Sharif Noor

Sharif Noor The most unlikely people could open doors of opportunity for you. Treat everyone with respect.

12/07/2025

মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে প্রাণ হারাল এক তরুণ – সোহাগ।
সে কারও ভাই ছিল, কারও বন্ধু, কারও একমাত্র ভরসা।
হাসপাতালের মতো একটি জায়গা, যেখানে মানুষ জীবন বাঁচাতে আসে—সেইখানেই একটা তরতাজা জীবনকে নির্মমভাবে কেড়ে নেওয়া হলো।

এই কি আমাদের সমাজ?
এই কি আমাদের নিরাপত্তা?
একজন তরুণ রক্তাক্ত হয়ে পড়ে থাকল, আর চারপাশের মানুষ শুধুই তাকিয়ে রইল!
প্রশাসন নিশ্চুপ, খুনিরা বেপরোয়া।

সোহাগ শুধু একটি নাম নয়, সে আমাদের ঘুমন্ত বিবেকের প্রতিচ্ছবি।
আজ সে মরেছে, কাল হয়তো আমি বা আপনি…

আমরা আর চুপ থাকতে পারি না।
আমরা এই নির্মম হত্যার বিচার চাই—তড়িৎ, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক।
আমরা চাই, সোহাগের রক্ত যেন আর কোনো মায়ের কোল খালি না করে।




12/04/2024

আবু মুসা )ﷺ( থেকে বর্ণিত,

রাসূলুল্লাহ (৩) বলেছেন :

'নিশ্চয়ই আল্লাহ রাতের বেলা তাদের জন্য ক্ষমার হাত প্রসারিত করেন, যারা দিনের বেলা গুনাহ করে। আর দিনের বেলা তিনি ক্ষমার হাত প্রসারিত করেন তাদের জন্য, যারা রাতের অন্ধকারে পাপাচারে লিপ্ত হয়। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত এটি চলমান থাকে।'
[মুসলিম: ৭১৬৫]

04/06/2023

Address

Dhaka

Telephone

+8801972633022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif Noor:

Share