
10/07/2025
ভিষণ রকমের একটা দীর্ঘ শ্বাস!
ভিষণ রকমের এক একটা ভুলের আক্ষেপ!
ভুলগুলো আর কখনোই শোধরানো হয়ে উঠে না......
শেষ বিকেলের আর সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়, ব্যর্থতা আর অনেকটা অপ্রাপ্তির মাঝেই বেড়ে ওঠে আমাদের বয়স।
প্রতিটা সন্ধ্যার শুরুতে আমাদের জীবন থেকে হারিয়ে যায় একেকটি দিন! হারিয়ে যায় জীবনের একমুটো সোনালী রোদ্দুর।
নিজেকে স্বান্তনা দেই, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, আর শুধরে নিব পেছনের সব ভ্রান্তি, ভুলে যাবো সকল গ্লানিতা, ভুলে যাব জীবনের সঙ্গে জড়িত ভুল মানুষগুলোকে, হয়তো ভুলে যাই, হয়তো যাই না। সময়ের বিভ্রমে, দ্বিধার ঘোরে জেগে ওঠে আক্ষেপ! ফিরে দেখা হয় না আর শান্তির শহরটাকে।
𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Collected Highlighters Fúńńy Girl Daily Vlog 003 Amreen Jannat নব্বই দশক PAIN Tutul Mahmud True Story Daily diary of Tania Farhana Bithi angel's Bithi's Taton Tuli's Lifestyle Cloud Shop BD Phil Fraser Kajol Cox's bazar
#হৃদয়ের_লেখা #জীবনের_ছায়া #ভাঙাচোরা_মন #নিঃশব্দ_কথা #নিঃশব্দ_জীবন #বাংলা_উক্তি #জীবন