SWF TV

SWF TV SWF TV is a Sister Concern Of Sankar Welfare Foundation.

- - - - - - - - - - - - "সংবাদ বিজ্ঞপ্তি " - - - - - - - - - - - ডক্টর অব ইয়োগা এন্ড স্প্রিচুয়ালিটি (Ph.D.)-২০২৩ গ্রহণ...
13/06/2023

- - - - - - - - - - - - "সংবাদ বিজ্ঞপ্তি " - - - - - - - - - - -
ডক্টর অব ইয়োগা এন্ড স্প্রিচুয়ালিটি (Ph.D.)-২০২৩ গ্রহণ করলেন যোগাচার্য ড. শংকর তালুকদার । http://surl.li/hvxha (স্বদেশ বিচিত্রা নিউজ)

ভারতের বৈদিক যোগ পীঠ টাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল বৈদিক স্প্রিচুয়ালিটি এন্ড রিসার্চ ইউনিভার্সিটি আন্তর্জাতিক যোগ দিবস ২০২৩ উপলক্ষে গত ০৫ জুন বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আনন্দ যোগ ও ওয়েলনেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী যোগাচার্য ড. শংকর তালুকদারকে সন্মান সূচক ডক্টর অব ইয়োগা এন্ড স্প্রিচুয়ালিটি (Ph.D.)-২০২৩ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত (ভাষা ও শিক্ষা) বিশিষ্ট চিকিৎসক, গবেষক, লেখক এবং ভারতের সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ সদস্য যোগানুরাগী ড. জগদীশ চন্দ্র হালদার মহোদয়।
এছাড়াও
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক যোগাচার্য তপন কুমার বর্মন, কফি হাউজের চারপাশে পত্রিকার সম্পাদক কবি ও সাংবাদিক ড. মৃনাল কান্তি সাহা, বিশেষজ্ঞ ফিজিও থেরাপিস্ট (স্পোর্টস), ডাঃ কল্যাণ দে, প্রাক্তন ক্লিনিক্যাল টিউটর কোলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও যোগ কনসালট্যান্ট ডাঃ সিদ্ধার্থ শংকর বসু, প্রখ্যাত যোগাচার্য শংকর বিশ্বাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা বিশেষজ্ঞ ডা সেন্টু মন্ডল সহ বিভিন্ন যোগ বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, লেখক- কবি, শিল্পী- সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ড. শংকর তালুকদার প্রায় তিন যুগ যাবৎ নিয়মিত যোগচর্চা, যোগের প্রচার ও প্রসারের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। আগামীতে আরও বৃহৎ পরিসরে যোগ নিয়ে কাজ করতে চান। তিনি একই প্রতিষ্ঠান থেকে গত ২০২১ সালের গুরু পূর্নিমায় "মাষ্টার অব ইয়োগা" (যোগ আচার্য) উপাধিতে ভূষিত হন।
শংকর তালুকদারকে সন্মান সূচক ডক্টর অব ইয়োগা ও স্প্রিচুয়ালিটি (Ph.D.) প্রদান করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে ইয়োগা ও মেডিটেশনের মাধ্যমে সকল মানুষের সুস্থতা ও প্রশান্তির জন্য কাজ করতে চান। আগামী পথ চলায় সবার দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করছে।

-----> প্রেস বিজ্ঞপ্তি
আনন্দ যোগ ও ওয়েলনেস ইনস্টিটিউট
https://www.anandayogabd.com/
https://swfoundationbd.com/

স্টাফ রিপোর্টার : ভারতের বৈদিক যোগ পীঠ টাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল বৈদিক স্প্রিচুয়াল....

Address

Sankar, Dhanmondi
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SWF TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category