Bd Tube Master News

Bd Tube Master News We cover the latest news and updates, that'll help you stay up-to-date on current affairs. Thank you.

26/07/2025

মাইলস্টোন স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটিকে আপনি দেখছেন, তার নাম সূর্য।
চারদিকে আ’গু’ন, ধোঁ’য়া, চিৎকার, আতঙ্ক—বাঁ’চা’’র জন্য সবাই যখন প্রাণপণে ছুটছে, তখন সূর্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সে চাইলে সবার আগে নিচে নামতে পারতো।
কিন্তু না—সে পেছনে ফিরে বন্ধুদের হাত ধরে বের করে এনেছে আ’গু’নে’র ভে’ত’’র থেকে।
সবাইকে নিরাপদে না’মি’য়ে তারপর নিজে নেমেছে, সবার সবচেয়ে শেষে।

সূর্য শুধু একজন সাহসী কিশোর নয়—সে একজন নীরব নায়ক।
তার মায়ের ভাষায়,

“আমি কখনো বলিনি, আমার ছেলে এ-প্লাস পাক, ফার্স্ট হোক… আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়।
মুকুল বিশ্বাস🧡
Sharmin Sathi🧡
সূর্য🧡🧡🧡
#মুকুল_বিশ্বাস #সূর্য

25/07/2025

স্কুল ছুটির পর আয়মানের একটাই খুশি—দোলনায় একটু দুলবে, একটু হেসে বাড়ি ফিরবে।
কিন্তু সেই দোলনায় আজ ঝু’লে ছিল শুধু তার ব্যাগ।
তাসনিম আফরোজা আয়মান আর কখনো বসবে না সেই দোলনায়।
#আয়মান #তাসনিম_আফরোজ_আয়মান #শরীয়তপুর

25/07/2025

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমান বিধ্বস্ত হওয়ার আগেই প্যারাস্যুট খু’লে ঝাঁ’প দেন
এটা একদম সত্য।
কিন্তু প্রশ্ন হচ্ছে—তবুও কেন তিনি বাঁচলেন না?
এর উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে তিনি কোথায় পড়ে যান।
প্যারাস্যুট খুললেও তিনি পড়েছিলেন একটি বাড়ির টিনের ছাদ ভে’ঙে ঘ’রে’র ভেতর।
প্রশ্ন উঠতে পারে—তাহলে তৌকির আগে ঝাঁপ দিলে কি বেঁ’চে যেতেন?

এই প্রশ্নেরও একটি বাস্তবতা আছে।
তৎক্ষণাৎ ঝাঁপ দিলে হয়তো তিনি নিরাপদ দূ’র’ত্বে অবতরণ করতে পারতেন।
কিন্তু সেজন্য তাকে বিমানের নি’য়’ন্ত্র’ণ একদম ছে’ড়ে দিয়ে নিজের জীবন বাঁ’চা’তে ব্য’স্ত হতে হতো।
আর সে সময় স্কুলের দিকে যাওয়া অগ্নিসদৃশ বিমানের মুখ ঘুরিয়ে দেওয়ার কেউ থাকত না।

তৌকির ইসলাম সেই মানুষটি ছিলেন,
যিনি নিজের প্রাণের চাইতেও গুরুত্বপূর্ণ মনে করেছিলেন নিচে থাকা অর্ধশত শি’শু’র জীবন।

🔻 তাই তিনি ঝাঁ’’প দেন সবচেয়ে শেষ সময়ে,
যখন বিমানটিকে একপাশে ঘুরিয়ে দিয়েছেন,
তখন তিনি নিজেও বাঁচার শেষ চেষ্টা করেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, পড়েছিলেন একটি টিনের ঘরের ওপর,
যা হয়ে দাঁড়ায় তার মৃ’ত্যু ফাঁ’’দ।

25/07/2025

আমার ছেলেটি ছোটবেলা থেকেই খুব ভী''তু ছিল। অথচ সেই ছেলেই আজ পাখির মতো ছ'ট'ফ''ট করেছে পুরো শরীর ঝ'ল''সে গিয়ে। কিন্তু আমাদের বুঝতে দেয়নি, যাতে আমরা দু'শ্চি'ন্তা''য় না পড়ি। আ'ই'সি'ই'উ''তে থাকা অবস্থায়ও ও আমাকে দেখতে চেয়েছিল। আমি যখন ওকে দেখতে যাই, দেখি তার পুরো শ'রী'র ঝ'ল'সে গেছে। আমি আমার ছেলেকে চিনতেই পারছিলাম না।
আমি তাকে বলেছিলাম, "মা, বাবা, সোনা পাখি, শুধু পড়তে থাকো —
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জোয়ালিমীন।"
আমার সোনা মাথা নে'ড়ে সা'''য় দিয়েছিল। এটাই ছিল আমার সঙ্গে ওর শেষ কথা।
#সায়ান #মাইলস্টোন #লক্ষ্মীপুর

24/07/2025

চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে এক প’র্যা’য়ে নাজিয়ার শা’রী’রি’ক অবস্থার অ’ব’ন’’তি হয়। সে সময় হা’স’পা’তা’’লে ছিলেন নাজিয়ার খালাতো ভাই লাবিদ। তিনি বলছিলেন, বাইরে থেকে দেখতে পাই যে নাজিয়া হাত-পা না’ড়া’চ্ছে। দেখে মনে হচ্ছিল যে ওর ক’’ষ্ট হ’’চ্ছে অনেক। তখন ডাক্তাররা এসে আমাদের বলে যে দোয়া করেন যেন বাচ্চাটা তা’ড়া’তা’ড়ি মা’’রা যায়, এত য’ন্ত্র’’ণা ও নিতে পারছে না।

যে মেয়ে কিছুক্ষণের মাঝেই চিরতরে চলে যাবে—
সে মুহূর্তে তার সবচেয়ে বড় চিন্তা ছিল—**তার ভাই।**

এই দৃশ্য, এই কাহিনি কেবল একটি পরিবারের জন্য নয়—
পু’রো জা’তি’র হৃ’দ’য় পো’ড়া’’য়।
#নাজিয়া #নাফি

24/07/2025

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে পাহাড়ঘেরা এক দু’র্গ’ম এলাকায় ঘটে গেল এক হৃ’দ’য়’বি’দা’র’ক বিমান দু’র্ঘ’ট’’না।
আঙ্গারা এয়ারলাইন্সের যাত্রীবাহী Antonov AN-24 বিমানটি উড্ডয়নের মাত্র কিছু সময় পরই হা’রিয়ে’ ফেলে নি’য়’ন্ত্র’ণ—
আর কিছুক্ষণ পরই বি’ধ্ব’’স্ত হয় আমুর অঞ্চলের তিন্দা শহরের কাছে এক দুর্গম পাহাড়ি ঢালে।
বিমানে থাকা ৪৯ জন যাত্রীর কেউই বেঁ’’চে ফিরেননি।
#বিমান #রাশিয়া ’

24/07/2025

**কি মায়াবী সেই চেহারা…কি নিষ্পাপ হাসি…** গলায় ছিল জীবনের সুর, আর হাতে ছিল প্রিয় গি’টা’র।
এই সরলতা, এই সুরে হারিয়ে যাওয়া উক্য—
সব আজ শুধু অতীত, শুধু স্মৃতি।

উক্য সাইন ছিল বাবা-মায়ের নয়নের মণি, একমাত্র সন্তান।
সেই উক্যর ক’’ফি’’’’ন এখন সামনে।
কিন্তু তার মা…
তিনি নিজের সন্তানের মুখটাও দেখতে পারলেন না,
কারণ তার সেই সুন্দর মুখ, সেই নি’ষ্পা’প দে’’হ—
পু’’//ড়ে গে//;ছে এতটাই যে,
স্প;//র্শ করার মতো একটুকরো জায়গাও অবশিষ্ট নেই।
#উক্য #রাঙ্গামাটি #মারমা #ঐক্য_সাইন

24/07/2025

তৌকিরের সামনে তখন দুটি রাস্তা ছিল:
১. প্যারাস্যুট খুলে সঙ্গে সঙ্গে বিমান থেকে লা’ফি’য়ে প’ড়া—নিজেকে বাঁ’চা’নো।
কিন্তু... তৌকির জানতেন, তার নিচে কী আছে।
২. নিজেকে ঝুঁ’কি’র মুখে রেখে, বিমানকে জনবসতিহীন এলাকায় নেওয়ার চেষ্টা করা।
এটা করতে গিয়ে তিনি বিলম্ব করেন প্যারাস্যুট খুলতে।
এই বিলম্বের প্রতিটি সেকেন্ডে তিনি মৃ’ত্যু’র দিকে এগিয়ে গেছেন—সচেতনভাবে।

তৌকির ইসলাম শতভাগ সাফল্য আনতে পারেননি—
কারণ তিনি সৃষ্টিকর্তা নন।

কিন্তু যতটা করা একজন মানুষ পাইলট হিসেবে পারেন—
তৌকির তার চেয়েও বেশি করেছেন।

24/07/2025

একই পরিবারের তিন শিশু—আরিয়ান, বাপ্পি ও হুমায়ের।
চাচা-ভাতিজার সম্পর্ক হলেও তারা ছিল একে অপরের সেরা বন্ধু, প্রিয় সহপাঠী এবং প্রতিদিনের খেলার সাথী।

আরিয়ান (১০) এক মাস ধরে অ’সু’স্থ ছিল। কিন্তু যেদিন সে সুস্থ হয়ে স্কুলে ফিরল, সেদিনই ছিল তার জীবনের শে’’ষ দিন!
২১ জুলাই, দুপুর ১টা ১৮ মিনিট।
ঠিক যখন কোচিং ক্লাস শেষ হতে আর কয়েক মিনিট বাকি, তখনই আকাশ ভে’’দ করে ভে’’ঙে পড়ে একটি যু’দ্ধ’বি’মা’’ন—ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর।
সেই আ’গু’নে পু’’ড়ে যায় তিনটি নি’ষ্পা’প মু’’খ।

বাপ্পি, হুমায়ের, আর আরিয়ান—তাদের আর কখনো বাড়ি ফে’রা হয়নি।
তিনটি ঘর আজ নিঃসঙ্গ। তিনটি মা’য়ে’র কোল আ’জ শূ’ন্য।
একই দিনে তিনটি জা’না’’জা, একই দিনে তি’নটি’ ক’’ব’’র—একই পরিবারের তিনটি হৃ’দ’য়’বি’দা’র’ক বি’দা’য়’।
#আরিয়ান #বাপ্পি #হুমায়ের

23/07/2025

বড় বোন নাজিয়া মৃ’ত্যু’’র আগে একটা কথায় বলেছিলো, আমার ভাই কেমন আছে? ওকে দেখেছি আমি, ও তো দৌড়ায় আসছিল আমাকে দেখে... ওর কিছু হবে না তো?”* কিন্তু নাজিয়ার ম ‘ত্যু’র ২৪ ঘন্টা পার না হতে তার ছোট ভাই নাফিও চলে যান তার কাছে।
#নাজিয়া #নাফি #মাইলস্টোন

23/07/2025

শিক্ষক মাহরীনের বীরত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,
তবে, যিনি মানুষ বাঁ’চা’তে গিয়ে শ’হী’’দ হলেন, তিনি কি রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নন?**
রাষ্ট্র তৌকির ইসলামকে সম্মান দিয়েছে—এটা তার প্রাপ্য।
কিন্তু মাহরীন চৌধুরীকে কেন নয়?

তিনি কি কম ত্যা’গ স্বীকার করেছেন?
তিনি তো যু’দ্ধ করেননি—কিন্তু যু’’দ্ধ করেছেন মৃ’ত্যু’’র মুখোমুখি দাঁড়িয়ে,
নিজের শিক্ষার্থীদের জন্য।

রাষ্ট্র কী শুধু ইউনিফর্মধারীদের ত্যা’গ’কে মূল্যায়ন করবে?
একজন শিক্ষক জাতি গড়েন, ভবিষ্যৎ গড়েন—
আর মাহরীন তো জীবন দিয়ে সেই ভবিষ্যৎকেই রক্ষা করেছেন।

23/07/2025

হ্যালো কন্ট্রোল রুম, “বিমান ভাসছে না... মনে হচ্ছে নি’চে প’ড়’ছে।”
সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ:
“ই’জে’ক্ট করো!” — অর্থাৎ, জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাসুটে ঝাঁ’’’প দাও, নিজের জীবন বাঁ’চা’ও।

তাহলে তিনি কি বাঁচতে পারতেন?
হ্যাঁ, ১০০% বাঁচতে পারতেন।
কারণ, যু'দ্ধ'বি'মা'নে ই'জে'কশন সিট থাকে, যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত প্যারাসুটসহ বের করে নিয়ে যায়।
যদি তিনি ওই সময় প্যারাসুট খুলে বেরিয়ে যেতেন, তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন।
কিন্তু তিনি তা করেননি।
কারণ, তখনো বিমানটি নিয়ন্ত্রণ হারালেও আকাশে ছিল।
আর নিচে?
ছিল মানুষের বসতি, গাড়ি, স্কুল, শিশু, মা-বাবা, শিক্ষক…

তৌকির জানতেন, তিনি বের হয়ে গেলে
এই যুদ্ধবিমানটা যেকোনো জনবহুল এলাকায় বি’ধ্ব’’স্ত হবে।
আর তখন প্রা’ণ’হা’নি হবে বহু মানুষের।

তাই তিনি ল'ড়া'ই চালিয়ে গেছেন…
বিমানটিকে যতদূর সম্ভব জনবসতি থেকে দূরে নিতে চেয়েছেন।
চেয়েছেন কোনো খালি মাঠে, খোলা জায়গায় গিয়ে বিমানটি পড়ুক।

সে চেষ্টায় তিনি ঘাঁটির দিকে বিমান ঘুরিয়েছেন,
বারবার চেষ্টা করেছেন নিয়ন্ত্রণে ফেরানোর।

একদম শেষ মুহূর্তে, যখন নিশ্চিত হয়েছেন
এখন আর কিছুই করার নেই, তখন
শেষ মুহূর্তে ই’জে’ক্ট করেছেন।

কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে…

তিনি নিজেও বেঁ’চে থাকতে পারেননি।
এবং তার সেই প্রাণান্তকর প্রচেষ্টার পরেও
বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের ছাদে বি’ধ্ব’স্ত হয়।
নি’হ’ত হয় স্কুলের শিক্ষক- শিক্ষার্থী।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Tube Master News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share