Laugh with ELA

Laugh with ELA খুব বেশি সাধারণ হতে চাই, যতোটা সাধারণ হলে কেউ ভালোও বাসবে না কেউ ঘৃণা ও করবে না।

08/08/2025

মেয়েদের নামের যত প্রকারভেদ-ঃ

না-বোধক নাম:

এই সকল নামের পর 'না' কথাটা যুক্ত থাকে, এরা বেশ একগুঁয়ে টাইপের।
যেমন: সখিনা, লুবনা, কারিনা,আমেনা,
সোহানা ,ফারজানা ইত্যাদি।

ঋণগ্রস্থ নাম:

এদের নামের সন্ধিবিচ্ছেদ করলে 'ঋণ' শব্দটা পাওয়া যায়৷
যেমন: আইরিন,জেরিন,ইরিন, শিরিন, তারিন, নওরিন, নাসরিন ইত্যাদি।

নায়িকা নাম:

বাংলা সিনেমার দূর্ধর্ষ নায়িকাদের সাথে এদের নামে মিল পাওয়া যায়।
যেমন: ময়ূরী, পলি, মুনমুন, পপি ইত্যাদি।

কাব্যিক নাম:

এদের নামের মাঝে কাব্যিক ছোঁয়া বিদ্যামান তবে
বাস্তবে এরা রসকষ বিহীন।
যেমন: অনন্যা, তটিনী,উর্বষী, কবিতা, মৃন্ময়ী,নিপুন।

পক্ষী নাম:

এদের নামে পাখিদের সমাহার অথচ এরা বেলা করে ঘুম থেকে ওঠে।
যেমন: ময়না, টিয়া, কইতরী।

সুনাম:

এদের নামের পূর্বে সু উপসর্গ জুড়ে দেওয়া থাকে তবে নামের সাথে কাজের মিল পাওয়া যায় না।
যেমন: সুমনা, সুজানা, সুমা, সুমাইয়া,সুরাইয়া।

ধাতব নাম:

ধাতুর নামের সাথে এদের নামের মিল আছে এবং রাগলে এরা ধাতুর মতই ঝনঝন শব্দে কান ঝালাপাল করে দেয়।
যেমন: রূপা, হীরা, স্বর্না।

মা নাম:

এরা নামের মাঝে 'মা' কথাটা যুক্ত করে নিয়েছে।
যেমন: রিমা, তমা, ঝুমা, আসমা, ফাতিমা,মারিয়া, সুমাইয়া, সায়মা৷

ফুলটুসি নাম:

ফুলের নাম অনুসারে এদের নাম।
ফুলের মতই এদের মনের রংটাও বিচিত্র বর্নের হয়, এদের মন কি চায় এরা নিজেও তা বোঝে না।
যেমন: শাপলা, শিউলী, বেলী, বকুল, চম্পা, পুষ্পিতা ,জিনিয়া

প্রেমময়ী নাম:

এদের নামে প্রেম যেন উপচে পড়ে যদিও শূন্য কলস বাজে বেশি।
যেমন: প্রেমা, লাইলী, প্রিয়া।

কাকের ডাকাডাকি নাম:

এদের নাম পরপর উচ্চারন করলে কাকের ডাকের মত শোনায়।
যেমন: মনিকা, কনিকা, সনিকা।

ব্রুস লির বংশধরঃ

কুংফু মাস্টার ব্রুস লি এদের আত্মীয় লাগে৷
এরা হলো: কলি, মলি, পলি, তুলি, জলি, মিলি৷

মিষ্টি নাম:

এদের নামের মাঝে মিষ্টি স্বাদ আছে তবে টক
স্বভাবের।
যেমন: মধু, মৌমিতা, মৌসুমি, মিষ্টি, সুইটি, মৌ৷

পা যুক্ত নাম:

এদের নামের সাথে পা শব্দটি আছে৷ এরা পা দিয়ে মনে হয় মারামারি করতে বেশি ভালোবাসে
যেমনঃ রুম্পা, শম্পা, টুম্পা, নিপা,তুপা।

উভয় লিঙ্গ নাম:

এদের নাম ছেলে মেয়ে সবারই রাখা হয়৷ কোনো ভেদাভেদ নেই৷
যেমনঃ পপি, কাজল, তুহিন, রনি, নয়ন৷

তি থি থী যুক্ত নামঃ

এদের নামের শেষে থি অথবা থী থাকে৷ এ নামের মেয়েগুলো খুব গুটিবাজি করে৷
যেমনঃ তিথি, মিথী, স্মিথী, প্রীতি, কৃতি, সুপ্তি৷

শি শী নাম:

এদের নামের পরে শি শী থাকে আবার এরা বেশি ছিঃ ছিঃও করে
যেমনঃ ঐশী, খুশি, নিশি

রাত যুক্ত নাম:

এদের নামের শেষে রাত থাকে বলেই মনে হয় এরা বেশি রাত জাগে আর প্রেম করে
যেমনঃ ইসরাত, নুসরাত, ইফরাত৷

মিন যুক্ত নামঃ

এদের নামের পরে মিন লেখা থাকলেও এরা মোটেও মিন মিন করে কথা বলে না বরং চিল্লাপাল্লা করে বেশি৷
যেমনঃ ইয়াসমিন, শারমিন৷

তা তু যুক্ত নাম:

নামের পরে তা তু যুক্ত শব্দ থাকা মেয়েগুলো হয় খুবই ভয়ংকর
যেমনঃ মিতা, মিতু, ইহিতা, মৌমিতা, লতা
য়া যুক্ত নাম:

কিছু নামের শেষে 'য়া' যুক্ত আছে যারা দেখতে সুন্দরী হলেও বজ্জাত টাইপের হয়
যেমনঃ লামিয়া, পাপিয়া, সামিয়া, মুনিয়া,সাদিয়া।

©Rahat Ahmed Tulon

08/08/2025

একদিন আমার হাসব্যান্ড আমার কাছে এসে বললো তোমার জন্য আলু বড়া আনতে চাইছিলাম, কিন্তু ফ্রেস ছিল না তাই আনি নাই। আরেক দিন এনে দিব।

আমিঃ আলুবড়া আবার কি জিনিস?

হাসব্যান্ডঃ এটা তো আমিও জানি না। অফিসের কলিগরা দেখি বউদের জন্য কিনে নেয়।

আমিঃ আলুর চপ খাইছি কিন্তু আলুবড়া তো কখনো দেখিনি। এটা খেতে কি অনেক মজা?

হাসব্যান্ডঃ এটা কি আলুর চপের মতো নাকি আর আমি নিজেও খাইনাই কখনো। তবে রাস্তায় দেখছি লোকেরা জুস বানায় বিক্রি করে।

আমিঃ মাথার উপ্রে দিয়া গেলো কিছুই বুঝলাম না আলুবড়া আবার জুস বানায় কেমনে?

হাসব্যান্ডঃ অইটা আমি কেমনে কমু, তোমার জিনিস তুমি এর প্রসেস জানো।

আমিঃ আমার জিনিস মানে? জিনিস টা কি তাইতো বুঝলাম না।

হাসব্যান্ড:(একটু রে-গে গিয়ে) কেন তোমারা মাইয়ারা না এটা দিয়া রূপচর্চা ও করো।কালকে ও তো দেখলাম পাশের বিল্ডিং এর এক মহিলার থেকে চাইতেছিলা

আমিঃ কি কয় জামাই আমার? কি কয়?পিয়াজু,আলুর চপ, বেগুনী সব বানাইতে পারি। আরেক বেডির থাইকা আলু বড়া চাইয়া খামু ক্যা?

হাসব্যান্ডঃ আরে এটা আলু না তো কি একটা সবুজ সবুজ গাছ!!

আমিঃএ......, মাথা ঘুরতাছে!!

তারপর হুট করে মাথায় ঢুকলো
বললাম , "অ্যালোভেরা?"

হাসব্যান্ডঃ লাফ দিয়া কয় হ হ আলু বড়া অইডাই।।

অতপর আমি অজ্ঞান...😐😐

©

4444 দিন পর 🖤
04/08/2025

4444 দিন পর 🖤

এই পিক দেখে একজন কমেন্ট করেছে বুবলি ছেলেটা কে সবসময়ই ওভারসাইজ পড়ায় কেনো বুঝিনা। আরেকজন রিপ্লাই দিলো হয়তো আব্রাহাম এর টা ...
03/08/2025

এই পিক দেখে একজন কমেন্ট করেছে বুবলি ছেলেটা কে সবসময়ই ওভারসাইজ পড়ায় কেনো বুঝিনা। আরেকজন রিপ্লাই দিলো হয়তো আব্রাহাম এর টা পড়ায়।🙂
ছোটো সন্তান দের উপর থেকে এই অ*প*বাদ এর নির্যা*তন কবে শেষ হবে এই দেশে?🙂

আপনারাও হাসেন 🙂
03/08/2025

আপনারাও হাসেন 🙂

02/08/2025

আমি খুবই পজেটিভ মাইন্ডের মানুষ। রক্তের গ্রুপই তার বড় প্রমাণ।

🤗🤗🤗
31/07/2025

🤗🤗🤗

31/07/2025

রিক্সাওয়ালা মামারে কেমনে বুঝাই ওটা সিঙ্গেল না সিগনাল,
সিঙ্গেল তো আমি মামা 😕

ওজন কমাচ্ছি। জামাই যেনো কোলে নিয়ে বসে থাকতে পারে।
30/07/2025

ওজন কমাচ্ছি। জামাই যেনো কোলে নিয়ে বসে থাকতে পারে।

কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী? আপনার মনে হয়তো প্রথমেই আসবে ডাক্তারি ওষুধ বা থেরাপ...
29/07/2025

কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী? আপনার মনে হয়তো প্রথমেই আসবে ডাক্তারি ওষুধ বা থেরাপি। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। গবেষণায় প্রমাণ হয়েছে, যেকোনো ধরনের ব্যায়ামই ডিপ্রেশনের জন্য ওষুধের চেয়ে ভালো কাজ করে। আর এই ব্যায়ামের ভেতরেও যেটা সবচেয়ে কার্যকর তা হলো নাচ।

সম্প্রতি একটি বড় ধরনের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। দেখা গেছে, ডিপ্রেশনের লক্ষণ কমাতে নাচ সবচেয়ে বেশি কার্যকর এমনকি হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, তাইচি, স্ট্রেংথ ট্রেনিং বা এমনকি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ কিংবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো প্রচলিত মানসিক চিকিৎসাকেও ছাড়িয়ে গেছে নাচ। এই গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা ২১৮টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন, যেখানে অংশ নিয়েছেন ১৪,০০০-এর বেশি মানুষ। এবং বারবার দেখা গেছে যেসব মানুষ নিয়মিত নাচতে তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে কমে গেছে। এই ফলাফল সব বয়স আর সব লিঙ্গের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। অর্থাৎ, নাচের উপকারিতা সবার জন্যই সমানভাবে কার্যকর।

গবেষকরা মনে করেন, নাচ এত ভালো কাজ করে কারণ এটি শুধু শরীর নয় মনকেও একসাথে জাগিয়ে তোলে। নাচ মানে শুধু নড়াচড়া নয় তার সঙ্গে থাকে সঙ্গীত, আবেগের প্রকাশ, আর কখনো কখনো সামাজিক যোগাযোগ। এই সবগুলো মিলেই মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয়, মনোযোগ বাড়ায়, আবেগের ভার কমায়। আসলে নাচকে এখন অনেক বিশেষজ্ঞই ‘সোমাটিক থেরাপি’র একটি রূপ হিসেবে দেখছেন যেখানে শরীরের অভিজ্ঞতার মাধ্যমে মানসিক সুস্থতা ফেরানো যায়। যখন কেউ নাচে, তখন সে অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তে থাকে। এই প্রেজেন্ট-মোমেন্ট অ্যাওয়ারনেস বা বর্তমানের চেতনা মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

চাইলেই আপনি আপনার ঘরে একা নাচতে পারেন, আবার বন্ধুদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গিয়েও নাচতে পারেন। নাচের মধ্যে যে আনন্দ আছে, সেটা হয়তোই আমাদের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে উপকারী মানসিক চিকিৎসা যেটা এতদিন আমাদের চোখের সামনেই ছিল কিন্তু আমরা গুরুত্ব দিইনি।
©
খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি।

Batao.
27/07/2025

Batao.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laugh with ELA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laugh with ELA:

Share