24/04/2025
🌲🪴🌲 অশ্লীলকে না বলি এবং ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️
Umma Kulsum Popi
Umma Kulsum Popi
Umma Kulsum Popi Fan's ✅
কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।
Umma Kulsum Popi Fan's
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!
#সংগৃহীত
#চাষবাস #খেতি #কৃষিবিদ্যা
পোস্টটি ভালো লাগলে আমার পেইজটিতে একটা ফলো দিবেন 🙂