08/09/2024
আমি কারে বলবো আমার হাত পা কেমন অবশ হয়ে আসে। আমি ভাতের লোকমা তুলতে পারি না, গিলতে পারি না। ফুটতে থাকা চায়ের পানির সঙ্গে চোখের জল মিশে নোনতা হয়ে যায়। কারে বলবো আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলেও আমার ভিতরটা শান্ত হয় না। আমি কই যাবো, কি করবো আমি?
©সানজানা নাওয়ার