WN 24 HOURS

WN 24 HOURS নিত্য নতুন খবর পেতে ফলো দিন,
ফলো দিলে ফলো বেক পাবেন ইনশাআল্লাহ।

22/03/2025

রমজান শেষ দশকে প্রতি রাতে যে দোয়া পড়বেন
লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের ফজিলত আলোচিত হয়েছে দুটি জায়গায়। সুরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, শপথ সুস্পষ্ট কিতাবের। নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সুরা দুখান: ২-৬)

সুরা কাদরে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে।’ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। (সুরা কাদর: ১-৫)
আয়েশা (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুলকে (সা.) তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? আল্লাহর রাসুল (সা.) তাকে এ দোয়াটি পড়ার পরামর্শ দিয়েছিলেন। (সুনানে তিরমিজি)

22/03/2025

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি
ইফতার - ৬:১১ পি.এম

সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা Iসারা দেশে চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জ...
01/09/2024

সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা I
সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ I
নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জমান আজ বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্নসহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তবে আলোচনার পর তাঁরা কর্মবিরতির ঘোষণা দেন। কিন্তু জরুরি সেবা দান অব্যাহত আছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে দেখা গেছে শুধু জরুরি বিভাগ নয়, বিভিন্ন অস্ত্রোপচার এবং বর্হিবিভাগের কক্ষের সমস্ত চিকিৎসা সেবাই বন্ধ রয়েছে। শুধু ভর্তি রোগীদের কিছু চিকিৎসা হচ্ছে।

আজ সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। গতকাল শনিবার জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সকাল থেকেই নিরাপত্তাহীনতায় কারণে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন তাঁরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুর রহমান আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। মোহাম্মদ আবদুর রহমান বলেন, আজ সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসকেরা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। গতকাল একদল বহিরাগত এসে সমস্যা সৃষ্টি করে। তারা অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে মারধর করে।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার দুটো ঘটনা ঘটে।

-Advertisement-
Ads by

প্রথমে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম (২৫)। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি মেডিকেলে ছড়িয়ে পড়লে রোগী স্বজনদের, ডাক্তাররা এবং মেডিকেল কলেজের ছাত্ররা অবরুদ্ধ করে রাখে এবং জরুরি গেট বন্ধ করে দেয়।

আবার গতকাল রাতে খিলগাঁও সিপাহিবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসলে পরবর্তীতে অন্য গ্রুপের লোকজন জরুরি বিভাগে ভেতরে ঢুকে চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়।

এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে চাইলে ডাক্তার এবং ছাত্ররা তাদের স্থান ত্যাগ না করে, অবস্থান ধরে রাখে। এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

আজ সকালে প্রথমে জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর তাঁদেরসহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। তারপরও চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন। তাদের বিস্তারিত কর্মসূচি দুপুরে জানানো হবে বলে জানান চিকিৎসক আব্দুল আহাদ।
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪

Google is a web-based search engine.Google was officially launched in 1998 by Larry Page and Sergey Brin to market Googl...
27/09/2023

Google is a web-based search engine.
Google was officially launched in 1998 by Larry Page and Sergey Brin to market Google Search, which has become the most widely used web-based search engine.
Founders: Larry Page, Sergey Brin.

গুগল ওয়েব-ভিত্তিক সার্চ ইঞ্জিন।গুগল আনুষ্ঠানিকভাবে 1998 সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন গুগল সার্চ বাজারজাত করার জন্য...
27/09/2023

গুগল ওয়েব-ভিত্তিক সার্চ ইঞ্জিন।
গুগল আনুষ্ঠানিকভাবে 1998 সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন গুগল সার্চ বাজারজাত করার জন্য চালু করেছিলেন, যা সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব-ভিত্তিক সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাতা: ল্যারি পেজ, সের্গেই ব্রিন।

06/09/2023

অনেকেই শুধু কমেন্টস করেন
ফলো করার জন্য।
কিন্তু আমি পোস্ট করেছি
যে আপনারা আমার পেইজ ফলো লাইক করে দিন।
আমি দ্রুত সময়ে আপনার পেইজ ফলো করে দিব
মিস হবে না
ইনশাআল্লাহ।
সুতরাং ফলো দিয়ে নিশ্চিন্তে থাকবেন আপনার ফলো এবং লাইক দুটাই ব্যাক চলে যাবে ইনশাআল্লাহ,,,
Follow my page
I will back follow
As soon as possible
Not a fake
This is true.
ফলো দিয়ে নিশ্চিন্তে থাকবেন আপনার ফলো এবং লাইক দুটাই ব্যাক চলে যাবে ইনশাআল্লাহ,,,

03/09/2023

Welcome to WN 24 HOURS Page!
Best wishes and congratulations to all from WN 24 HOURS.
Follow for daily updates,
If you give a follow, you will receive a follow back inshallah.
WN 24 HOURS এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছে ও অভিনন্দন।
নিত্য নতুন খবর পেতে ফলো দিন,
ফলো দিলে ফলো বেক পাবেন ইনশাআল্লাহ।


































Welcome to WN 24 HOURS Page!Best wishes and congratulations to all from WN 24 HOURS.Follow for daily updates,If you give...
03/09/2023

Welcome to WN 24 HOURS Page!

Best wishes and congratulations to all from WN 24 HOURS.
Follow for daily updates,
If you give a follow, you will receive a follow back inshallah.

WN 24 HOURS এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছে ও অভিনন্দন।
নিত্য নতুন খবর পেতে ফলো দিন,
ফলো দিলে ফলো বেক পাবেন ইনশাআল্লাহ।


































Address

Narayangonj
Dhaka
1411

Alerts

Be the first to know and let us send you an email when WN 24 HOURS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share