08/08/2025
মেয়েদের নামের যত প্রকারভেদ-ঃ
না-বোধক নাম:
এই সকল নামের পর 'না' কথাটা যুক্ত থাকে, এরা বেশ একগুঁয়ে টাইপের।
যেমন: সখিনা, লুবনা, কারিনা,আমেনা,
সোহানা ,ফারজানা ইত্যাদি।
ঋণগ্রস্থ নাম:
এদের নামের সন্ধিবিচ্ছেদ করলে 'ঋণ' শব্দটা পাওয়া যায়৷
যেমন: আইরিন,জেরিন,ইরিন, শিরিন, তারিন, নওরিন, নাসরিন ইত্যাদি।
নায়িকা নাম:
বাংলা সিনেমার দূর্ধর্ষ নায়িকাদের সাথে এদের নামে মিল পাওয়া যায়।
যেমন: ময়ূরী, পলি, মুনমুন, পপি ইত্যাদি।
কাব্যিক নাম:
এদের নামের মাঝে কাব্যিক ছোঁয়া বিদ্যামান তবে
বাস্তবে এরা রসকষ বিহীন।
যেমন: অনন্যা, তটিনী,উর্বষী, কবিতা, মৃন্ময়ী,নিপুন।
পক্ষী নাম:
এদের নামে পাখিদের সমাহার অথচ এরা বেলা করে ঘুম থেকে ওঠে।
যেমন: ময়না, টিয়া, কইতরী।
সুনাম:
এদের নামের পূর্বে সু উপসর্গ জুড়ে দেওয়া থাকে তবে নামের সাথে কাজের মিল পাওয়া যায় না।
যেমন: সুমনা, সুজানা, সুমা, সুমাইয়া,সুরাইয়া।
ধাতব নাম:
ধাতুর নামের সাথে এদের নামের মিল আছে এবং রাগলে এরা ধাতুর মতই ঝনঝন শব্দে কান ঝালাপাল করে দেয়।
যেমন: রূপা, হীরা, স্বর্না।
মা নাম:
এরা নামের মাঝে 'মা' কথাটা যুক্ত করে নিয়েছে।
যেমন: রিমা, তমা, ঝুমা, আসমা, ফাতিমা,মারিয়া, সুমাইয়া, সায়মা৷
ফুলটুসি নাম:
ফুলের নাম অনুসারে এদের নাম।
ফুলের মতই এদের মনের রংটাও বিচিত্র বর্নের হয়, এদের মন কি চায় এরা নিজেও তা বোঝে না।
যেমন: শাপলা, শিউলী, বেলী, বকুল, চম্পা, পুষ্পিতা ,জিনিয়া
প্রেমময়ী নাম:
এদের নামে প্রেম যেন উপচে পড়ে যদিও শূন্য কলস বাজে বেশি।
যেমন: প্রেমা, লাইলী, প্রিয়া।
কাকের ডাকাডাকি নাম:
এদের নাম পরপর উচ্চারন করলে কাকের ডাকের মত শোনায়।
যেমন: মনিকা, কনিকা, সনিকা।
ব্রুস লির বংশধরঃ
কুংফু মাস্টার ব্রুস লি এদের আত্মীয় লাগে৷
এরা হলো: কলি, মলি, পলি, তুলি, জলি, মিলি৷
মিষ্টি নাম:
এদের নামের মাঝে মিষ্টি স্বাদ আছে তবে টক
স্বভাবের।
যেমন: মধু, মৌমিতা, মৌসুমি, মিষ্টি, সুইটি, মৌ৷
পা যুক্ত নাম:
এদের নামের সাথে পা শব্দটি আছে৷ এরা পা দিয়ে মনে হয় মারামারি করতে বেশি ভালোবাসে
যেমনঃ রুম্পা, শম্পা, টুম্পা, নিপা,তুপা।
উভয় লিঙ্গ নাম:
এদের নাম ছেলে মেয়ে সবারই রাখা হয়৷ কোনো ভেদাভেদ নেই৷
যেমনঃ পপি, কাজল, তুহিন, রনি, নয়ন৷
তি থি থী যুক্ত নামঃ
এদের নামের শেষে থি অথবা থী থাকে৷ এ নামের মেয়েগুলো খুব গুটিবাজি করে৷
যেমনঃ তিথি, মিথী, স্মিথী, প্রীতি, কৃতি, সুপ্তি৷
শি শী নাম:
এদের নামের পরে শি শী থাকে আবার এরা বেশি ছিঃ ছিঃও করে
যেমনঃ ঐশী, খুশি, নিশি
রাত যুক্ত নাম:
এদের নামের শেষে রাত থাকে বলেই মনে হয় এরা বেশি রাত জাগে আর প্রেম করে
যেমনঃ ইসরাত, নুসরাত, ইফরাত৷
মিন যুক্ত নামঃ
এদের নামের পরে মিন লেখা থাকলেও এরা মোটেও মিন মিন করে কথা বলে না বরং চিল্লাপাল্লা করে বেশি৷
যেমনঃ ইয়াসমিন, শারমিন৷
তা তু যুক্ত নাম:
নামের পরে তা তু যুক্ত শব্দ থাকা মেয়েগুলো হয় খুবই ভয়ংকর
যেমনঃ মিতা, মিতু, ইহিতা, মৌমিতা, লতা
য়া যুক্ত নাম:
কিছু নামের শেষে 'য়া' যুক্ত আছে যারা দেখতে সুন্দরী হলেও বজ্জাত টাইপের হয়
যেমনঃ লামিয়া, পাপিয়া, সামিয়া, মুনিয়া,সাদিয়া।
©Rahat Ahmed Tulon