BROG- Books

BROG- Books ঘরে বসেই আপনার পছন্দের বই কিনুন।
(3)

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।  ゚
03/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।            ゚
03/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।  ゚
03/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

BROG-Books-  পেইজে আপনাকে স্বাগতম।  ゚
03/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম। "তিন ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে। রাস্তায় প্রচুর লোকজন। ভূমিকম্প হলে বাড়িঘরের ভেতর থ...
02/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

"তিন ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে। রাস্তায় প্রচুর লোকজন। ভূমিকম্প হলে বাড়িঘরের ভেতর থেকে সব মানুষ বের হয়ে আসে কিন্তু তাদের মনটা থাকে বাড়ির ভেতরে। শহরের মানুষের অবস্থাটা সে-রকম। তারা রাস্তায় এসেছে ঠিকই কিন্তু মনেপ্রাণে চাইছে আবার ঘরে ঢুকে যেতে। সবার চোখমুখে অনিদ্রাজনিত গভীর ক্লান্তি। এরা কেউ গত দু'রাত ঘুমোয়নি। মানুষের তৈরি দূর্যোগে একটা শহরের মানুষ দু'রাত জেগে কাটিয়েছে এমন নজির বোধহয় নেই।

শাহেদ রিকশা নিল। মাত্র তিনঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে, তার হাতে একেবারেই সময় নেই।

রিকশাওয়ালা বুড়ো ধরনের। সে রিকশা টানতে পারছে না। বুড়োদের কৌতূহল থাকে কম। তার কৌতূহলও বেশি। জায়গায় জায়গায় থামছে। অবাক হয়ে দেখছে— যেখানে বস্তি ছিল এখন নেই, কিছু কালো অঙ্গার পড়ে আছে। শাহেদের ইচ্ছে করছে রিকশাওয়ালাকে বলে, অবাক হয়ে দেখার সময় এইটা না। এখন মাথা নিচু করে প্রিয়জনদের সন্ধানে যাবার সময়। সে কিছু বলল না।

রিকশাওয়ালা নিজের মনে বলল, ইকবাল হলের বেবাক ছাত্র মাইরা ফেলছে।

বিশ্বাসযোগ্য কথা না। তবে সময়টা এমন যে কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা না বোঝা যায় না। মেরে ফেলতেও পারে। ঢাকা শহরের সব মানুষ মেরে ফেললেও বা কী আর করা যাবে!
শাহেদ বলল, ইকবাল হলের সব ছাত্র মেরে ফেলছে?
হ।
তুমি দেখেছ?
হ। দেখছি।
আর কী দেখেছ?
গজব দেখছি। গজব। রোজ-হাসরের কিয়ামত দেখছি।"

— জোছনা ও জননীর গল্প
হুমায়ূন আহমেদ

অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।  ゚
02/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম। বাংলা ছোটগল্পের বৈচিত্র্যময় জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র শিল্পদৃষ্টির অধিক...
02/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

বাংলা ছোটগল্পের বৈচিত্র্যময় জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র শিল্পদৃষ্টির অধিকারী। কল্লোলীয় কালের রোমান্টিক বৃত্ত ভেঙে বিভূতিভূষণ গল্পে এনেছেন চিরায়ত জীবনের শান্ত কোমল স্নিগ্ধ রূপ। পাশ্চাত্যের কৃত্রিম জীবনাবেগ থেকে তাঁর গল্প দূরবর্তী। প্রাচ্য জীবনের সহজাত রূপ তার মহিমা ও মলিনতা নিয়ে বিভূতির গল্পে উজ্জ্বল হয়ে উঠেছে। বাংলা ছোটগল্পে এক লোকোত্তর দৃষ্টির অধিকারী বিভূতিভূষণ। মাটি-প্রকৃতির স্পর্শে লালিত মানুষের তুচ্ছ জীবন লোকায়তের মহিমা পেয়েছে তাঁর গল্পে। ভারতীয় অধ্যাত্মবিশ্বাস, ব্রহ্মচেতনা তথা পারলৌকিক জীবনবোধের সূক্ষ্ম শৈল্পিক বয়নে বিভূতিভূষণের গল্প স্বতন্ত্র হয়ে উঠেছে।
মর্ত্য-অমর্ত্য, লৌকিক-অলৌকিকের মিশেলে বিভূতির গল্প স্বয়ংস্বতন্ত্র। শাস্ত্র-সংস্কারের আবহমান বন্ধন সত্ত্বেও ধূলিমলিন পৃথিবীর ক্ষুদ্র খণ্ড জীবন প্রস্ফুট হয়েছে তাঁর গল্পে। বিভূতি-গল্পের প্রধান দিক এর হৃদয়ধর্ম ও সহজাত মানবীয়তা। চিরচেনা জীবনের বাইরেও দৃষ্টি ফেলেছেন লেখক। অভাব-দারিদ্র্যপীড়িত লোকায়ত জীবনের সমান্তরালে বিভূতিভূষণ বিহার করেছেন প্রকৃতিলোকে। অরণ্য-প্রকৃতি ও ছায়াচ্ছন্ন গাছপালাও তাঁর গল্পে সংবেদনশীল চরিত্র হয়ে উঠেছে। ভারতীয় প্রকৃতির মধ্যে লেখক অনুভব করেছেন এক অনির্দেশ্য লোকোত্তর সত্তাকে। ঔপনিষদিক ব্রহ্মচেতনাকে বিভূতিভূষণ অনুভব করেছেন বিস্তৃত প্রকৃতি ও জগতের বিচিত্র রূপের মধ্যে। উপন্যাসের মতো ছোটগল্পেও বিভূতির প্রকৃতি ব্রহ্মময়, এক সর্বব্যাপী সত্তা সমাচ্ছন্ন করে আছে তাঁর জগৎ ও প্রকৃতিলোককে।

বইটির মূল্য ১৮৭৫ টাকা

পোস্টটি সংগৃহীত।

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।  ゚
02/08/2025

BROG-Books- পেইজে আপনাকে স্বাগতম।

Address

Shanker, Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BROG- Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share