দুবাই'র গল্প

দুবাই'র গল্প ( বাংলা টিভি'র "দুবাই'র গল্প" প্রতিবেদন )
সাংবাদিক- শেখ ফয়সাল সিদ্দিকী ববি"

08/08/2025

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে "রিয়েল এস্টেট" ব্যবসায় মাইলফলক স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃ নাসিরুল হক। গত এক যুগ ধরে আজমানে ফ্রি হোল্ড প্রপার্টি অথবা সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বাসস্থান এবং বিল্ডিং ও জমি বেচা-কেনা করে আসছে তার প্রতিষ্ঠান | বিস্তারিত দেখুন শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র একটি প্রতিবেদনে||

08/08/2025

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন | তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন | এছাড়াও বেশ কয়েক বছর ধরে আমিরাত সরকার অনুমোদিত 'বাংলাদেশী সংগঠন "বাংলাদেশ সমিতি" আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন | বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে |

08/08/2025

বাংলাদেশী শ্রমবাজার তৈরিতে বিশেষ এক অবদান রয়েছে জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর। আমিরাতে বেশ কিছু বাংলাদেশী জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থাকলেও স্বনামধন্য শুধুমাত্র কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করছে। এইসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি "সেনসিবল গ্রুপ অফ কোম্পানিজ। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসাইন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশীর। বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে ||

08/08/2025

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে তৈরি লেবার কমিউনিটি মার্কেটে ভাগ্য ফিরিয়েছে অনেক প্রবাসী'র। চাকুরী দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে অনেকেই হয়ে উঠেছে উদ্যোক্তা। এইসব ব্যবসায়ীদের একজন মোঃ ঈমন। আমিরাতে দীর্ঘদিন বিরতিহীন পরিশ্রমের পর এখন দুইটি দোকানের স্বত্বাধিকারী। বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে।

08/08/2025

ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। একক ব্যবসার পাশাপাশি অন্যান্য দেশীয়দের সাথে অংশীদারী ব্যবসা করেও সফলতা অর্জন করেছেন অনেক বাংলাদেশী। এই সব ব্যবসায়ীদের একজন মোহাম্মদ রিয়াজ উদ্দিন। বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে।

08/08/2025

দুবাই "আল্ আবিরে" রয়েছে আমিরাতের সবচেয়ে বড় ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেট। এই মার্কেটে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফল আমদানি করে মাইলফলক স্থাপন করেছেন বাংলাদেশী ব্যবসায়ী মোঃ নুরুল আবসার সিআইপি। বিস্তারিত "বাংলা টিভি'র" প্রতিবেদনে |

08/08/2025

শ্রমিক সংকটের দরুন নতুন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে ব্যবসাক্ষেত্র প্রসারিত করতে পারছেন না বলে জানান শারজাহ প্রদেশের বাংলাদেশী ব্যবসায়ী 'নুর গ্রুপ অফ কোম্পানিজের' চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিস্তারিত "বাংলা টিভি'র" একটি প্রতিবেদনে।

29/05/2025

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা চাকুরী দিয়ে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ মালিকানায় তৈরি করছেন প্রতিষ্ঠান। নিজেরাই হয়ে উঠছেন উদ্যোক্তা | এমনই পাঁচ বন্ধুর গল্প নিয়ে বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র রিপোর্টে |||

29/05/2025

সংযুক্ত আরব আমিরাতের মেকাপ জগতের এক অতি পরিচিত নাম ফারিহা মহসিন। বাংলাদেশী এই মেকাপ আর্টিস্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্যাশন শো এবং ব্র্যান্ডের সাথে মেকআপ পার্টনার হিসেবে কাজ করেন। পাশাপাশি বলিউড সেলিব্রেটি এবং আরব সেলিব্রেটির মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন |
বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে |||

17/05/2025

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশীরা বিভিন্নধর্মী ব্যবসার সাথে জড়িত। কঠোর পরিশ্রমের মাধ্যমে সচরাচর দেখতে না পাওয়া এই সব ব্যবসার মাধ্যমেও তারা অর্জন করছেন সাফল্য। এমনি একজন ব্যবসায়ী আব্দুল মালেক |
বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে |||

09/05/2025

সংযুক্ত আরব আমিরাতের আজমানে "রিয়েল এস্টেট" ব্যবসায় সফলতা বাড়ছে অনেক বাংলাদেশীর। তাদেরই একজন "নুর আল মদিনা" রিয়েল এস্টেট এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদ হোসেন। তার তিনটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বাংলাদেশীর। বিস্তারিত Shak Faisal Azam siddique ববি'র প্রতিবেদনে। দুবাই'র গল্প

04/05/2025

সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো অদক্ষ বাংলাদেশীরাও বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠছেন দক্ষ উদ্যোক্তা। এমনি একজন উদ্যোক্তা মোঃ ফারুক। বিস্তারিত শেখ ফয়সাল সিদ্দিকী ববি'র প্রতিবেদনে।

Address

Dubai
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দুবাই'র গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুবাই'র গল্প:

Share