Bangladesh Navy College Dhaka

Bangladesh Navy College Dhaka সুশিক্ষা, ন্যায়, উন্নয়ন।

19/09/2024

২৪ এর স্বাধীনতায় শহিদ:
ঢাবি: ০
জাবি: ০
অন্যান্য ভার্সিটি: ৫০+

২৪ এর স্বাধীনতা পেয়ে করা খু/ন:
ঢাবি: ১
জাবি: ১
অন্যান্য ভার্সিটি: ০

19/09/2024

মানুষের মধ্যে থেকে বিবেক, মনুষ্যত্ববোধ, সদআচরণ হারিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোয়ে গণপিটুনিতে মানুষ মারা হচ্ছে, রাস্তায় মারা হচ্ছে, আইনেরলোক কাজ করছে না। আজকে রাত ৮ টা ৪০ এর দিকে, মিরপুর-১১ এর পুরবিতে একজনকে চোর বলে ধরছে সাধারণ মানুষ। আমি হঠাৎ অনেক ভিড় দেখে এগিয়ে যাই, যেয়ে দেখে একজনকে সবাই যে যার ইচ্ছামত মারতেছে স্বভাবগতভাবেই আমি সবাইকে থামানোর চেষ্টা করতেছিলাম ভাই মাইরেন না মাইরেন না। তবুও মানুষজন মারতে থাকে। কিছুখন চেষ্টার পর সবাই মারা বন্ধ করে। আবার কিছু উৎসাহিত মানুষজান মারা শুরু করে উনাদের আবারও থামিয়ে আমি ৯৯৯ এ কল করে পল্লবি থানার সাথে যোগাযোগ করি। থানাই বলি একজনকে চোর হিসেবে সাধারণ মানুষজন আটকে রেখেছে এবং সবাই বেপরোয়া আচারন করতেছে কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে মোবাইলের ওই পাড়ে থাকা পুলেশের লোক আমকে বলতেছে "চোর ধরছে চোর, মাইরা ফেলেন, থানায় আইন্না কি হবে" আমি উনার উত্তর শুনে অবাক, আমি বললাম আপনি এইটা কোন ধরনের কথা বললেন আপনার দ্বায়িত্বের সাথে এই আচারন যাই না উনি আমি দেখতেছি দেখতেছি বলে কলটা কেটে দিল। এই হচ্ছে আমাদের অবস্থান। মনুষ্যত্বের কতটা নিচে নামলে আমদের মধ্যে এইসব আচারনের প্রতিফলন দেখা দেয়। মনে হচ্ছে সবাই নিরাপত্তা হীনতায় ভুগছে, যারা যা ইচ্ছে সে তা করতেছে আর যারা সমাজের সচেতন নাগরিক, যারা রাষ্ট্রের ভালোর জন্য কাজ করে তারা প্রতিনিয়ত বাধা পাচ্ছে।
রাষ্ট্রের সাথে সাথে আমাদের মধ্যে স্বভতার বিকাশ খুব প্রয়োজন।

25/08/2024

আজ কেমন যেনো রোদের তাপে শীতলতা অনুভব করছি।
May the sunlight become blessing for the people who are still flooded.

21/08/2024

একটা দেশের সামরিক ক্ষমতা আর অর্থনীতি যতই শক্তিশালী হোক না কেনো।
বাংলার মানুষ তা ভয় করে না।
দেখা হবে আন্তর্জাতিক আদালতে।

21/08/2024

শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে!

আর বন্ধু রাষ্ট্র রাতের আঁধারে সব বাঁধ খুলে দিচ্ছে

জীবনের প্রথম ট্রিয়ারসেলের অভিজ্ঞতা। হেলিকপ্টার থেকে ট্রিয়ারসেল ও গুলি করা হচ্ছিল সেইদিন।চোখ, মুখ জালা পোড়া ও অনাব্রত কাশ...
10/08/2024

জীবনের প্রথম ট্রিয়ারসেলের অভিজ্ঞতা। হেলিকপ্টার থেকে ট্রিয়ারসেল ও গুলি করা হচ্ছিল সেইদিন।
চোখ, মুখ জালা পোড়া ও অনাব্রত কাশি আর নাক মুখ দিয়ে লালা বের হচ্ছিল।
১৯ জুলাই ২০২৪
প্রাউড।

09/08/2024

যেসব মা বোনরা ভয় পাচ্ছেন, রাস্তা তাদের নিরাপত্তা নিয়ে।
আপনাদের ভাইয়েরা, আপনাদের সন্তানরা এখনো বাসাই ফিরে যাইনি।
আমরা আছি।

09/08/2024

সমন্বয়কদের উপদেষ্টা পরিষদে
রাখার ব্যাপারটাকে কিভাবে দেখেন?

09/08/2024

ছাত্রলীগ আবার ভয়ংকর রুপে ফিরে আসবে, এটার পক্ষে ছিলাম।🤣
কিন্তু ডাকাত হয়ে ফিরে আসবে এটার পক্ষে ছিলাম না!🙂

09/08/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Navy College Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category