মোজাম্মেল হোসেন ত্বোহা

মোজাম্মেল হোসেন ত্বোহা Mozammel Hosain Toha-এর অফিশিয়াল পেজ। এখানে মোজাম্মেল হোসেন ত্বোহার লেখালেখি এবং ভিডিও পোস্ট করা হবে।

27/04/2025

সম্প্রতি রিপোর্ট এসেছে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নাকি বলেছেন, সিরিয়া ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করতে পারে। কিন্তু আসলেই কি সত্য? দেখুন বিস্তারিত বিশ্লেষণ।

17/02/2025

#বইমেলা_২০২৫

অপারেশন আল আকসা ফ্লাডের পর ইজরাইলের নির্বিচার গণহত্যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-হামাসের এই অপারেশন কি তাহলে ভুল ছিল? এই অপারেশন না হলেই কি ফিলিস্তিনিরা তুলনামূলক নিরাপদ থাকত? হামাসের কি উচিত ছিল সহিংসতা পরিত্যাগ করে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন করা? এই প্রশ্নগুলোর উত্তরই তুলে ধরা হয়েছে এই বইয়ে। এই বই মূলত ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনিদের ৭৫ বছরের সংগ্রামের ইতিহাস তুলে ধরেছে। এর বিশ্লেষণে ফুটে উঠেছে-এই সংকট অক্টোবরের ৭তারিখে শুরু হয়নি; বরং দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিলিস্তিনিরা এই সমীকরণে পৌঁছেছে।

ইজরাইলের প্রতিনিয়ত আরও আগ্রাসী হয়ে ওঠা, শান্তিপূর্ণ আন্দোলনকে গণহত্যা দিয়ে দমন করা, উগ্র থেকে উগ্রতর ইহুদি জাতীয়তাবাদকে আলিঙ্গন করা এবং আল আকসা মসজিদ দখলের প্রচেষ্টা কীভাবে ধীরে ধীরে এই অপারেশনকে অপরিহার্য করে তুলেছিল, ইতিহাসের আলোকে সেটাই প্রমাণ করা হয়েছে এই বইয়ে।

এই বই আপনাকে অপারেশন আল আকসা ফ্লাডের পেছনের কারণ এবং হামাসের প্রতিরোধ আন্দোলনের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে।

বই : দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড
লেখক : মোজাম্মেল হোসেন ত্বোহা

প্রকাশনা : গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা : ২৪৮

নির্ধারিত মূল্য : ৩২০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

15/02/2025

নেতানিয়াহুর হার স্বীকার

ভদ্রমহিলার নাম লাতিফা (উম্ম নাসের আবু হামিদ)। পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা। তার এক ছেলে শহিদ, আর চার ছেলে যাবজ্জীবন ক...
02/02/2025

ভদ্রমহিলার নাম লাতিফা (উম্ম নাসের আবু হামিদ)। পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা। তার এক ছেলে শহিদ, আর চার ছেলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

রামাল্লা হচ্ছে আব্বাসের প্যালেস্টিনিয়ান অথরিটির হেডকোয়ার্টার। সেখানে বসেই এই ভদ্রমহিলা ২০২২ সালে একটা ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। পশ্চিম তীরের ফাতাহ সরকারের উদ্দেশ্যে না। গাযার হামাসের মিলিটারি উইংয়ের প্রধান মোহাম্মদ দেইফের উদ্দেশে।

সেখানে দেইফের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন, ৩০-৩৫ বছর ধরে তিনি ছেলেদেরকে দেখেন না। দেইফ যেন তার ছেলেদেরকে ফিরিয়ে এনে দেন।

দেইফ শহিদ হয়েছেন। কিন্তু তার উত্তরসূরীরা গত পরশুদিন তার তিন ছেলেকে মুক্ত করে এনেছে। (বড় ছেলে নাসের আবু হামিদ ২০২৩ সালে কারাগারে মৃত্যুবরণ করেছে।)

Address

Mirpur 12
Dhaka
1206

Telephone

+8801849722568

Website

https://www.rokomari.com/book/author/76288, https://www.goodreads.com/author/show/19727151

Alerts

Be the first to know and let us send you an email when মোজাম্মেল হোসেন ত্বোহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোজাম্মেল হোসেন ত্বোহা:

Share