29/11/2024
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
আশা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে একটি বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিষয়টি হচ্ছে *সাম্প্রদায়িকতা*
আমাদের মুসলিমদের মাঝে যে পরিমাণ সাম্প্রদায়িকতা বিদ্যমান (নিজেদের আকিদা ফিরকা ও বিশ্বাসের মাঝে) ঠিক তত টা সাম্প্রদায়িকতা অন্য কোন ধর্মের মানুষের প্রতি দেখা যায় না।
যেমন উদাহরণ দিলে বলা যায়, কেউ যদি তাবলীগ জামাত করেন করেন তাহলে অপর আরেকজনকে মূল্যায়ন করে সে কি তার পন্থী নাকি বিপরীত পন্থী। আবার কেউ আহলে হাদিস আন্দোলন করলে সে চিন্তা করে অপর একজন কি বিদাতি নাকি তাবলীগের ভাই, নাকি কোন পীরের মুরিদ বা কবর পূজারী!
আবার কেউ যদি রাজনৈতিক মতাদর্শ হিসাবে জামায়াতে ইসলামকে সমর্থন করে তাহলে তাকে জামাত শিবিরের ট্যাগিং দিয়ে ভিন্নভাবে দেখা হয়। আবার কেউ যদি নতুন নতুন ইসলাম নিয়ে গবেষণা করে জানার আগ্রহ প্রকাশ করে,জিহাদের ব্যাপারে কথা বলে এবং নিজের মাঝে ও সমাজে,রাষ্ট্রে ইসলামী বিধি বিধান কায়েম করার চেষ্টা করে তাহলে জঙ্গির ট্যাগ পায়।
দেখা যাচ্ছে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে যে পরিমাণ সৌহার্দ্য ভালবাসা নিয়ে সমাজে বসবাস করা যায়, ঠিক সেই পরিমাণ ঘৃণা অপর মুসলমানদের জন্য আমাদের অন্তরে। (যদি সে আমার মতাদর্শের বা আমার ফিরকার না হয়)
আমি ব্যক্তিগতভাবে চাই, একটি অসাম্প্রদায়িক মুসলিম সমাজ যেখানে সবাই সবার মতাদর্শকে সম্মান করবে।
মতামত ভিন্ন থাকতেই পারে তাই বলে কেউ কাউকে ছোট করবে এটা ঠিক নয়।
কেউ যদি নতুন কোন মতাদর্শ গ্রহণ করে তবে সে এই কারণে গ্রহণ করে না যে, সেই মতাদর্শের ভাইয়েরা তাকে ছোট করেছে কিংবা তাকে অপমান করে বাধ্য করেছে।
তাই আমি বলব যে যে যার যার অবস্থানে থেকে পরমত সহিষ্ণুতার পরিচয় দিন। নিজের ধর্ম বিশ্বাস নিজে পালন করুন এবং অপরকে নিজের আখলাকের মাধ্যমে দাওয়াত দিন।
আপনি যদি ঠিক হয়ে থাকেন আল্লাহ যেন তাকেও সেই পথে পরিচালিত করেন আর তিনি যদি ঠিক হয়ে থাকেন তাহলে আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন যেন আপনি ঠিক পথে চলতে পারেন।
সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া রেখে শেষ করলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।