Amreen Jannat

Amreen Jannat Stay with us.

Shout out to my newest followers! Excited to have you onboard! Milan Hajra, Md Jakir Hossain, MD Omur Faruk, Radha Rani ...
18/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Milan Hajra, Md Jakir Hossain, MD Omur Faruk, Radha Rani Saha, Popy Mallick, রং তুলি, মোঃ খায়ের হোসেন ভাই, Sham Ohara, Tamim Khan, Sk Sagor, Sujeet Hajong, Masum Islam, হুমায়ুন শিল্পী

"কেউ কারো আপন নয়, এমন কি নিজের রক্ত ও একদিন পর এর মতন ব্যাবহার করতে শুরু করে তখন নিজের জন্য  একাকীত্ব ই সই "
09/10/2025

"কেউ কারো আপন নয়, এমন কি নিজের রক্ত ও একদিন পর এর মতন ব্যাবহার করতে শুরু করে তখন নিজের জন্য একাকীত্ব ই সই "


তোমরা কি কেউ জানো কিভাবে আয়ুষ্কালের সকল মায়া থেকে মুক্তি পেতে হয়.....
06/10/2025

তোমরা কি কেউ জানো কিভাবে আয়ুষ্কালের সকল মায়া থেকে মুক্তি পেতে হয়.....


🎅 আপনার পার্টনার একজন লয়াল পার্টনার নাকি.............. ১২-ভল্টেজ?🧞‍♀️ ডার্ক সাইকোলজি অনুযায়ী মানুষ যতই মুখে বলুক তুমি ছ...
06/10/2025

🎅 আপনার পার্টনার একজন লয়াল পার্টনার নাকি.............. ১২-ভল্টেজ?

🧞‍♀️ ডার্ক সাইকোলজি অনুযায়ী মানুষ যতই মুখে বলুক তুমি ছাড়া বাঁচবো না, তুমিই আমার সব, কিন্তু আসল সত্য লুকিয়ে থাকে তার আচরণের ভেতরে। আসলে কারো কথার দ্বারা লয়্যালিটি প্রমাণ হয় না, সেটা ধরা যায় তার ছোট ছোট মুভমেন্ট, রিঅ্যাকশন আর অজান্তে ফেলে দেওয়া সিগন্যাল থেকে। যেমন:

🌶️ কনসিসটেন্সি নাকি কনভিনিয়েন্স?
সে কি সবসময় আপনার খোঁজ নেয়, নাকি শুধু তার সুবিধার সময় খুঁজে? সে নয়াল হলে আপনাকে ছাড়া কিছু বুঝবে না সব সময় আপনার সাথে কথা বলতে চাইবে সে নিজেও যদি ব্যস্ত থাকে তারপরও আপনার খবর নেবে। Loyal পার্টনার কেবল ফ্রি-টাইমে নয়, ব্যস্ত সময়েও খোঁজ নেবে। অসুবিধা হলে যে পাশে দাঁড়ায়, সেই আসল।

🌶️ আপনার কষ্টে তার রিঅ্যাকশন।
আপনি মন খারাপ করলে সে কি বলে? এত ড্রামা কইরো না, ঠিক হয়ে যাবে। এসব বলে কেটে পড়ে নাকি সত্যিই থামে, আপনাকে শোনে, বুঝে? রিসার্চ অনুযায়ী, যে আপনার দুঃখে কান দেয়, তার মস্তিষ্কে অক্সিটোসিন রেসপন্স অ্যাক্টিভ হয়। মানে সে সত্যি আপনার প্রতি invested, যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে, আপনার সমস্যাকে সে নিজের সমস্যা মনে করবে। এবং সমাধান করার চেষ্টা করবে।

🌶️ বন্ধুদের সামনে আপনার অবস্থান।
তার বন্ধুদের সামনে কি আপনাকে Proudly ইন্ট্রোডিউস করে? নাকি পাশ কাটিয়ে যায়, নাকি এমন ভান করে যেন আপনি শুধু “বন্ধু”? যে আপনাকে লুকায়, সে অপশন খোলা রাখছে। Loyal পার্টনার আপনাকে নিজের Achievement-এর মতো দেখায়, কারো কাছ থেকে লুকিয়ে রাখে না। বরং সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর এতেই বোঝা যায় সে আপনার প্রতি সিরিয়াস।

🌶️ মাইক্রো এক্সপ্রেশন টেস্ট।
একদিন হঠাৎ জিজ্ঞেস করুন: আমি যদি হঠাৎ হারিয়ে যাই, তুমি কি আমায় মিস করবে? খেয়াল করুন তার চোখ, ঠোঁট, মুখভঙ্গি।
তার মাঝে এক সেকেন্ডের ভেতর অস্বস্তি আসলে সেটা আসল অনুভূতি। বেশি হাসাহাসি বা ফেক রিল্যাক্সড রিঅ্যাকশন মানে সে আপনার সাথে গেম খেলছে। মাইক্রো এক্সপ্রেশন কখনো মিথ্যা বলে না।

🌶️ টেম্পটেশন রেসপন্স।
অন্য কোনো আকর্ষণীয় মানুষ সামনে এলে সে কি করে? Loyal পার্টনার হয়ত খেয়াল করে, কিন্তু হাইপার হয় না। Disloyal পার্টনার ওই মুহূর্তে আপনাকে “invisible” বানিয়ে ফেলে। ওই দিকে মনযোগ দেয়।

🚫 পার্টনারের লয়্যালিটি বুঝতে চাইলে শুধু মিষ্টি কথা না শুনে......
তার প্যাটার্ন, রিঅ্যাকশন আর মাইক্রো বিহেভিয়ার লক্ষ্য করুন। সম্পর্ক হলো স্টক মার্কেটের মতো যার ইনভেস্টমেন্ট লং টার্ম, তার লয়্যালিটি প্রমাণের জন্য আলাদা শপথনামা লাগে না।
তার নিখুঁত নাটকনামা ই বলে দিবে সে লয়্যাল নাকি ভন্ডপীড় ☠️





🌿 লুমাযাহ  হুমাযাহ কি?⁉️স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।স্বামী...
03/10/2025

🌿 লুমাযাহ হুমাযাহ কি?⁉️

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে_____
**নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।**

— এ হচ্ছে #লুমাযাহ।
> এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
> কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
> সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
> এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

এদের জিভ হচ্ছে একটা #ধারালো_অস্ত্র।
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।
..
আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”

আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না?”

মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”

আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন বিষণ্ণতায় ভুগলেন আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না? এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”

—সেই আত্মীয় হচ্ছে #হুমাযাহ।
> এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।
> এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
..
হুমাযাতিল লুমাযাহ হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
• এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাজাতিল লুমা যাহ।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
#আল্লাহুম্মাগ ফিরলী।

লাল গোলাপ 🌹🌹
16/09/2025

লাল গোলাপ 🌹🌹

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে  মুভিটা আ...
05/08/2023

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।
"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।
বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।
হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,
কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...
ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।
এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।
জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Amreen Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amreen Jannat:

Share