হালিমা লিমা

হালিমা লিমা সুতো ছাড়ো,উড়তে দাও মন কে,,,!!!
—অপূর্ণতার অর্ধ্বে....!!!!???❤️❤️
(5)

23/09/2025

যারা আপনাকে ছেড়ে চলে গেছে

゚viralシviralシfypシ゚viralシalシ

যে পায় সে মূল্য বুঝেনা,,,,আর যে পায় না তার আফসোসের শেষ নেই।।।।ঐ সব পুরুষের বৌ থাকাই উচিত না,,,,,যারা ঘর থেকে বের হওয়ার প...
23/09/2025

যে পায় সে মূল্য বুঝেনা,,,,আর যে পায় না তার আফসোসের শেষ নেই।।।।

ঐ সব পুরুষের বৌ থাকাই উচিত না,,,,,যারা ঘর থেকে বের হওয়ার পর ভুল করে মনে করে না তাদের বৌ বাচ্চা আছে।।।।
কারণ ঐ সব পুরুষ বাহিরে নর্তকী পালে।।।।।

ঐ সব পুরুষের নর্তকীই দরকার। নাচবে, নাচাইবো,,, তারপর ছাইড়া দিবো।।।
বেহায়া পুরুষ.....।।।।।।

আপনি যার কাছে গুরুত্বপূর্ণ তার কাছে হাজার কাজ থাকলেও সে আপনাকে মনে করবে।।।।।।
আর যার কাছে শুধু মাত্র একটা অপশন,, সে তার সময় মতো আপনাকে প্রেম দেখাবে।।।।।।

💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤🖤

বাচ্চার সাথে ঘরে থাকাটা অনেক বড় একটা কাজ..!!এটা না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন নাযে এটা কতটা মানসিক ও শারীরিকভাবে ক্লা...
23/09/2025

বাচ্চার সাথে ঘরে থাকাটা অনেক বড় একটা কাজ..!!

এটা না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন নাযে এটা কতটা মানসিক ও শারীরিকভাবে ক্লান্তিকর।।।।

তাই পরের বার যখন একজন মা কে নিয়ে সমালোচনা করবেন,, তার আগে একটু ভেবে নিবেন

আসসালামু ওলাইকুম
আলহামদুলিল্লাহ
❤️❤️💝💝💖💖

যে দিন থেকে মা হয়েছি.....মন খারাপ করার সময়, কান্নাও শান্তিতে করতে পারি না....।।।।কান্না করতে করতে বাচ্চাকে খাওয়াচ্ছি,,, ...
21/09/2025

যে দিন থেকে মা হয়েছি.....
মন খারাপ করার সময়, কান্নাও শান্তিতে করতে পারি না....।।।।
কান্না করতে করতে বাচ্চাকে খাওয়াচ্ছি,,, ঘুম পারাচ্ছি,
বাচ্চার খাবার রান্না করছি,,
এক কথায় কান্না করতে গিয়েও শান্তি নেই।।।।।।
তারপর তো স্বামীর হাজারটা হুকুম শুনছি,,,,
হাজারটা হুকুম শুনার পরেও স্বামীর মন যোগাতে পারছি না
চুপি চুপি যে একটু মন খারাপ করবো তার কোনো সুযোগ নেই

আসসালামু ওলাইকুম
আলহামদুলিল্লাহ

আমি ক্লান্ত থাকলেও তোমার যত্ন নেই আমার প্রচন্ড ক্ষুধা পেলেও আমি আগে তোমাকে খাওয়াই....!!!!আমি অসুস্থ থাকলেও তোমার খেয়াল র...
20/09/2025

আমি ক্লান্ত থাকলেও তোমার যত্ন নেই
আমার প্রচন্ড ক্ষুধা পেলেও
আমি আগে তোমাকে খাওয়াই....!!!!
আমি অসুস্থ থাকলেও তোমার খেয়াল রাখতে ভুলি না......||||
আমি রাতের পর রাত না ঘুমিয়ে তোমার যত্ন নেই,,,,।।।।

কারণ.........তুমি আমার।।।।।❤️❤️❤️❤️❤️

19/09/2025

ছোট্ট বেলায় ভাবতাম কবে যে বড় হবো....??!!
এই জগৎ টাকে দেখবো😳😳😳
বড় হয়ে এখন মন চায়,, কোনো এক অচেনা জগতে গিয়ে নিজেকে আড়াল করে রাখি💔

18/09/2025

কথা গুলো সত্যি অসাধারণ

সন্তানকে না বলা মায়ের কিছু কথা🥹পুরোটা পড়লে গাঁয়ের লোম দাঁড়িয়ে যাবে😪😪একদিন সবকিছুই ফিরে আসবে--হারিয়ে ফেলা ঘুম,শান্তি,নিজে...
18/09/2025

সন্তানকে না বলা মায়ের কিছু কথা🥹
পুরোটা পড়লে গাঁয়ের লোম দাঁড়িয়ে যাবে😪😪

একদিন সবকিছুই ফিরে আসবে--হারিয়ে ফেলা ঘুম,শান্তি,নিজের জন্য সময়।
ফিরে আসবে অবাধ স্বাধীনতা,ফিরে আসবে নিশ্চিত নিশি।
কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না,তা হলো তোমার ছোট্ট এই শৈশব🥹🥹

আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা-চাদর ধোয়ার তাড়া থাকবে না।
তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না।🥹🥹
তুমি আর দাঁতহীন হাঁসিতে আমার আঙ্গুল কাঁমড়ে ধরবে না,না-না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না।তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না।😪😪

তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট পেরেশানিগুলোও আর থাকবে না।
বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না।
নতুন খেলনা দেখলেই বাবা বলে উচ্ছ্বাসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না।
এই দুই হাত দিয়ে তোমাকে গোসল করিয়ে আদর করে মুছে দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে যাবে।
ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে।🥹😪

একদিন তুমি বড় হয়ে যাবে।
আমার শরীরের ব্যথা,যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে।
যে দিন প্রথমবার ছেঁড়া-ফাঁটা সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম,সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে থাকবে।😭😭

তারপর....
দিন যাবে,মাস যাবে,বছর পেরিয়ে যাবে।
তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবা।
যে জড়তা মাথা ভাষায় তুমি "মা" বলেছিলে সেই ডাকের সরলতা হারিয়ে যাবে।
তুমি বড় ব্যস্ত হয়ে পরবে তোমার নিজস্ব জীবন নিয়ে।

তখন আমাদের -- মা- বাবার-- সমস্ত ব্যস্ততা ছুটি পাবে।
তুমি থাকবে ব্যস্ত আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে হাড়িয়ে।

যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে,
সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে জ্বলবে।
কখনো একটিবার মনে পরবে হয়তো--
তোমার ঘুম পাড়াতে,খেলনা গুছাতে,ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই দিনগুলো।🥹🥹

আর আমাদের মনে পরবে--
তোমার ছোট্ট হাতের টান,দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা,তোমার নির্ভরতা,তোমার অবুঝ ভালোবাসা।
সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না।
কারণ শৈশব একবারই আসে।
আর তা হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না😪😪

আসসালামু ওলাইকুম
আলহামদুলিল্লাহ
শুভ সকাল

এই দিনগুলোই ভালো ছিলো যখন পেস্ট দিয়ে ব্রাশ না করে খেয়ে ফেলতাম আসসালামু ওলাইকুম আলহামদুলিল্লাহ শুভ সকাল
17/09/2025

এই দিনগুলোই ভালো ছিলো যখন পেস্ট দিয়ে ব্রাশ না করে খেয়ে ফেলতাম

আসসালামু ওলাইকুম
আলহামদুলিল্লাহ
শুভ সকাল

খুব বেশি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় 💔💔💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤🖤আসসালামু ওলাইকুম আলহামদুলিল্লাহ শুভ রাত্রি
16/09/2025

খুব বেশি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়

💔💔💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤🖤

আসসালামু ওলাইকুম
আলহামদুলিল্লাহ
শুভ রাত্রি

16/09/2025

টাকা লোভী মেয়েকে বিয়ে করলে

16/09/2025

আলহামদুলিল্লাহ

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when হালিমা লিমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হালিমা লিমা:

Share