Nabawi records

Nabawi records Facebook and YouTube content creator
This is a personal page where videos on current affairs will be

17/08/2025

ডাক্তার চেম্বারের রেকর্ড করে দিলাম
যেকোনো প্রতিষ্ঠান বা মাহফিল বা ভর্তি বিজ্ঞাপন তৈরি করতে যোগাযোগ করুন 01894250144 whatsapp

17/08/2025

রেকর্ড করাতে ইনবক্স করুন

17/08/2025

বিজ্ঞাপন তৈরি করতে যোগাযোগ করুন 01894250144

08/07/2025

এই দোয়াটি পড়লে ডেঙ্গু জ্বর চলে যাবে

29/05/2025

ঝিনাইদহের জোরপূর্বক মেয়েকে ডিভোর্স করালেন মেয়ের মা,
সে কারণে মেয়ের মাকেও ডিভোর্স দিলেন মেয়ের বাবা !

নরসিংদীর প্রবীণ আলেম ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আনোয়ার হোসেন চিশতী দাঃবাঃ গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন।
28/05/2025

নরসিংদীর প্রবীণ আলেম ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আনোয়ার হোসেন চিশতী দাঃবাঃ গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন।

21/05/2025

ুরুষের_গায়রাত(আত্মমার্যাদাবোধ)
#কেমন_হওয়া_উচিত?

“যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি, তাহলে তরবারি দ্বারা তার শিরশ্ছেদ করে ফেলবো।”
- সাদ বিন উবাদা (রা.)
এ কথা রসূল (সাঃ) এর কাছে পৌছলে তিনি বললেন,
“তোমরা কি সা'দের গায়রত দেখে আশ্চর্যবোধ করছ? আল্লাহ্‌'র কসম, আমি ওর থেকেও বেশী গায়রতবান এবং আল্লাহ্‌ আমার থেকেও বেশী গায়রতবান। আর এ জন্যই তিনি গুপ্ত ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবৈধ ঘোষণা করেছেন। ”
- | সহীহ বুখারী, হাদীস-৭৪১৬ |

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!
#নপ্স 😓

কালেক্টেড

17/05/2025

এই অবস্থায় মারা গেলে বিএনপি'র ফজলুর রহমানের জানাযা পড়া হারাম যদি তওবা করে তাহলে অন্য কথা

16/05/2025

সূরা ইখলাস যেভাবে পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে মুফতি ফয়জুল করিম উবাইদী

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nabawi records posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabawi records:

Share