NIKAH.com

NIKAH.com Allah is one �

06/12/2024

ডাক্তার মেয়ে,
পর্দানশীল ইসলামিক মনমানসিকতা,,
সুন্দরী,লম্বা ,ঢাকায় বাড়ি ,মাদারিপুরের পাত্রীর জন্য,পরহেজগার ডাক্তার ,লম্বা পাত্র চাই।

26/11/2024
24/11/2024

ফাজিল,কামিল,আলিয়া মাদ্রাসা র আলেম।হাফেজ সহ কয়েকজন পাত্র আছে।দাখিল /আলিম /অথবা কলেজের পাত্রী চাই।জরুরি যোগাযোগ

কওমি মাদ্রাসার শরহে বেকায়ার ছাত্রী। পুরান ঢাকার মেয়ে।বিক্রমপুর বাড়ী।লম্বা পাচফিট চার।স্লিম,উজ্জল শ্যামলা। বয়স ১৭। পাত্রী...
22/11/2024

কওমি মাদ্রাসার শরহে বেকায়ার ছাত্রী। পুরান ঢাকার মেয়ে।বিক্রমপুর বাড়ী।লম্বা পাচফিট চার।স্লিম,উজ্জল শ্যামলা। বয়স ১৭। পাত্রীর জন্য কমপক্ষে পাচফিট পাচ ,কওমির আলেম জরুরি।

আলেমা লম্বা পাত্রী ,অনার্স পড়ুয়া লম্বা শ্যামলা পাত্রী ,হাফেজা আলেমা টিচার পাত্রী,ডিভোর্স সুন্দরী  পাত্রীদের উপযুক্ত  পাত...
22/11/2024

আলেমা লম্বা পাত্রী ,অনার্স পড়ুয়া লম্বা শ্যামলা পাত্রী ,হাফেজা আলেমা টিচার পাত্রী,ডিভোর্স সুন্দরী পাত্রীদের উপযুক্ত পাত্র চাই।

21/11/2024

পাত্র হাফেজ মাওলানা ,মুফতি ঢাকায় চাকরি।উপযুক্ত পাত্রী চাই।

20/11/2024

ডিভোর্স পাত্রী ,বয়স ৩৮/৩৯।সু্ন্দরী,মাস্টার্স পাশ,ইংলিশ স্পোকেন সহ,দুটো প্রতিষ্ঠানে ইংলিশ টিচার।এইচ,এস,সি প্রথম বর্ষে পড়ুয়া এক কন্যা সন্তানের জননী। পাচ ফিট চার লম্বা।ফর্সা পাত্রীর পাত্র চাই।

19/11/2024

পাত্র চাই
পাত্রী হাফেজা
আলেমা বেফাক বোর্ড স্ট্যান্ড
সুন্দরী
লম্বা পাচ ফিট আড়াই
ঢাকায় সেটেল্ড
মহিলা মাদ্রাসা য় খিদমতে আছে
নিজস্ব নুরানি মাদ্রাসা পরিচালনা
ইংরেজিতে দক্ষ পড়তে,লিখতে,বলতে পারে
আরবি তে দক্ষপড়তে,লিখতে,বলতে পারে
উর্দু তে দক্ষ পড়তে,লিখতে,বলতে পারে।
বয়স ২৪
ঢাকায় নিজেদের বাড়ি
মেয়ের নিজের নামে ফ্লাট
তাবলিগি ফ্যমিলি
একভাই একবোন
ভাই হাফেজ,মাওলানা।
যেমন পাত্র চাই----
হাফেজ ইসলামিক স্কলার,অথবা
পরহেজগার,তাবলিগওয়ালা,ডাক্তার,ইন্জিনিয়ার,অথবা সমমানের।
ঢাকায় বাড়ি
লম্বা কমপক্ষে পাচ ফিট ছয়
অর্থনৈতিকভাবে সচ্ছল/সচ্ছল ফ্যামিলি
সুদর্শন পাত্র চাই।
এ ব্যাপারে যোগ্য পাত্র/পাত্র র ফ্যামিলি/ঘটক
যোগাযোগ করতে পারেন।

19/11/2024

কুমিল্লা র ছেলে। হাফেজ ,মাওলানা ,মুফতি,ব্যাবসায়ি।বয়স ৩০। আলেমা /হাফেজা ২০ থেকে ২৫ বছর বয়সি ঢাকায় বাড়ি আছে এমন পাত্রী চাই।

19/11/2024

সরকারি চাকরিজীবী ,ঢাকার স্হানীয় ,পাচ ফুট চার ,বয়স ৩০,ধার্মিক ,দাড়ী আছে।
ঢাকার সুশ্রী পাত্রী চাই।

18/11/2024
18/11/2024

স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।

আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়। তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।

অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে। কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!

আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে।

বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি।

আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি, "জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।"

আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা।

কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি। তবে করার দিকে এগিয়ে যাচ্ছি।

কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম, "এটাই তো স্বাভাবিক। এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?"

তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়। মিলিত হতে চায়।

একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে?

আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, "আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন?"

বললাম, "জী করি।"

"আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না। গ্যারান্টি দিচ্ছি।"

"কী সেটা?"

"সুরা আন নূরে আল্লাহ বলেছেন, 'হে নবী, পুরুষদের বলে দাও, তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি'।"

এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, "আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।"

সন্দেহ নিয়ে বললাম, "এটাতেই কাজ হয়ে যাবে?"

ডাক্তার হেসে বললেন, "অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।"

"কথা দিলাম। ফাঁকি দেবো না। নিখুঁত ভাবে পালন করবো।"

শেষে ডাক্তার বললেন, "এক মাস পর আমার কাছে আসবেন।"

আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।

এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।

গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম।

এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম, আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি।

সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম। এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।

এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।

সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে।

বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, "এষা, কোথায় তুমি?"

স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।

ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?"

সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। বিয়ের শুরুর দিকে যেমন করতাম।

পরদিন ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"

হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"

ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"

"আলোকবর্তিকা"
- রুদ্র আজাদ

17/11/2024

পাত্র কোটিপতি।স্বনামধন্য কফি হাউজের মালিক।বয়স ৩২।অবিবাহিত। লম্বা,সুন্দরী,নামাজি,হিজাবি পাত্রী চাই।পাত্র বৃহত্তর বরিশালের।ঢাকায় সেটেল্ড।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIKAH.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category