই দশক PAIN Tutul Mahmud True Story Daily diary of Tania Farhana Bithi angel's Bithi's Taton Tuli's Lifestyle Cloud Shop BD Phil Fraser Kajol Cox's bazar
#হৃদয়ের_লেখা #জীবনের_ছায়া #ভাঙাচোরা_মন #নিঃশব্দ_কথা #নিঃশব্দ_জীবন #বাংলা_উক্তি #জীবন

08/07/2025
🌑 কিছু কষ্ট মানুষকে বদলে দেয়...সময় কখনো শুধু ক্ষণিকের নয়, কখনো কখনো তা মানুষকে বদলে দেয় চিরকালের জন্য।এক সময় যাকে হৃদয়ের...
08/07/2025

🌑 কিছু কষ্ট মানুষকে বদলে দেয়...

সময় কখনো শুধু ক্ষণিকের নয়, কখনো কখনো তা মানুষকে বদলে দেয় চিরকালের জন্য।
এক সময় যাকে হৃদয়ের সবচেয়ে নরম জায়গায় স্থান দেওয়া হয়েছিল, একদিন তার গুরুত্বই হারিয়ে যায়।
অপেক্ষা, অভিমান—সবকিছুই হয়ে ওঠে অর্থহীন।

মানুষ তখন শিখে নেয়—
বাঁচতে হলে শক্ত হতে হয়।

অনুভূতির আঘাতে হৃদয় পাথর হয়ে যায়,
আর সেই হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না।
নিঃশব্দ, নির্বাক, নির্লিপ্ত এক জীবন এগিয়ে চলে নিজের মতো করে—
কোনো প্রতীক্ষা, কোনো অভিযোগ, কোনো প্রশ্ন ছাড়া।

তবুও জীবন থেমে থাকে না।
সে চলে... নিঃশব্দে, একাকী...
আর আমরা শিখে নিই, কেমন করে ভাঙা হৃদয় নিয়েও বাঁচতে হয়।

#হৃদয়ের_লেখা #নিঃশব্দ_কথা #ভাঙাচোরা_মন #জীবন #আবেগ #বাংলা_উক্তি #ভাঙাচোরা_মন #নিঃশব্দ_জীবন #বাংলা_উক্তি #হৃদয়ের_লেখা #জীবনের_ছায়া #একাকীত্বের
𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Highlighters Amreen Jannat নব্বই দশক Fúńńy Girl Daily Vlog 003 PAIN ইচ্ছে গুলো By Popy Tutul Mahmud Daily diary of Tania True Story angel's Bithi's Taton Farhana Bithi Cloud Shop BD Tuli's Lifestyle

🫶♥️🫶
08/07/2025

🫶♥️🫶

08/07/2025

পুং জাত কিছুতে কি আটকায়...🎭

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Highlighters PAIN Daily Vlog 003 Amreen Jannat Fúńńy Girl নব্বই দশক ইচ্ছে গুলো By Popy True Story Mahen Barman Daily diary of Tania Farhana Bithi Tutul Mahmud angel's Bithi's Taton Cloud Shop BD

07/07/2025

ইসলাম আমার তোমার শান্তির নীড়।
𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Highlighters Amreen Jannat Daily Vlog 003 নব্বই দশক Fúńńy Girl ইচ্ছে গুলো By Popy PAIN Mahen Barman Tutul Mahmud True Story Nasrin Mou Farhana Bithi

05/07/2025

নির্দিষ্ট একটা সময়ের পর মানুষ মানুষের থেকে দূরে ছুটে বেড়ায়... # Highlighters 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Amreen Jannat নব্বই দশক Daily Vlog 003 Fúńńy Girl PAIN Tutul Mahmud Mahen Barman angel's Daily diary of Tania ইচ্ছে গুলো By Popy True Story

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে  মুভিটা আ...
05/08/2023

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।
"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।
বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।
হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,
কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...
ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।
এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।
জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amreen Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amreen Jannat:

Share