26/07/2025
মাইলস্টোন স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটিকে আপনি দেখছেন, তার নাম সূর্য।
চারদিকে আ’গু’ন, ধোঁ’য়া, চিৎকার, আতঙ্ক—বাঁ’চা’’র জন্য সবাই যখন প্রাণপণে ছুটছে, তখন সূর্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সে চাইলে সবার আগে নিচে নামতে পারতো।
কিন্তু না—সে পেছনে ফিরে বন্ধুদের হাত ধরে বের করে এনেছে আ’গু’নে’র ভে’ত’’র থেকে।
সবাইকে নিরাপদে না’মি’য়ে তারপর নিজে নেমেছে, সবার সবচেয়ে শেষে।
সূর্য শুধু একজন সাহসী কিশোর নয়—সে একজন নীরব নায়ক।
তার মায়ের ভাষায়,
“আমি কখনো বলিনি, আমার ছেলে এ-প্লাস পাক, ফার্স্ট হোক… আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়।
মুকুল বিশ্বাস🧡
Sharmin Sathi🧡
সূর্য🧡🧡🧡
#মুকুল_বিশ্বাস #সূর্য